বিহারের ২৪৩টি আসনে ভোট গণনা-কে ঘিরে আজ সকলের চোখ পূর্বভারতের এই রাজ্যের উপরে। করোনা আবহের মধ্যেই এবার বিহারে ভোট হচ্ছে। এমনকী, করোনাবিধি-কে বলবৎ করেই ভোট হয়েছে। করোনাভাইরাসের মধ্যে দেশে বিহারের ভোট-ই প্রথম কোনও বড় ধরনের নির্বাচন। ২৮ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট হয়। এই দফায় ৭১টি আসনে ভোট হয়েছিল। ৩ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় ৯৪টি আসনে। ৭ নভেম্বর ছিল বিহার নির্বাচনের শেষদফা। শেষদফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ হয়। বিহারের নির্বাচনের মধ্যেই দেশের ৫৬ টি বিধানসভা আসনেও উপনির্বাচন হয়েছে। সেইসব আসনের ভোটগ্রহণও আজ।
07:33 AM (IST) Nov 11
বিহারের মোট ১২৫টি আসনে এনডিএ যে জয়ী হয়েছে সে কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন, এনডিএ- ১২৫ আসনে জয়ী (বিজেপি ৭৪, জেডিইউ ৪৩, এইএএম- ৪, ভিআইপি ৪)
মহাজোট ১১০টি আসনে জয়ী (আরজেডি- ৭৫, কংগ্রেস ১৯, সিপিআইএম(এল)- ১২, সিপিআইএম- ২, সিপিআই-২, অন্যান্য -৮
07:30 PM (IST) Nov 10
শেষবেলায় চমক দেখাচ্ছে তেজস্বী যাদবের মহাজোট। ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে রয়েছে এনডিএ। এনডিয়ে এগিয়ে রয়েছে ১২০ কেন্দ্রে। মহাজোট এগিয়ে রয়েছে ১১৫ কেন্দ্রে।
07:25 PM (IST) Nov 10
মধ্যপ্রদেশের ২৮টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১০টি আসন। এগিয়ে রয়েছে ১৮টিতে। কংগ্রেস জিতেছে একটিতে। এগিয়ে রয়েছে ৮টিতে।
07:12 PM (IST) Nov 10
ঝাড়খণ্ডের দুটি আসনে জয়ী কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তিমোর্চা।
06:39 PM (IST) Nov 10
কে হবে একক বৃহত্তম দল। আরজেডির সঙ্গে জোর টক্কর বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আরজেডি এগিয়ে রয়েছে ৬৯টি আসনে। ৬টিতে ইতিমধ্যেই জয়ী হয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ৬৭টি আসনে। ৬টিতে জিতেছে বিজেপি।
05:58 PM (IST) Nov 10
বিহারে ক্ষমতায় ফিরছে এনডিএ সরকার। এখনও পর্যন্ত নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই। জানিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় জয়সওয়াল। অর্থাৎ জোটের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। অন্যদিকে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন নির্বাচনী ফলাফল নিয়ে।
05:51 PM (IST) Nov 10
১২৩টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। আরও একবারের জন্য ক্ষমতা আসতে চলেছে এনডিএই। জেডিইউ কর্মীদের জয় উদযাপন দলীয় কার্যালয়ের সামনে।
05:10 PM (IST) Nov 10
নির্বাচনী কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১২৪টি আসনে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে ১০৯টি আসনে।
04:30 PM (IST) Nov 10
২৮টি কেন্দ্রের মধ্যে একটিতে জয়ী বিজেপি। এগিয়ে রয়েছে ১৯টিতে।
04:11 PM (IST) Nov 10
গুজরাতে ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ৫টিতে এগিয়ে বিজেপি। তিনটি কেন্দ্রীয় জয় বিজেপি প্রার্থীদের। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি দলীয় কার্যালয়ে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন দলের কর্মীদের সঙ্গে।
04:07 PM (IST) Nov 10
দারভাঙ্গা গ্রামীণ কেন্দ্র থেকে জয়ী রাষ্ট্রীয় জনতা দলের লতিত যাদব। ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি এগিয়ে ১২৯টি আসনে। মহাজোট এগিয়ে ১০৩টি আসনে।
02:48 PM (IST) Nov 10
02:44 PM (IST) Nov 10
02:40 PM (IST) Nov 10
02:37 PM (IST) Nov 10
02:36 PM (IST) Nov 10
গুজরাটে ৮ বিধানসভা আসনে উপনির্বাচনে এগিয়ে বিজেপি, কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই, এই ট্রেন্ড পরিষ্কার হতেই কংগ্রেস-কে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির
02:34 PM (IST) Nov 10
২৮ বিধানসভা আসনের উপনির্বাচনে ২১টি আসনে এগিয়ে বিজেপি
02:33 PM (IST) Nov 10
02:30 PM (IST) Nov 10
পাটনায় বিজেপি-র মহিলা মোর্চার আবির খেলা শুরু
01:21 PM (IST) Nov 10
এই মুহূর্তের ট্রেন্ড- এনডিএ- ১২৭ (জেডিইউ- ৪৯, বিজেপি- ৭২, এইচএএম- ০১, ভিআইপি- ০৬)
মহাজোট- ১০৫ (আরজেডি- ৬৫, কংগ্রেস ২১, বাম ১৯)
অন্যান্য- ১১ (আরএলএসপি - ০০, বিএসপি- ০২, এআইএমআইএম- ০৩, এসপি- ০০, এলজেপি- ০২)
