Live Results- কর্ণাটক উপনির্বাচনে ১২ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ২

সংক্ষিপ্ত

কর্ণাটকে এই মুহূর্তে চলছে উপনির্বাচনের গণনা। মোট ১৫টি বিধানসভা আসনে হওয়া উপনির্বাচনে এই গণনা চলছে। কর্ণাটকে বিজেপি সরকারের ভাগ্য নির্ধার্ণে এই উপনির্বাচন অতি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত গণনার যা ট্রেন্ড তাতে এগিয়ে রয়েছে বিজেপি। যে ১৫টি বিধানসভা আসনে হওয়া উপনির্বাচনে গণনা চলছে, তার ১২টি আসন ছিল কংগ্রেসের দখলে। এছাড়া বাকি তিনটি আসন ছিল জেডিএস-এর দখলে। কিন্তু, কর্ণাটকে কংগ্রেস ও জেডিএস-এর জোট সরকার থেকে মোট ১৭জন বিধায়ক বেরিয়ে আসেন এবং এদের মধ্যে ১৫ জন বিধায়কের পদ খারিজ হয়ে যায়। এর জেরে কংগ্রেস-জেডিএস সরকার ভেঙে যায়। সেই স্থানে নতুন করে সরকার তৈরি করে বিজেপি। এরপরই, বিধায়কপদ খারিজ হওয়া ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন নিশ্চিত হয়ে পড়েছিল। কর্ণাটকে বিজেপি সরকার টিকিয়ে রাখতে এই ১৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল অতি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 
 
 

12:05 PM (IST) Dec 09

তিন আসনে ঘোষিত বিজেপি-র জয়

বিজয়নগর, হীরেকেরুর এবং ইয়েল্লাপুর বিধানসভা আশনের উপনির্বাচনে বিজেপি-র জয় ঘোষিত হল। 

11:53 AM (IST) Dec 09

হার স্বীকার করে প্রতিক্রিয়া শিবকুমারের

জনতা জনার্দনের রায়কে স্বাগত কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের। বললেন, 'জনতার রায়কে আমাদের স্বীকার করতে হবে। ' 

 

11:46 AM (IST) Dec 09

জয়ী হলেন ইয়েদুরাপ্পার ছেলে

11:42 AM (IST) Dec 09

আসন অনুযায়ী ফল

মহালক্ষী লেআউট- এগিয়ে বিজেপি, প্রার্থী কে গোপালায়াহ ২১৩০৯টি ভোটে এগিয়ে রয়েছেন। 

রানিবেননুর- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী অরুণ কুমার এমজি এগিয়ে রয়েছেন ৩৯৯৫টি ভোটে। 

শিবাজীনগর- এগিয়ে রয়েছে কংগ্রেস, প্রার্থী রিজওয়ান আসাদ এগিয়ে রয়েছেন ৭৫৫৭টি ভোটে। 

বিজয়নগর- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী আনন্দ সিং এগিয়ে রয়েছেন ৪৫৯৯টি ভোটে। 

ইয়েল্লাপুর- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী শিবরাম হেব্বর ২১৬৬৫টি ভোটে এগিয়ে রয়েছেন। 

যশবন্তপুর- এগিয়ে রয়েছে জেডিএস, প্রার্থী টি এন জাভারিগৌড়া এগিয়ে রয়েছেন ৯৬টি ভোটে। 

11:36 AM (IST) Dec 09

আসন অনুযায়ী ফল

হোনসুর- এগিয়ে কংগ্রেস প্রার্থী পি মঞ্জুনাথ, এগিয়ে রয়েছেন ১৯৩৯টি ভোটে। 

কাগওয়াড়- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী শ্রীমন্থ বালাসাহেব পাটিল ৬৪১০টি ভোটে এগিয়ে। 

কে আর পুরা- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী বিয়ার্থী বাসাভারাজ ১৩৩৭৯টি ভোটে এগিয়ে। 

কৃষ্ণারাজপেট- এগিয়ে রয়েছে বিজেপি, প্রার্থী কে সি নারায়ণগৌড়া ২৬০টি ভোটে এগিয়ে রয়েছেন। 

11:25 AM (IST) Dec 09

আসন অনুযায়ী ফল

আথানি- এগিয়ে বিজেপি, প্রার্থী মহেশ ইরানাগৌড়া কুমাটহালি এগিয়ে রয়েছেন ১০৭৯৭ টি ভোটে। 

