amartya lahiri | Published : Feb 8, 2020 3:10 AM IST / Updated: Feb 08 2020, 06:43 PM IST

দিল্লি নির্বাচন ২০২০ Live, প্রায় ৫৬ শতাংশ দিলেন মত, শেষ হল ভোটগ্রহণ

সংক্ষিপ্ত

শনিবার দিল্লি-তে ৭০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের আপ লড়ছে ২০১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে। অন্যদিকে বিজেপির কাছে এটা সম্মানরক্ষার লড়াই। দিল্লি-তে অরবিন্দ কেজরিওযালের সমকক্ষ কোনও নেতা না থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়ছে তারা। নির্বাচনের প্রচারপর্বে তীব্র বিতণ্ডায় জড়িয়েছে দুই দলই। অন্যদিকে কংগ্রেস অনেকটাই যেন হাল ছেড়ে দিয়েছে। এদিন ১.৪৭ কোটিরও বেশি মানুষের হাতে নির্ধারিত হবে ৬৭২ জন প্রার্থীর ভাগ্য। দিল্লি বিধানভা নির্বাচন ২০২০-এর ভোটগ্রহণ পর্বের যাবতীয় LIVE UPDATE পেতে চোখ রাখুন এখানে -

 

06:41 PM (IST) Feb 08

শেষ হল ভোটগ্রহণ

শেষ হল দিল্লির ভোটগ্রহণ। সকাল থেকেই দিল্লিবাসী বুথমুখী না হলেও, শেষ বেলায় কিছুটা হলেও বাড়ল ভোটদানের প্রবণতা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষের সময় ৫৪.৬৫ শতাংশ ভোট পড়ে।

06:08 PM (IST) Feb 08

সবচেয়ে এগিয়ে উত্তরপূর্ব, সবচেয়ে পিছিয়ে নয়াদিল্লি

দিল্লির ভোটগ্রহণ প্রায় শেষ। ১১ টি জেলার মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে সবচেয়ে বেশি বোট পড়েছে, প্রায় ৬৩.৪ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে নয়াদিল্লিতে, ৪৪.২৯ শতাংশ।

06:06 PM (IST) Feb 08

সামান্য বাড়ল ভোটদানের হার

সামান্য হলেও শেষ একঘন্টায় বাড়ল ভোটদানের হার। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায়  ৫২.৯৫ শতাংশ ভোট পড়েছে।

04:57 PM (IST) Feb 08

শেষ বেলায় মুখরক্ষা করল দিল্লি

সকাল থেকে ঝিমিয়ে থাকার পর প্রায় শেষ বেলায় এসে অনেকটাই বুথমুখী হল দিল্লি। বিকাল ৪টে পর্যন্ত দিল্লি ভোট পড়ল ৪২.৭০ শতাংশ।

03:49 PM (IST) Feb 08

ভোট দিলেন কারাত

সঞ্চার ভবন ভোটকেন্দ্রে ভোট দিলেন বিশিষ্ট সিপিআই (এম) নেতা প্রকাশ করাত...

03:27 PM (IST) Feb 08

আরও কমল ভোটদানের হার

বেলা ৩টে পর্যন্ত দিল্লিতে মোট ভোট পড়ল ৩০.১৮ শতাংশ।

03:24 PM (IST) Feb 08

ভোট দিলেন প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি আসনের কমরাজ লেনের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

02:56 PM (IST) Feb 08

প্রথম ভোট প্রিয়ঙ্কার ছেলের

এই বারই প্রথম ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রার ছেলে তথা রাহুল গান্ধীর ভাগ্নে রেহান রাজীব ভদ্রা।

02:54 PM (IST) Feb 08

ফাঁকা ভোটকেন্দ্রে মাছি তাড়াচ্ছেন ভোটকর্মীরা

বেলা ২টো পর্যম্ত মাত্র ২৮.১৪ শতাংশ ভোট পড়ল।

11:57 AM (IST) Feb 08

মেয়েকে নিয়ে ভোট দিলেন আদবানী

মেয়ে প্রতিভা আদবানি-কে নিয়ে আওরঙ্গজেব লেনের এক ভোটকেন্দ্রে ভোট দিলেন ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি।

