amartya lahiri | Published : Sep 6, 2019 4:11 PM IST / Updated: Sep 07 2019, 02:14 AM IST

চন্দ্রযান ২ LIVE UPDATE, তথ্য আসছে না বিক্রম থেকে, মিলছে না লাল-সবুজ রেখাও

সংক্ষিপ্ত

  • শনিবার ভোরেই চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণ করবে
  • ১টা বেজে ৪০ মিনিট নাগাদ শুরু হবে সফ্ট ল্যান্ডিং প্রক্রিয়া
  • পরের ১৫ মিনিটে সে নেমে আসবে চাঁদের বুকে
  • চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পান এখানে - প্রতি

 

02:48 AM (IST) Sep 07

১৫ মিনিটে হতে চলেছে বড় ঘোষণা

ইসরোর পক্ষ থেকে জানানো হল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। আগামী ১৫ মিনিটের মধ্যে করা হবে বড় ঘোষণা।

02:47 AM (IST) Sep 07

বেরিয়ে গেলেন প্রধানমমন্ত্রী

এখনও  মিলছে না কোনও তথ্য। থমথমে ইসরোর বিজ্ঞানীদের মুখ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সাহস দিলেন। তারপর অবশ্য ইসরো কেন্দ্র ছেড়ে চলে গেলেন প্রধানমন্ত্রী।  

02:11 AM (IST) Sep 07

সব ঠিক আছে তো, লাল-সবুজ রেখা মিলছে না

শুরুর থেকেই বিক্রম-এর সম্ভাব্য পথ লাল রঙের রেখা দিয়ে এবং তার আসল পথ সবুজ রেখা দিয়ে দেখানো হচ্ছিল স্ক্রিনে। কিন্তু তথ্য আসা বন্ধ হওয়ার সময় দেখা যায় শেষ অংশে রেখা দুটি মিলছে না। এই নিয়ে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে।

02:08 AM (IST) Sep 07

আরও অপেক্ষা, থমকে ইতিহাস

হঠাতই থমকে গেল যাত্রা। ফাইন ব্রেক অবধি সব ঠিকঠাক চললেও হঠাতই বিক্রম ল্যান্ডার থেকে তথ্য আসছে না। এখনও কোনও ঘোষণা হয়নি।

01:52 AM (IST) Sep 07

বাকি ৪০০ মিটার

শেষ হল ফাইন বব্রেকিং পর্ব। এবার শুরু লোকাল নেভিগেশন। এখনও পর্্যন্ত সব চলছে পরিকল্পনামাফিক। বাকি আর ৪০০ মিটার।

01:49 AM (IST) Sep 07

ইতিহাসের বাকি কয়েক মিনিট

চলছে অবতরণ প্রক্রিয়া। শেষ হল রাফ ব্রেকিং। শুরু হল ফাইন ব্রেকিং পর্ব। দূরত্ব এখন ৭.৪ কিলোমিটার।

01:39 AM (IST) Sep 07

শুরু হল পাওয়ার ডিসেন্ট

শুরু হল পাওয়ার ডিসেন্ট। চালু হল ৪টি লিকুইড ইঞ্জিন। দূরত্ব এখন মাত্র ৩০ কিলোমিটার।

01:35 AM (IST) Sep 07

বাকি ৩ মিনিট, চরমে উত্তেজনা

পাওয়ার ডিসেন্ট শুরু হতে আর বাকি ৩ মিনিট,

01:26 AM (IST) Sep 07

ইসরোয় এলেন প্রধানমন্ত্রী

ইসরো কেন্দ্রে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

01:24 AM (IST) Sep 07

চন্দ্রযান ২-এর এদিনের কর্মসূচি

০১:৩৮ রাফ ব্রেকিং শুরু
০১:৪৮ ফাইন ব্রেকিং শুরু
০১:৫০ লোকাল নেভিগেশন শুরু
০১:৫২ চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পৃথিবীতে পাঠাবে
০১:৫৩ বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোঁবে
০৩:৫৩ প্রজ্ঞান রোভার-এর সিঁড়ি নেমে আসবে
০৪:২৩ প্রজ্ঞান রোভার-এর কাজ শুরু  
০৫:২৯ চাঁদের মাটি ছোঁবে প্রজ্ঞান রোভার
০৫:৪৫ প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের ছবি তুলে পাঠাবে

01:13 AM (IST) Sep 07

আর বাকি আধ ঘন্টা

আর বাকি আধ ঘন্টা। তারপরই শুরু হবে পাওয়ার ডিসেন্ট।

12:17 AM (IST) Sep 07

পৌঁছে গেল বাছাই ৬০ ছাত্র-ছাত্রী

অগাস্ট মাসে অনলাইনে ইসরো মহাকাশ বিষয়ক একটি কুইজ প্রতিয়োগিতার আয়োজন করেছিল। তাতে ভারতের ২৮টি রাজ্য থেকে সেরা ফল করা ২ জন করে ছাত্রছাত্রীকে সুযোগ করে দেওয়া হয়েছে প্রদানমন্ত্রীর সঙ্গে ইসরো কেন্দ্রে উপস্থিত থেকে অবতরণের সাক্ষী থাকার। এই ছাত্রছাত্রীরা পৌঁছে গেল পর্যবেক্ষণ কেন্দ্রে।

12:10 AM (IST) Sep 07

শুভেচ্ছা জানালেন বেজোস

চন্দ্রযানের অবতরণের সাফল্য কামনা করে টুইট করলেন অনলাইন বিপনি 'অ্যামাজন' সংস্থার মালিক জেফ বেজোস

12:08 AM (IST) Sep 07

<p>পুরির বেলাভূমিতে চন্দ্রযান ২

পুরির বেলাভূমিতে বালিভাস্কর্যে ফুটিয়ে তোলা হল চন্দ্রযান ২

10:59 PM (IST) Sep 06

উত্তেজনায় কাঁপছে ইসরো

যত অবতরণের সময় এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে ইসরোর বেঙ্গালুরু কেন্দ্রে।

10:00 PM (IST) Sep 06

পৌঁছে গেলেন মোদি

ন্দ্রযান ২-এর চাঁদে অবতরণের সাক্ষী থাকতে বেঙ্গালুরু এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

 

09:49 PM (IST) Sep 06

অপেক্ষা আর কয়েক ঘন্টার

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই চাঁদের বুকে পা রাখবে ভারত।

09:48 PM (IST) Sep 06

এর আগে কেউ যায়নি

চাঁদের যে অংশে নামবে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম, সেই অংশে এর আগে কোনও দেশের মহাকাশযান নামেনি। কেউ জাননে না সেখানে কি আছে।