12:23 PM (IST) Nov 10
বিহারে ১২৮ আসনে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে রয়েছে ১০০টি। আসনে। ৯৯টি আসনে জোর লড়াই চলছে। যেখানে মাত্র ২ হাজার ভোটে এগিয়ে বা পিছেয়ে রয়েছেন প্রার্থীরা। আর ১০০০ ভোটের ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন ৫৪টি আসনের প্রার্থীরা।
11:22 AM (IST) Nov 10
টি-২০ ধাঁচে ব্য়াট করে স্লগ ওভারে ম্যাচ জমিয়ে দিয়েছে এনডিএ, এই মুহূর্তে ১৩০ টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে ১০০ সংখ্যায়, অন্যান্যরা এগিয়ে ১২টি আসনে
10:38 AM (IST) Nov 10
মহাজোটকে পিছনে ফেলে এগোল এনডিএ, এই মুহূর্তের ট্রেন্ড- এনডিএ ১২০টি আসনে এগিয়ে, আরজেডি ১০৩টি আসনে এগিয়ে, অন্যান্য এগিয়ে ১৮টি আসনে
10:31 AM (IST) Nov 10
বিহারে সর্ববৃহৎ দল হিসাবে আত্মপ্রকাশের পথে এগোচ্ছে আরজেডি, লড়ছে বিজেপি ও জেডিইউ, নীতীশের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা বোঝাচ্ছে ভোটের আর্লি ট্রেন্ড
10:09 AM (IST) Nov 10
ভোট গণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বিজেপি নেতা তথা আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি বলেন বিজেপি মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বাকি রাজ্যে বিহার ভালো ফল করছে। আর বিহারের কথা বলতে গিয়ে তিনি বলেন বুথ ফেরত সমীক্ষার থেকে ভালো ফল হচ্ছে সেখানে। এখনও পর্যন্ত শেষ হয়নি কিছুই।
10:03 AM (IST) Nov 10
এই মুহূর্তে এনডিএ পার করল ১০০ আসনে এগিয়ে থাকার ট্রেন্ড, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে ১১৩টি আসনে, অন্যান্য ১৭টি আসনে এগিয়ে।
10:01 AM (IST) Nov 10
১১৪টি আসনে এগিয়ে মহাজোট। এনডিএ এগিয়ে ১০০ আসনে। লোক জনশক্তি পার্টির এগিয়ে ৮টি আসনে। নির্দল প্রার্থীরা এগিয়ে ৭টি আসনে।
09:51 AM (IST) Nov 10
ভোজপুর অঞ্চল ৪৯ আসনের মধ্যে ৪২ আসনে গণনা শুরু
জেডিইউ এবং এনডিএ জোট ১৩টি আসনে, আরজেডি এবং মহাজোট ২৪ ও অন্যান্য ৫টি আসনে এগিয়ে
09:39 AM (IST) Nov 10
এই মুহূর্তে জোট ভিত্তিক ট্রেন্ড- এনডিএ ৭৯ আসনে এগিয়ে, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে ১০৭টি আসনে, অন্যান্য এগিয়ে ১৪টি আসনে।
09:36 AM (IST) Nov 10
নিজের নির্বাচনী কেন্দ্র রাঘোপুরে ৭০০ ভোটে এগিয়ে তেজস্বী যাদব।
09:14 AM (IST) Nov 10
এই মুহূর্তে ট্রেন্ড- মহাজোট- আরজেডি ৫৮, কংগ্রেস ১৬, বাম ৬।
এনডিএ জোট- জেডিইউ ২১, বিজেপি ৩১, এএইচএম ২ এবং ভিআইপি ২।
অন্যান্য জোট- আরএলএসপি ০০, বিএসপি ২, এআইএমআইএম ০০, এসপি ০০, এলজেপি ৩।
09:04 AM (IST) Nov 10
পাটনায় গণনাকেন্দ্রের সামনে তেজস্বী যাদবের অনুগামীদের ভিড়। হাতে রয়েছে পোস্টার ব্যানার। আগামী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে চাইছেন বিহারের যুবরা।
08:55 AM (IST) Nov 10
তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, জিতানরাম মাজি, সুবাসিনী শরৎ যাদব, অনন্ত কুমার, শ্রেয়সী সিং, লব সিনহা, চন্দ্রিকা রাই।
08:52 AM (IST) Nov 10
৩০ আসনে এগিয়ে রয়েছে নীতিশের এনডিএ। আর তেজস্বী যাদবের মহাজোট এগিয়ে রয়েছে ৬০টি আসনে। লোক জনশক্তি পার্টি ৩টি আসনে।
08:51 AM (IST) Nov 10
৩টি আসনে এগিয়ে যাচ্ছে লোক জনশক্তি পার্টি। নেতৃত্ব দিচ্ছেন চিরাগ পাসোয়ান।
08:45 AM (IST) Nov 10
তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৫০টি আসনে। ২৩টি আসনে এগিয়ে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। একটি আসনে এগিয়ে চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি।
08:44 AM (IST) Nov 10
মহাজোটের মধ্যে থাকা আরজেডি এগিয়ে ২৮টি আসনে, কংগ্রেস ১৬টি আসনে, বাম ৪টি আসনে এগিয়ে।
এনডিএ জোটের মধ্যে থাকা বিজেপি ১৫টি আসনে, জেডিইউ ৯টি এবং এইচএএম এগিয়ে ১টি মাত্র আসনে।
08:41 AM (IST) Nov 10
৪৭টি আসনে এগিয়ে মহাজোট। নীতিশের এনডিএ এগিয়ে ২৫টি আসনে।
08:40 AM (IST) Nov 10
মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কড়া নিরাপত্তায় রয়েছে ভোট গণনা। জ্যোতিরাদিত্যের দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।
08:38 AM (IST) Nov 10
কর্ণাটকের একটি সাইরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গণনা চলছে। মহামারির কারণে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনেই হচ্ছে গণনা।