11:51 AM (IST) Feb 08

তীব্র বাদানুবাদ কংগ্রেস ও আপ কর্মীদের মধ্যে

মজনু কা টিলার কাছে এক ভোটকেন্দ্রের বাইরে বাদানুবাদে জড়ালেন আপ এবং কংগ্রেস কর্মীরা। কংগ্রেস প্রার্থী অলকা লাম্বার এক আপ কর্মীকে চড় মারার চেষ্টা করলে দুই পক্ষে ঝামেলা বাধে। অলকার অভিযোগ ওই কর্মী তাঁর ছেলে সম্পর্কে কটু মন্তব্য করেন। আপ এই নিয়ে অলকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে।

11:45 AM (IST) Feb 08

ভোটকেন্দ্রে গান্ধী পরিবার

ভোট দিল গান্ধী পরিবার। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী ভোট দেন নির্মাণ ভবনে। অসুস্থ সনিয়া-কে সঙ্গে করে নিয়ে আসেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি ভোট দেন লোধি এস্টেট ভোট কেন্দ্রে। ার তাঁর ভাই তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট দেন আওরঙ্গজেব রোডের এক ভোটকেন্দ্রে।

11:40 AM (IST) Feb 08

ভোট দিলেন মনমোহন সিং

নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের নির্মাণ ভবনে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁর স্ত্রী গুরশরণ সিংহ।

11:38 AM (IST) Feb 08

১১০ বছর বয়সে ভোটকেন্দ্রে

১১০ বছর বয়সী কালীতারা মন্ডল,এইবার দিল্লিতে সবচেয়ে প্রবীন ভোটার। গ্রেটার কৈলাশ বিধানসভা কেন্দ্রে চিত্তরঞ্জন পার্কের এসডিএমসি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এদিন ভোট দিলেন

 

11:35 AM (IST) Feb 08

সোৎসাহে ভোট জামিয়া নগরে

ভোটের আগে জামিয়া নগরে সিএএ-বিরোধী প্রতিবাদ মিছিলে গুলি চালনা নিয়ে উত্তপ্ত হয়েছিল পরিবেশ। এদিন সেখানে সকলকে সোৎসাহে ভোট দিতে দেখা গেল।

 

11:34 AM (IST) Feb 08

ভোটকেন্দ্রে সস্ত্রীক রাষ্ট্রপতি

ড. রাজেন্দ্রপ্রসাদ কেন্দ্রিয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোভিন্দ

11:30 AM (IST) Feb 08

ভোট পড়ল ৬.৯৬ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল মাত্র ৬.৯৬ শতাংশ

10:34 AM (IST) Feb 08

রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টুইট করে দিল্লির ভোটারদের সর্বাধিক ভোটাধিকার প্রয়োগের একটি নতুন রেকর্ড গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10:31 AM (IST) Feb 08

মৃত্যু নির্বাচনী আধিকারিকের

উত্তর-পূর্ব দিল্লির বাবরপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে মৃত্যু হল একজন নির্বাচনি আধিকারিকের। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হল।

10:27 AM (IST) Feb 08

মতদান করলেন উপমুখ্যমন্ত্রী

দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা পতপড়গঞ্জ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী মণীশ সিসোদিয়া এবং তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া পাণ্ডব নগরীর এমসিডি স্কুলে ভোট দিলেন।

10:24 AM (IST) Feb 08

ভোটকেন্দ্রে বর ও বরযাত্রী

দিল্লির শকরপুরের এমসিডি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে বোট দিতে দেখা গেল একজন বর ও তার পরিবারের লোকজনদের।

10:22 AM (IST) Feb 08

মহিলাদের ভোট দিতে আহ্বান কেজরিওয়ালের

ভোটদানের পর আম আদমি পার্চি নেচা তথা দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির সকলকে বিশেষত মহিলাদের ভোট দেওয়ার জন্য আবেদন করেন। তিনি জানান দিল্লির মানুষ তাঁদের কাজ দেখে ভোট দেবেন। তিনি আশাবাদী আম আদমি পার্টি তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরবে।

10:20 AM (IST) Feb 08

দিল্লিতে বুথে বুথে তারকার ভিড়

নির্মাণ ভবন ভোটকেন্দ্রে সকাল সকাল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, আরএসএসের বিশিষ্ট নেতা রাম লাল।

