পুরান হাতে নাম বদলাতে নেমে ইতিহাসের ফাঁদে পড়লেন যোগী, খোঁজ মিলল না অগ্রবন-এর

  • ঐতিহাসিক শহর আগ্রার নাম পাল্টে অগ্রবন করার দাবি উঠেছে
  • অতীতে আগ্রার নাম অগ্রবনই ছিল বলে দাবি
  • কিন্তু জেলাশাসক তা মানতে নারাজ
  • ঐতিহাসিকরাও ইতিহাসে অগ্রবনের উল্লেখ পাচ্ছেন না

 

ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশন হয়েছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার কথা হচ্ছে, ঐতিহাসিক শহর আগ্রা হবে অগ্রবন। কিন্তু তা করতে গিয়েই বাধ সাধল ইতিহাস। জেলাশাসক থেকে ইতিহাসবিদ, কেউই অগ্রবনের সন্ধান পাচ্ছেন না।

দিন কয়েক আগে আগ্রা শহরের নাম পাল্টে অগ্রবন রাখার দাবি তুলেছিলেন স্থানীয় এক ব্যক্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পোর্টালে তিনি দাবি করেছিলেন আগ্রার আগে নাকি নাম অগ্রবন-ই ছিল। এরপরই যোগী আদিত্যনাথ আগ্রার পূর্বনাম কি ছিল, তা জানার জন্য একটি কমিটি গঠন করেছিলেন।

Latest Videos

সেই কমিটির সদস্য ঐতিহাসিক সুগম আনন্দ বুধবার জানিয়েছেন, আগ্রার নাম অতীতে অগ্রবন ছিল এই সংক্রান্ত কোনও ঐতিহাসিক তথ্য-প্রমাণ তাঁরা পাননি। জেলাশাসক এন জি রবি কুমারও অধ্যাপক আনন্দ-কে সমর্থন করেছেন। আগ্রার নাম একবারই পরিবর্তিত হয়েছিল, সম্রাট আকবরের সময়। নাম হয় আকবরাবাদ। তাঁর মৃত্যুর পর ফের পুরোনো নাম ফিরে পায় আগ্রা।

তাহলে অগ্রবন নামটি কোথা থেকে এল? ইতিহাসবিদরা জানিয়েছেন অগ্রবনের উল্লেখ আছে পুরাণকথায়। পুরাণেই রয়েছে ব্রজ অঞ্চলে ২৪টি অরণ্যের কথা। তারই একটি হল অগ্রবন।  

 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু