পুরান হাতে নাম বদলাতে নেমে ইতিহাসের ফাঁদে পড়লেন যোগী, খোঁজ মিলল না অগ্রবন-এর

Published : Nov 20, 2019, 11:33 PM ISTUpdated : Nov 20, 2019, 11:40 PM IST
পুরান হাতে নাম বদলাতে নেমে ইতিহাসের ফাঁদে পড়লেন যোগী, খোঁজ মিলল না অগ্রবন-এর

সংক্ষিপ্ত

ঐতিহাসিক শহর আগ্রার নাম পাল্টে অগ্রবন করার দাবি উঠেছে অতীতে আগ্রার নাম অগ্রবনই ছিল বলে দাবি কিন্তু জেলাশাসক তা মানতে নারাজ ঐতিহাসিকরাও ইতিহাসে অগ্রবনের উল্লেখ পাচ্ছেন না  

ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশন হয়েছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার কথা হচ্ছে, ঐতিহাসিক শহর আগ্রা হবে অগ্রবন। কিন্তু তা করতে গিয়েই বাধ সাধল ইতিহাস। জেলাশাসক থেকে ইতিহাসবিদ, কেউই অগ্রবনের সন্ধান পাচ্ছেন না।

দিন কয়েক আগে আগ্রা শহরের নাম পাল্টে অগ্রবন রাখার দাবি তুলেছিলেন স্থানীয় এক ব্যক্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পোর্টালে তিনি দাবি করেছিলেন আগ্রার আগে নাকি নাম অগ্রবন-ই ছিল। এরপরই যোগী আদিত্যনাথ আগ্রার পূর্বনাম কি ছিল, তা জানার জন্য একটি কমিটি গঠন করেছিলেন।

সেই কমিটির সদস্য ঐতিহাসিক সুগম আনন্দ বুধবার জানিয়েছেন, আগ্রার নাম অতীতে অগ্রবন ছিল এই সংক্রান্ত কোনও ঐতিহাসিক তথ্য-প্রমাণ তাঁরা পাননি। জেলাশাসক এন জি রবি কুমারও অধ্যাপক আনন্দ-কে সমর্থন করেছেন। আগ্রার নাম একবারই পরিবর্তিত হয়েছিল, সম্রাট আকবরের সময়। নাম হয় আকবরাবাদ। তাঁর মৃত্যুর পর ফের পুরোনো নাম ফিরে পায় আগ্রা।

তাহলে অগ্রবন নামটি কোথা থেকে এল? ইতিহাসবিদরা জানিয়েছেন অগ্রবনের উল্লেখ আছে পুরাণকথায়। পুরাণেই রয়েছে ব্রজ অঞ্চলে ২৪টি অরণ্যের কথা। তারই একটি হল অগ্রবন।  

 

PREV
click me!

Recommended Stories

অপারেশন সিঁদুরের সময় মাত্র ২২ মিনিটেই কুপোকাত পাকিস্তান! সিদ্ধান্ত নিতে পারছিল না: সেনাপ্রধান
এবার গাড়ি কথা বলবে! পথ দুর্ঘটনা প্রতিরোধে নতুন পন্থা কেন্দ্রীয় সরকারের