চিক্কাবল্লাপুরা- এগিয়ে বিজেপি, প্রার্থী ডক্টর ডি সুধাকর এগিয়ে রয়েছেন ২৪৫২০টি ভোটে। 

গোকাক- এগিয়ে বিজেপি, প্রার্থী জারকোহলি রমেশ লক্ষণরাও এগিয়ে রয়েছেন ৮৯৯০টি ভোটে। 

হীরেকেরুর- এগিয়ে বিজেপি প্রার্থী বাসাভানগৌড়া পাটিল, তিনি এগিয়ে রয়েছেন ৭১২৪টি ভোটে। 

হোসাকোটে- এগিয়ে জেডিএস প্রার্থী শরথ বাচেগৌড়া (জেডিএস নির্দল), এগিয়ে রয়েছেন ৬৯৬৪টি ভোটে। 

11:18 AM (IST) Dec 09

১২ আসনে এগিয়ে গেল বিজেপি

১২ আসনে এগিয়ে গেল বিজেপি। ২ আসনে এগিয়ে কংগ্রেস। জেডিএস ১টি আসনে এগিয়ে। 

 

10:18 AM (IST) Dec 09

কাগওয়াড় ও চিক্কাবল্লাপুরে-এর ট্রেন্ড

কাগওয়াড়- পষ্ণম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি। 

চিক্কাবল্লাপুর- পঞ্চম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি। 

ইয়েল্লাপুর- ১৬,৯৬১টি ভোটে এখানে এগিয়ে বিজেপি। 

মহালক্ষী লেআউট- ৩ রাউন্ডের গণনা শেষে এখানেও এগিয়ে বিজেপি। 

গোকাক- চার রাউন্ডের শেষে এখানে এগিয়ে বিজেপি।

10:10 AM (IST) Dec 09

মহালক্ষ্মী বিধানসভা আসনে এগিয়ে বিজেপি

মহালক্ষী বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। পদ্মফুল প্রার্থী  কে  গোপালাইয়া এই আসনে এগিয়ে রয়েছেন। 

10:09 AM (IST) Dec 09

যশবন্তপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই

২০৯১টি ভোটে যশবন্তপুর বিধানসভা আসনের উপনির্বাচনে এগিয়ে জেডিএস। যদিও, এই আসনে গণনা শুরু হওয়ার সময় এগিয়ে ছিল বিজেপি। 

বিজেপি পেয়েছে ১১৬৯৯টি ভোট। 

কংগ্রেস পেয়েছে ১০৫৯টি ভোট। 

জেডিএস পেয়েছে ১৩৭৬০টি ভোট। 

নোটা পেয়েছে ২১৩টি ভোট। 

10:03 AM (IST) Dec 09

কে আর পেটে হাড্ডাহাড্ডি লড়াই-এ কংগ্রেস ও বিজেপি

এই আসনে রাউন্ড ফোরের গণনা শেষ। ট্রেন্ডে এগিয়ে বিজেপি। 

বিজেপি- পেয়েছে ১৭৯৮৮টি ভোট। 

কংগ্রেস- পেয়েছে ৬৪৬৫টি ভোট। 

জেডিএস পেয়েছে ৬৩২৪টি ভোট। 

ভাটাল পেয়েছে ২২২টি ভোট। 

নোটা পেয়েছে ৪১৫টি ভোট। 

বিজেপি এগিয়ে রয়েছে ১১৫২৩টি ভোটে। 

09:57 AM (IST) Dec 09

১১টি আসনে এগিয়ে গেল বিজেপি

১১টি আসনে এগিয়ে গেল বিজেপি। কংগ্রেস এগিয়ে ২টি আসনে। ১টি করে আসনে এগিয়ে জেডিএস ও নির্দল। 

09:40 AM (IST) Dec 09

কৃষ্ণারাজপেটে পিছিয়ে বিজেপি

কৃষ্ণারাজপেটে বিজেপি এক হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে। এই আসনে এগিয়ে রয়েছে জেডিএস।

09:40 AM (IST) Dec 09

তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি

তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এই মুহূর্তে ১০টি আসনে এগিয়ে বিজেপি। ২ টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও জেডিএস। ১টি আসনে এগিয়ে রয়েছে নির্দল।