চিঠির উত্তর না পেলে অনুমতি ছাড়াই কর্তারপুর যাবেন, কড়া হুমকি সিধুর

  • কর্তারপুরে উদ্বোধনে যেতে আগ্রহী কংগ্রেস নেতা নভজোত সিং সিধু 
  • তিনি এই বিষয়ে তিনবার বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছেন
  • কোনও উত্তর এখনও পাননি তিনি
  • উত্তর না  পেলে অনুমতি ছাড়া কর্তারপুর যাওয়ার সিদ্ধান্ত সিধুর  
Tamalika Chakraborty | Published : Nov 7, 2019 12:07 PM IST

কর্তারপুর করিডরের উদ্বোধনে যেতে ইচ্ছুক কংগ্রেস নেতা নভজোত সিং সিধু।  কর্তারপুর করিডর উদ্বোধনে যেতে গেলে বিদেশ মন্ত্রকের অনুমতি প্রয়োজন। অনুমতি চেয়ে সিধু ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে চিঠি লিখেছেন। কিন্তু বিদেশ মন্ত্রক এখনও তাঁর আবেদনের কোনও উত্তর দেয়নি।  এই প্রেক্ষিতে সুর চড়িয়েছেন সিধু। তিনি জানিয়েছেন,  বিদেশ মন্ত্রক যদি শেষ পর্যন্ত তাঁর আবেদনে সাড়া না দেয়, তাহলে তিনি অনুমতি ছাড়ায় পাকিস্তানে কর্তারপুর করিডরের উদ্বোধনে যাবেন। 


দুদিন পরেই কর্তারপুর করিডরের উদ্বোধন। সেখানে নভজোত সিং সিধু আগ্রহী। এই বিষয়ে তিনি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লেখেন। চিঠিতে তিনি কর্তারপুর  যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদনও করেন। কিন্তু জয়শঙ্কর নীরব অবস্থান বজায় রেখেছেন। বাধ্য হয়েই সিধু তাঁকে চিঠির উত্তর দেওয়ার জন্য আবেদনও করেন। কিন্তু  তারপরেও জয়শঙ্কর কোনও উত্তর দেয় না।  এরপরেই সিধু হুমকির সুরে কথা বলেন।  বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কর্তারপুর করিডর উদ্বোধন একটা ঐতিহাসিক ঘটনা। এখানে অংশ নেওয়া আমার উচিত বলে মনে হয়েছে।' উদ্বোধনের যাওয়ার অনুমতি না দিলে একজন সাধারণ শিখ পুণ্যার্থী হিসেবেই সেখানে যাবো বলে হুমকি দেন তিনি। 

Latest Videos

প্রসঙ্গত, ২৪ অক্টোবর ভারত পাকিস্তান কর্তারপুর করিডর চুক্তি স্বাক্ষরিত করে। পাকিস্তানের নারওয়াল জেলায় ভারত-পাক সীমান্তের কর্তারকপুর জিরো পয়েন্টে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই দরবার শরিফে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক জীবনের শেষ ১৮ বছর অতিবাহিত করেছিলেন। চুক্তি অনুযায়ী শিখ তীর্থযাত্রীরা সকালে এসে কর্তারপুরের দেরা বাবা নানকানা সাহিবের উদ্দেশে আসতে পারবেন। কিন্তু সকলকে সন্ধের সময় ফিরে যেতে হবে । পাকিস্তানের অভ্যন্তের চার কিলোমিটার যেতে শিখ তীর্থযাত্রীদের কোনও ভিসা লাগবে না।

জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী পাকিস্তান প্রতিদিন পাঁচ হাজার তীর্থযাত্রীকে কর্তারপুরে প্রবেশ করতে দেবে। তবে এই তীর্থযাত্রার জন্য শিখদের মাথাপিছু ২০ মার্কিন ডলার দিতে হবে। ভারতীয় মূল্যে ১৪০০ টাকা দিতে হবে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari