নারী সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে'। 'দ্রুত শাস্তি দিতে হবে অপরাধীদের'।
নারী সুরক্ষা(Protection of women) নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। স্বাধীনতা দিবসে(Independence Day 2024) লালকেল্লা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে'। 'দ্রুত শাস্তি দিতে হবে অপরাধীদের'। 'কঠোর শাস্তি দিতে হবে যাতে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়'। 'আমি মনে করি এই ভয় তৈরি করা খুব প্রয়োজন'।