PM Modi: 'জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে পেরে গর্বিত ভারত', বৈঠক শুরুর আগেই বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মোদী বলেছেন, জি২০ শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। তিনি বলেন, ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ নতুন দিল্লিতে আইকনিক ভারত মণ্ডপ ১৮তম জি২০ শীর্ষ সম্মেলন আয়োজন করতে পেরে ভারত আনন্দিত।

 

শনিবার থেকে ভারতের রাজধানী নতুন দিল্লিতে শুরু হবে জি২০ শীর্ষ সামিট। শুক্রবার থেকেই দিল্লিতে পা রাখতে শুরু করেছেন বিশ্বের একাধির দেশের রাষ্ট্রপ্রধান। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়ে দিলেন তিনি জি ২০ শীর্ষ বৈঠকের অপেক্ষায় রয়েছে। আগামী দুই দিন এই আলোচনা হবে। সেখানে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেছেন।

টুইটার যা বর্তমানে এক্স সেখানেই মোদী বলেছেন, জি২০ শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। তিনি বলেন, ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ নতুন দিল্লিতে আইকনিক ভারত মণ্ডপ ১৮তম জি২০ শীর্ষ সম্মেলন আয়োজন করতে পেরে ভারত আনন্দিত। এটি প্রথম জি২০ শীর্ষ সম্মেলন যার আয়োজন করেছে ভরত। তিনি দুই দিন বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছে। মোদী বলেন, এটা তাঁর দৃঢ়় বিশ্বাস নতুন দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন মানবকেন্দ্রীক ও আন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একটি নতুন পথ নির্ধারণ করবে। তিনি আরও বলেছেন,'আমাদের সাংস্কৃতিক নীতির মধ্যে নিহিত, ভারতের G20 প্রেসিডেন্সির থিম, 'বসুধৈব কুটুম্বকম - এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' আমাদের বিশ্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে অনুরণিত হয় যে সমগ্র বিশ্ব একটি পরিবার। ভারতের G20 প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী, সিদ্ধান্তমূলক এবং কর্মমুখী। আমরা সক্রিয়ভাবে গ্লোবাল সাউথের উন্নয়নমূলক উদ্বেগ প্রকাশ করেছি।'

Latest Videos

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পরপর কয়েকটি বার্তা দেন। তিনি বলেন, ভারত অগ্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য একটি মানবকেন্দ্রিক উপায়ের ওপর বেশি জোর দেয়। সুবিধাবঞ্চিতদের সেবা করার গান্ধিজির মিশন অনুকরণ করা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন,'জি২০ শীর্ষ সম্মেলনের সময় আমি এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ বিষয়ক অধিবেশনের সভাপতিত্ব করব। যা বিশ্বের কাছে প্রধান উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। এর মধ্যে রয়েছে শক্তিশালী , টেকসই , অন্তর্ভুক্তমূলক ও সুষম প্রবৃদ্ধি। '

জি ২০ সামিট (G20 summit) প্রস্তুতি শেষ পর্যায়ে। বিশ্বের ধনী দেশগুলির শীর্ষ রাষ্ট্রপ্রধানরা G20 summit শীর্ষ বৈঠকে যোগ দিতে দিল্লিতে একত্রিত হবেন। আগামী দুই দিনের মধ্যেই এই দেশে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ একাধিক ব্যক্তিত্ব। ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি অর্থনীতি, পরিবেশ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের মত গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা হবে। যোগ দেশের বিশ্বের শীর্ষ দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। তবে এই G20 summitএ উপস্থিত হবেন না চিনা রাষ্ট্রপতি শি জিংপিং। তাঁর পরিবর্তে আসবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র