আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে পাকিস্তানি মাছ ধরার নৌকাটিকে উপকূলরক্ষীরা দেখতে পান। বোটে থাকা পাকিস্তানি নাগরিকরা ভারতীয় জলসীমার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে মাছ ধরছিল বলে জানা গিয়েছে।
ফের কী নয়া ষড়যন্ত্র পাকিস্তানের! গুজরাট সংলগ্ন সাগরে বুধবার যে ঘটনা ঘটল, তা ফের মনে করাল মুম্বই হামলার প্রাক মুহুর্তকে। পাকিস্তানি জেলে নৌকা করেই একে একে মুম্বইয়ের জল পেরিয়ে তীরে উঠেছিল আজমল কাসভদের দল। ফের ভারতীয় জলসীমায় ধরা পড়ল পাকিস্তানের নৌকা। জানা গিয়েছে ২১শে নভেম্বর ভারতীয় জলসীমার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে চলে আসে একটি পাক জেলেদের নৌকা। ভারতীয় কোস্ট গার্ড বোট (ICGS) অরিঞ্জয় আরব সাগরে টহল দেওয়ার সময় সেটিকে দেখতে পায়।
আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে পাকিস্তানি মাছ ধরার নৌকাটিকে উপকূলরক্ষীরা দেখতে পান। বোটে থাকা পাকিস্তানি নাগরিকরা ভারতীয় জলসীমার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে মাছ ধরছিল বলে জানা গিয়েছে।
ভারতীয় জলসীমা থেকে পালিয়ে আসা একটি নৌকা আটক করার পরে কোস্ট গার্ডের পদক্ষেপ সম্পর্কে, গুজরাটের প্রতিরক্ষা মুখপাত্র (পিআরও) বলেছেন যে ভারতীয় সীমান্তে পাকিস্তানি নৌকা দেখে উপকূলরক্ষীরা তাদের চ্যালেঞ্জ করেছিল। শব্দ শুনে নৌকা ছুটতে থাকে পাকিস্তানের দিকে। তবে ভারতীয় কোস্টগার্ড পাকিস্তানি জেলেদের নৌকা আটকাতে সক্ষম হয়।
করাচি থেকে পাকিস্তানি নৌকা চলে আসে
পিআরও জানান, ভারতীয় জলসীমায় পাকিস্তানি নৌকা থামানোর পর নৌকায় থাকা লোকজনকে ভারতীয় জাহাজ অরিঞ্জয় নিয়ে আসা হয়। ভারতীয় নৌকায় আনার পর, পাকিস্তানি বোটটিকে পিএফবি নাজ-রে-কারম (রেজিস্ট্রেশন নম্বর ১৫৬৫৩-বি) হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন যে এটি করাচি থেকে ১৯ নভেম্বর, ২০২৩ এ ১৩ জন ক্রু সদস্য নিয়ে রওনা হয়েছিল।
ভারতীয় ভূখণ্ডে নৌকাটি মাছ ধরার সময় পাকিস্তানি নৌকার ক্রুরা সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। পাকিস্তানি নৌকার মাঝিরা ভারতীয় সীমান্তে প্রবেশের কোনো যুক্তিসঙ্গত কারণ জানাতে পারেনি। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানি বোটটি সংশ্লিষ্ট সংস্থার পূর্ণাঙ্গ তদন্ত ও যৌথ জিজ্ঞাসাবাদের জন্য ওখা বন্দরে আনা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।