সত্য়জিৎ রায় তথ্য়চিত্র বানিয়েছিলেন এখানে এসে, এখানে এখনও অবধি কেউ করোনায় আক্রান্ত হননি

  • দেশ-বিদেশ থেকে অনেকেই এখানে এসেছেন
  • কিন্তু এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি
  • সত্তরদশকে এখানে এসে তথ্য়চিত্র বানিয়েছিলেন সত্য়জিৎ রায়
  • এমনই এক পাহাড়ে ঘেরা জায়গার মানুষেরা বড়লোক না-হয়েও সুখে আছেন

জানতে চান কোন দেশ? কোন রাজ্য়? তবে শুনুন

 

Latest Videos

পাহাড় ঘেরা এদেশে অঢেল সমৃদ্ধি নেই বিলাসবসনের তুমুল আয়োজন নেই মানুষ  তবু সুখে রয়েছে এখানে একসময়ে সত্য়জিৎ রায় এখানে এসে তথ্য়চিত্র বানিয়েছিলেনযদিও সত্তরদশকের গোড়ায় সেই তথ্য়চিত্র তখন দর্শকরা দেখতে পাননিকারণ, এই জায়গাটি তখন ভারতের অঙ্গরাজ্য় ছিল কিনা, তা নিয়ে জোর বিতর্ক ছিলতবে দু-দশক বাদে, সত্য়জিতের মৃত্য়ুর ঠিক আগে ছবিটি দেখার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তোড়জোড় শুরু করেন তৎকালীন কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অজিত পাঁজা

ভারতের উত্তর-পূর্বের এই ভূখণ্ডকে নিয়ে একসময়ে বিতর্ক ছিলএখন এটি ভারতের অঙ্গরাজ্য়গত দু-মাসে চারলাখেরও বেশি মানুষ বিশ্বের দেশ-বিদেশ থেকে ফিরেছেন এখানেতবু এখানে কাউর শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নিগল্প হলেও সত্য়ি।  রাজ্য়টির নাম সিকিম

বলে রাখা ভাল, তিব্বত ও ভুটান ঘেরা এই ছোট্ট পাহাড়ি রাজ্য়টি কিন্তু করোনা প্রতিরোধে কোনওরকম শিথিলতা দেখায়নি

 

জানা গিয়েছে, করোনার মরশুমে প্রায় ৭০হাজার মানুষ গাড়িকে থামিয়ে তাদের যাত্রীদের পরীক্ষা করা হয়েছে চারলাখেরও ওপর যাত্রীর শারীরিক পরীক্ষা হয়েছে কিন্তু কাউর শরীরেও এখনও পর্যন্ত করোনার কোনও উপসর্গ দেখা যায়নি

 

 

 

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results