Trump In India Live - ভারত-আমেরিকা এক অনন্য সম্পর্কের পথে, যৌথ ঘোষণা মোদী-ট্রাম্পের

সংক্ষিপ্ত

ভারত সফরে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দিন। মূলত দিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে এদিনটি অতিবাহিত করবেন তিনি। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে সেভাবে কোনও অগ্রগতি হচ্ছে না তা পরিস্কার। তবে সন্ত্রাস ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাখা নৈশভোজ বয়কট করেছে কংগ্রেস। 

02:59 PM (IST) Feb 25

সর্বোদয়া থেকে বেরোনোর মুহূর্তে মেরেলিনা

পড়ুয়াদের বিদায় জানাচ্ছেন মেরেলিনা

 

02:57 PM (IST) Feb 25

পড়ুয়াদের সঙ্গে আরও এক মুহূর্তে মেরেলিনা

মেরেলিনা ট্রাম্পের সঙ্গে আরও কিছু মুহূর্ত পড়ুয়াদের

 

02:35 PM (IST) Feb 25

আমেরিকাতেও হ্যাপিনেস লার্নিং নিয়ে কাজের ইচ্ছা প্রকাশ

আমেরিকাতেও হ্যাপিনেস লার্নিং নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি

 

02:31 PM (IST) Feb 25

ভারত নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন মেরেলিনা

পড়ুয়াদের সামনে মার্কিন ফার্স্ট লেডি জানালেন ভারত নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা, জানালেন এই সফর তাঁর কাছে এক অসাধারণ অনুভূতি

 

02:23 PM (IST) Feb 25

মার্কিন ফার্স্ট লেডি-র সামনে নৃত্য প্রদর্শন

মার্কিন ফার্স্ট লেডির সামনে নৃত্য পরিবেশন সর্বোদয়া কো-এড স্কুলের পড়ুয়াদের  

 

02:21 PM (IST) Feb 25

সর্বোদয়া কো-এড স্কুলে মেরেলিনা বরণ

সর্বোদয়া কো-এড স্কুলে মেরেলিনাকে মালা দিয়ে বরণ এক ক্ষুদে পড়ুয়ার

 

01:29 PM (IST) Feb 25

হায়দরাবাদ হাউসে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ মোদীর, যৌথ সাংবাদিক সম্মেলন- লাইভ 

 

01:27 PM (IST) Feb 25

পড়ুয়াদের সঙ্গে কথা মেরেলিনার

সর্বোদয়া বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন মেরেলিনা

 

01:23 PM (IST) Feb 25

সর্বোদয়া কো-এড মেরেলিনা ট্রাম্প

সর্বোদয়া কো-এড স্কুলে হ্যাপিনেস লার্নিং-এ ক্লাসে মার্কিন ফার্স্ট লেডি

 

11:24 AM (IST) Feb 25

হায়দরাবাদ হাউসে বৈঠকে মোদী ও ট্রাম্প

হায়দরাবাদ হাউসে বৈঠকে বসার আগে সৌজন্যমূলক ফোটোসেশনে মোদী-ট্রাম্প এবং মার্কিন ফার্স্ট লেডি।

 

11:22 AM (IST) Feb 25

রাজঘাটে ট্রাম্পের কমেন্ট সামনে এল

রাজঘাটে ভিজিটরস বুকে সই করেছেন ট্রাম্প, সেখানে তিনি যা লিখেছেন তা এবার সামনে এল

 

11:05 AM (IST) Feb 25

রাজঘাটে বৃক্ষরোপণ ট্রাম্প দম্পতির

রাজঘাটে বৃক্ষ রোপণেও অংশ নেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলেনিয়া ট্রাাম্প।

 

10:53 AM (IST) Feb 25

রাজঘাটে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন মুহূর্ত

রাজঘাটে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মুহূর্ত 

 

10:50 AM (IST) Feb 25

রাজঘাটে ডোনাল্ড ট্রাম্প

হায়দরাবাদ হাউসে পৌঁছনোর আগে রাজঘাাটে যান মার্কিন প্রেসিডেন্ট, সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে-তে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন, এছাড়াও ভিজিটরস বুকে কমেন্টও করেন ডোনাল্ড ট্রাম্প। 

 

10:42 AM (IST) Feb 25

হায়দরাবাদ হাউসে পৌঁছলেন ট্রাম্প

হায়দরাবাদ হাউসে আর কিছুক্ষণ পরেই মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক, সেখানে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

10:40 AM (IST) Feb 25

রাষ্ট্রপতি ভবনের আরও কিছু ছবি

রাষ্ট্রপতি ভবনের আরও কিছু ছবি, যেখানে ট্রাম্পকে দেখা যাচ্ছে। 

 

10:36 AM (IST) Feb 25

রাষ্ট্রপতি ভবেন ট্রাম্প-কে গার্ড অব অনার

রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়ার ছবি

 

10:31 AM (IST) Feb 25

রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পের বিভিন্ন মুহূর্ত

রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টকে বরণ, ধরা পড়ল সেই অনুষ্ঠানের কিছু টুকরো টুকরো ছবি

 

10:07 AM (IST) Feb 25

রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের সেরেমনিয়াল বরণ

রাষ্ট্রপতি ভবনে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে আনুষ্ঠানিকভাবে বরণ করা হল, দেওয়া হয় গার্ড অফ অনার। 

 

10:03 AM (IST) Feb 25

মেলেনিয়া ট্রাম্পের জন্য সেজে উঠেছে সর্বোদয়া কো-এড স্কুল

মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প আজ দিল্লির সর্বোদয়া কো-এড স্কুলে যাবেন, সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন তিনি। 

