ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ‘আমরা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছি। গোটা দেশ বলছে এবার ৪০০ পার। এবার এনডিএ ৪০০ পার করবেই।’
ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 'আমরা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছি। গোটা দেশ বলছে এবার ৪০০ পার। এবার এনডিএ ৪০০ পার করবেই। ভারতীয় জনতা পার্টি ৩৭০ টি আসন পাবেই।' রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে জানালেন প্রধানমন্ত্রী মোদী।