জানতে চান কোন দেশ? কোন রাজ্য়? তবে শুনুন।
পাহাড় ঘেরা এদেশে অঢেল সমৃদ্ধি নেই। বিলাসবসনের তুমুল আয়োজন নেই। মানুষ তবু সুখে রয়েছে এখানে। একসময়ে সত্য়জিৎ রায় এখানে এসে তথ্য়চিত্র বানিয়েছিলেন। যদিও সত্তরদশকের গোড়ায় সেই তথ্য়চিত্র তখন দর্শকরা দেখতে পাননি। কারণ, এই জায়গাটি তখন ভারতের অঙ্গরাজ্য় ছিল কিনা, তা নিয়ে জোর বিতর্ক ছিল। তবে দু-দশক বাদে, সত্য়জিতের মৃত্য়ুর ঠিক আগে ছবিটি দেখার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তোড়জোড় শুরু করেন তৎকালীন কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অজিত পাঁজা।
ভারতের উত্তর-পূর্বের এই ভূখণ্ডকে নিয়ে একসময়ে বিতর্ক ছিল। এখন এটি ভারতের অঙ্গরাজ্য়। গত দু-মাসে চারলাখেরও বেশি মানুষ বিশ্বের দেশ-বিদেশ থেকে ফিরেছেন এখানে। তবু এখানে কাউর শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। গল্প হলেও সত্য়ি। রাজ্য়টির নাম সিকিম।
বলে রাখা ভাল, তিব্বত ও ভুটান ঘেরা এই ছোট্ট পাহাড়ি রাজ্য়টি কিন্তু করোনা প্রতিরোধে কোনওরকম শিথিলতা দেখায়নি।
জানা গিয়েছে, করোনার মরশুমে প্রায় ৭০হাজার মানুষ গাড়িকে থামিয়ে তাদের যাত্রীদের পরীক্ষা করা হয়েছে। চারলাখেরও ওপর যাত্রীর শারীরিক পরীক্ষা হয়েছে। কিন্তু কাউর শরীরেও এখনও পর্যন্ত করোনার কোনও উপসর্গ দেখা যায়নি।