Asianet News Bangla | Published : Feb 7, 2021 9:26 AM IST / Updated: Feb 07 2021, 04:30 PM IST

Uttarakhand Glacier Bust Live- উত্তরাখণ্ডের পাশে রয়েছে বাংলা-সহ গোটা দেশ, হলদিয়ায় বললেন মোদী

সংক্ষিপ্ত

ফের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ড। এবার নন্দীদেবীর কাছে এক হিমবাহে বিশাল ধস নামল রবিবার সকালে। যার জেরে জোশী মঠ এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় মূলত এই ক্ষয়ক্ষতি হয়েছে। এই হিমবাহতে ধস নামায় সরাসরি তা এসে পড়ে ধৌলি নদীতে। ধৌলি নদীর খাতে দুটি নির্মিয়মাণ জলবিদ্যুৎ-এর কাজ চলছিল। এদের মধ্যে একটি হল ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প এবং তপোবন জলবিদ্যুৎ প্রকল্প। হিমবাহের ধসে দুটি জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। নদীখাতে জলবিদ্যুৎ প্রকস্পে কাজ করছিলেন অসংখ্য শ্রমিক। এদের অধিকাংশই নিখোঁজ। উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। জোশীমঠ এবং তপোবন-এর বাঁধ ভেঙে গিয়েছে। ফলে এই অঞ্চলে সড়াক যোগাযোগ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বের করতে আকাশপথের সাহায্য নেওয়া হচ্ছে। 

08:11 PM (IST) Feb 07

১০টি দেহ উদ্ধার

এখনও পর্যন্ত দশ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। নিখোঁজ রয়েছে প্রায় ১৫০ জন। 

08:10 PM (IST) Feb 07

ক্ষতিপুরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। জানিয়েছেন প্রধানমন্ত্রীর। 

06:04 PM (IST) Feb 07

সনিয়া গান্ধীর উদ্বেগ

উত্তরাখণ্ডের প্রাকৃতির বিপর্যয় নিয়ে উদ্ধেগ প্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। 

06:03 PM (IST) Feb 07

উদ্ধারের ভয়ঙ্কর ছবি

চামোলির তপবনের ড্যামের সুড়ঙ্গ থেকে উদ্ধা করা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের।

05:14 PM (IST) Feb 07

জলের তোড়ে উড়ে গেল ক্রেন

05:12 PM (IST) Feb 07

হিমবাহ ধসের আরও ছবি

05:10 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের জন্য প্রার্থনা গায়িকা পলক মুচ্ছলের

05:09 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেব ফিরহাদ

05:07 PM (IST) Feb 07

তপোবনে আইটিবিপি-র উদ্ধারকাজ

05:06 PM (IST) Feb 07

তপোবনে উদ্ধার কাজে আইটিবিপি

05:05 PM (IST) Feb 07

হিমবাহ ধসে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি উপরাষ্ট্রপতির

05:04 PM (IST) Feb 07

নিখোঁজদের খোঁজে খোলা হল হেল্পলাইন নম্বর

05:02 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডে হিমবাহ ধসে পরিবেশ ধ্বংসে আঙুল মৃণাল পাণ্ডের

05:01 PM (IST) Feb 07

সকাল ১০টা ৪৫-এ হিমবাহে ধস নেমেছিল, টুইট করে বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

05:00 PM (IST) Feb 07

তপোবন টানেলে টলছে উদ্ধার কাজ

04:58 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট শ্রদ্ধা কাপুরের

04:57 PM (IST) Feb 07

হিমবাহ ধসে টুইট বীরেন্দ্র সেহওয়াগের

04:56 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের জন্য প্রার্থনা করছেন, জানালেন সুরেশ রায়না

04:55 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের পরিস্থিতিতে নজর রাখছে বিহার, বললেন নীতীশ কুমার

04:54 PM (IST) Feb 07

জোশীমঠের কাছে ধুয়ে গিয়েছে বিআরও-র তৈরি করা রাস্তা

04:45 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির

04:45 PM (IST) Feb 07

হিমবাহ ভেঙে ধসের সময় তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন ২০ জন

04:43 PM (IST) Feb 07

তপোবনে নির্মিয়মাণ জলবিদ্যুৎ-এর টানেল থেকে ১৬ থেকে ১৭ জনকে উদ্ধার

04:42 PM (IST) Feb 07

নদীর জলস্তরের উপরে রাখা হচ্ছে নজর

04:40 PM (IST) Feb 07

উদ্ধারকাজে নামানো হয়েছে এমআই ১৭ এবং ধ্রুব হেলিকপ্টার

04:39 PM (IST) Feb 07

স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন জওয়ানরা

04:38 PM (IST) Feb 07

হাত মিলিয়ে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

04:37 PM (IST) Feb 07

রেনি গ্রামে আইটিবিপি

04:36 PM (IST) Feb 07

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা

04:36 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডের উদ্ধারকাজে পুরো শক্তি নিয়ে নেমেছে সেনা

04:35 PM (IST) Feb 07

উত্তরাখণ্ডে উদ্ধারে নজর রাখছে কেন্দ্র, বললেন অমিত শাহ

04:34 PM (IST) Feb 07

তপোবনের রেনি গ্রামে সাহায্য নিয়ে পৌঁছল সেনা

04:33 PM (IST) Feb 07

তিনটি মৃতদেহ উদ্ধার করল আইটিবিপি

04:32 PM (IST) Feb 07

হলদিয়ার জনসভা থেকে উত্তরাখণ্ড নিয়ে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী

হলদিয়ায় থেকে উত্তরাখণ্ডের জন্য প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বললেন গোটা দেশ এবং বাংলা উত্তরাখণ্ডের জন্য প্রার্থনা করছে, উদ্ধারকাজে সবধরনের সাহায্য করা হচ্ছে 

 

04:32 PM (IST) Feb 07

হলদিয়ায় বক্তব্য রাখছেন মোদী

হলদিয়ায় বক্তব্য রাখছেন মোদী

 

04:03 PM (IST) Feb 07

উদ্ধারকাজে একসঙ্গে কাজ করছে এসডিআরএফ, আইটিবিপি এবং এনডিআরএফ

04:02 PM (IST) Feb 07

অন্তত ১৫০ লোক নিখোঁজ, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যসচিব

03:58 PM (IST) Feb 07

তপোবনের রেনি গ্রামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

03:56 PM (IST) Feb 07

তপোবনে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

03:55 PM (IST) Feb 07

তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে আটকে পড়া ১৬ জন কর্মীকে সরানো হল নিরাপদ স্থানে