টেগোর গার্ডেন-এর এক ভোটকেন্দ্রে ভোট দেন চাঁদনী চৌক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, অলকা লাম্বা, রাজিন্দর নগরের একটি ভোটকেন্দ্রে ভোট দেন সেখানকার আম আদমি পার্টির প্রার্থী, রাঘব চাঁদ।

10:15 AM (IST) Feb 08

দুই কেন্দ্রে বিকল ইভিএম, শুরুই হল না ভোটগ্রহণ

ইভিএমে কারিগরি সমস্যার কারণে যমুনা বিহারের সি ১০  ব্লক বুথে এবং নয়াদিল্লি আসনের ১১৪ নম্বর সরদার প্যাটেল বিদ্যালয় বুথে ভোটগ্রহণ এখনও শুরু করতে পারা যায়নি।

10:13 AM (IST) Feb 08

ভোট দিলেন মীনাক্ষী লেখি

ভারতীয় জনতা পার্টির সাংসদ মীনাক্ষী লেখি দক্ষিণ এক্সটেনসন পার্ট -২ এর একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

10:11 AM (IST) Feb 08

সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সপরিবারে ভোট দিলেন সিভিল লাইনের একটি ভোটকেন্দ্রে।

10:09 AM (IST) Feb 08

প্রথম দু'ঘন্টায় ভোটদান মাত্র ৪.৩৩ শতাংশ

বেলা দশটা অবধি দিল্লি বিধানসভা ভোটে মাত্র ৪.৩৩ শতাংশ ভোট পড়ল।

09:03 AM (IST) Feb 08

ভোট দিলেন লেফট্যানেন্ট গভর্নর

গ্রেটার কৈলাশের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর অনিল বাইজাল ও তাঁর স্ত্রী মালা বাইজল।

09:01 AM (IST) Feb 08

ভোট দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষ বর্ধন তাঁর বৃদ্ধা মা-কে নিয়ে কৃষ্ণনগরের রতন দেবী পাবলিক স্কুলে ভোট দিলেন।

08:59 AM (IST) Feb 08

ভোট দিলেন ভানুমতি

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর মতোই তুঘলক ক্রিসেন্ট রোডের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এডুকেশন-এ ভোট দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী।

08:57 AM (IST) Feb 08

ভোট দিলেন বিতর্কিত পরবেশ

মতিয়ালা বিধানসভা কেন্দ্রের এক ভোটকেন্দ্রে সকাল সকাল ভোট দিলেন বিতর্কিত বিজেপি সাংসদ পরবেশ ভার্মা।

08:55 AM (IST) Feb 08

প্রবল উৎসাহ শাহিনবাগ-এ

এবার দিল্লির ভোটে অন্যতম আলোচ্য বিষয হয়ে উঠেছে শাহিনবাগ আন্দোলন। সেখানকার শাহিন পাবলিক স্কুল ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এখানে আপ-এর প্রার্থী বর্তমান বিধায়ক আমানাতুল্লা, তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের পারভেজ হাশমি এবং বিজেপির ব্রহ্মসিংহ বিধুরি।

08:52 AM (IST) Feb 08

ভোট দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী

তুঘলক ক্রিসেন্ট-এর এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এডুকেশন ভোটকেন্দ্রে ভোট দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

08:49 AM (IST) Feb 08

ভোট দিলেন রাম মাধব

কারোলবাগ বিধানসভা কেন্দ্রের ঝান্ডেওয়ালান এলাকার এক ভোটকেন্দ্রে একেবারে সকাল সকাল ভোট দিলেন বিজেপি নেতা রাম মাধব। এখানে আপের প্রার্থী বর্তমান বিধায়ক বিশেশ রবি। বিজেপির যোগেন্দ্র চান্দোলিয়া ও কংগ্রেসের গৌরব ধনক।

 

08:47 AM (IST) Feb 08

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ

শুরু থেকেই ভোটারদের লম্বা লাইন পড়েছে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের নির্মান ভবন ভোট কেন্দ্রের সামনে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ভিড় জমান ভোটাররা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি-র প্রার্থী সুনীল যাদব। কংগ্রেস-এর রমেশ সাবরওয়াল।

08:43 AM (IST) Feb 08

শুরু হল ভোটগ্রহণ

কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ।