জাপানি প্রধানমন্ত্রীকে 'কৃষ্ণ পঙ্খী' উপহার দিলেন মোদী - জানেন কি, কী এর বিশেষত্ব

জাপানি (Japan) প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে (Japanese PM Fumio Kishida) একটি কৃষ্ণ পঙ্খী উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানেন কি, কী এই উপহারের বিশেষত্ব? 

জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর, শনিবারই প্রথম ভারত সফরে এসেছেন সেই দেশের নয়া প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আর, প্রথবার ভারত সফরে এসেই, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি পেলেন এক অনন্য উপহার  'কৃষ্ণ পঙ্খী'। কী এই কৃষ্ণ পঙ্খী? কীই বা বিশেষত্ব এর? আসুন জেনে নেওয়া যাক - 

কৃষ্ণ পঙ্খী তৈরি করা হয় চন্দন কাঠ দিয়ে। কাঠের উপর খোদাই করে শৈল্পিক চিত্রের মাধ্যমে ভগবান কৃষ্ণের বিভিন্ন ভঙ্গি ফুটিয়ে তোলা হয়। কেন্দ্রীয় সরকারের এক সূত্র জানিয়েছে, এই ধরণের শিল্পকর্ম তৈরি করা হয় রাজস্থানে। এই 'পঙ্খী'টি ঐতিহ্যবাহী সব সরঞ্জাম ব্যবহার করেই খোদাই করা হয়েছে। এর উপরে হাতে খোদাই করা ভারতের জাতীয় পাখি, ময়ূরের একটি চিত্র রয়েছে। রাজস্থানের চুরুতে দক্ষ কারিগররা তৈরি করেছেন এই 'কৃষ্ণ পঙ্খী'।

Latest Videos

জাপানি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া কৃষ্ণ পঙ্খীটি তৈরি করা হয়েছে খাঁটি চন্দন কাঠ দিয়ে। এই চন্দন কাঠ সংগ্রহ করা হয়েছিল দক্ষিণ ভারতের অরণ্য থেকে। তারপর, সেই সুরভিত কাঠের উপর খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিল্পকর্ম।

এদিন বিকাল ৩.৪০ মিনিটে, জাপান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ভারতে পৌঁছান  জাপানি প্রধানমন্ত্রী কিশিদা। এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে (Hyderabad House), তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী-কিশিদা শীর্ষ বৈঠকের পর, ভারত ও জাপান দুই দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশ ক্লিন এনার্জি (Clean Energy Partnership) তৈরির ক্ষেত্রেও অংশিদারিত্বের কথা ঘোষণা করেছে। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী জানান, আগামী পাঁচ বছরে ভারতে ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৩.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান (Japan)। 

এদিন, দুই রাষ্ট্রনেতার বৈঠকে উঠে এসেছে ইউক্রেন পরিস্থিতিও (Ukraine Russia Crisis)। ভারতীয় পক্ষ থেকে সরাসরি রাশিয়া বিরোধী কোনও মন্তব্য না করা হলেও, জাপানি প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনে রাশিয়ার হামলা একটি গুরুতর বিষয়। আন্তর্জাতিক নিয়মকানুন লঙঘন করছে রাশিয়া, বিশ্বব্যবস্থার শিকড় নাড়িয়ে দিয়েছে তারা। শক্তি প্রয়োগের মাধ্যমে যেকোনও ধরনের স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা চেষ্টা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 
 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