 

10:00 AM (IST) Feb 25

রাষ্ট্রপতি ভবনে ইভাঙ্কা ট্রাম্প

রাষ্ট্রপতি ভবনে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অতিথি বরণ, তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প।

 

09:36 AM (IST) Feb 25

তাজমহলে বেঞ্চে বসলেন ইভাঙ্কা

তাজমহলে পাথরে মোড়া বিখ্যাত বেঞ্চে বসে গল্পে ব্যস্ত ইভাঙ্কা।

09:30 AM (IST) Feb 25

স্বামীকে নিয়ে তাজমহলের সামনে পোজ ইভাঙ্কার

স্বামী জেরার্ড কুসনারকে সঙ্গে নিয়ে তাজমহলের সামনে ছবি তুললেন ইভাঙ্কা।

09:27 AM (IST) Feb 25

ট্রাম্প কন্যা-র সেলফি

তাজহমেলর সামনে দাাঁড়িয়ে সেলফি নিলেন ট্রাম্প কন্যা তথা মার্কিন প্রশাসনের সিনিয়র অ্যাডভাইসার ইভাঙ্কা ট্রাম্প।

09:23 AM (IST) Feb 25

গতকালকের কিছু স্মরণীয় ছবি

তাজমহলের সামনে হাতে হাত রেখে ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়া ট্রাম্প।

09:20 AM (IST) Feb 25

আজ দিল্লির বুকে একাকি ঘুরবেন মেলেনিয়া

আজ দিল্লিতে সরকারি স্কুল পরিদর্শন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প।

09:11 AM (IST) Feb 25

আজ দিল্লিতে মোদী-ট্রাম্প বৈঠক

আজ দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে বাণিজ্যিক চুক্তি নিয়ে সেভাবে যে অগ্রগতি হচ্ছে না তা পরিস্কার। ভারত যদিও হাল ছাড়তে রাজি নয়। মোদী এই একান্ত বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে ফের একবার দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে চাপ দিতে পারেন। ভারতের সঙ্গে আমেরিকা যে প্রতিরক্ষা চুক্তি করছে তা আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

07:43 PM (IST) Feb 24

অশান্ত দিল্লিতে পৌঁছলেন ট্রাম্প

সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে তীব্র সংঘর্ষের পরিবেশের মধ্যেই দিল্লি এসে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি।

07:15 PM (IST) Feb 24

তাজ নিয়েই আগ্রা ছাড়লেন ট্রাম্প

আগ্রা ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাঁর হাতে তাজমহলের একটি বিশাল প্রতিকৃতী তুলে দেন উত্তরপ্রদেশেরমুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

06:07 PM (IST) Feb 24

তাজমহলে ইভা্ঙ্কা-জ্যারেড

আগ্রার তাজমহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড কুশনার।

06:06 PM (IST) Feb 24

ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক কালজয়ী স্মারক

'ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক কালজয়ী স্মারক তাজমহল' তাজমহলের ভিসিটর্স বুকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

05:14 PM (IST) Feb 24

তাজমহলে মার্কিন প্রেসিডেন্ট

তাজমহলে পৌঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পয সপরিবারেই এই ঐতিহাসিক সৌধে ভ্রমণে এলেও প্রেমেমর সৌধে আলাদাভাবে ঘুরতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি-কে। 

04:42 PM (IST) Feb 24

এবার সোজা তাজ

সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট রওনা দিলেন তাজমহল-এর উদ্দেশ্যে...

04:40 PM (IST) Feb 24

নাচে গানের মধ্যে আগ্রায় ট্রাম্প পরিবার

বিমানবন্দরেই ট্রাম্প পরিবারের সামনে নাচ-গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

04:39 PM (IST) Feb 24

বিমানবন্দরে যোদী ও রাজ্যপাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে আগ্রা-য় স্বাগত জানালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

04:16 PM (IST) Feb 24

আগ্রায় পৌঁছলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগ্রা বিমানবন্দরে অবতরণ করেছেন। তারা শীঘ্রই তাজমহল পরিদর্শন করবেন।

03:05 PM (IST) Feb 24

এবার আগ্রার পথে ট্রাম্প

মোতেরার অনুষ্ঠান শেষ। সেখান থেকে সরাসরি আহমেদাবাদ বিমানবন্দরে চলেেনে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মার্কিন প্রতিনিধি দল। এখান থেকে এয়ারফোর্স ওয়ান য়াবে আগ্রা।

02:56 PM (IST) Feb 24

ট্রাম্পের আগমনে উৎসাহিত হবে ক্রীড়ামহলও

ট্রাম্পের বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ধন্যবাদ দিলেন। সেই সঙ্গে বললেন মোতেরা স্টেডিয়াম আসলে ক্রিকেট স্টেডিয়াম। ট্রাম্পের আগমনে ত্রীড়া মহলও উৎসাহিত হবে।

02:54 PM (IST) Feb 24

বক্তব্য শেষ করলেন ট্রাম্প

ভারতকে আমরা ভালোবাসি, বলে বক্তব্য শেষ করলেন ট্রাম্প।

02:38 PM (IST) Feb 24

হেলিকপ্টার চুক্তির বড় ঘোষণা

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে বিশ্বের সেরা এবং সবচেয়ে ভয়ানক সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। আমেরিকায় সেরা অস্ত্র তৈরি করে বলে দাবি করে সেই সঙ্গে একদিন আগেই ভারতীয় সঙ্গে ৩ বিলিয়ন -এরও বেশি মার্কিন ডলারের হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের নিখুঁত চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করলেন তিনি।