মোদী জানিয়েছেন, ভারতে সেমিকন্ডাক্টর ডিজাইন নিয়ে পড়াশোনা শুরু করানোর জন্য দেশের ৩০০টি কলেজকে বেছে নেওয়া হয়েছে।
আধুনিক জুড়ে সেমিকন্ডাক্টর সামগ্রীর ব্যবহার মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রে এর ব্যবহার রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পে উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে তুলে ভারতকে স্বনির্ভর করার জন্য তৎপর হয়েছে কেন্দ্রের মোদী সরকার।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করছেন, ভারতে সেমিকনডাক্টর শিল্পের প্রসার অতি দ্রুত হবে। তিনি বলেন, “এক বছর আগে মানুষ জিজ্ঞেস করতেন, কেন ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। এখন তাঁরা জিজ্ঞেস করেন, কেন বিনিয়োগ করব না।” মোদী জানিয়েছেন, ভারতে সেমিকন্ডাক্টর ডিজাইন নিয়ে পড়াশোনা শুরু করানোর জন্য দেশের ৩০০টি কলেজকে বেছে নেওয়া হয়েছে। ভারত বিশ্বের আঙিনায় নিজ কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। এই নতুন উদ্যোগে আরও অনেকগুলি বন্ধু দেশকে পাশে নিয়ে পথ চলা হবে।
শুক্রবার গুজরাতের গান্ধীনগরে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়ে বলতে গিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে, সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করতে প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হবে।
মোদীর বক্তব্য, পৃথিবীতে বিভিন্ন সময়ে যত শিল্পবিপ্লব হয়েছে, প্রত্যেকটি মানুষের চাহিদার ফসল। চতুর্থ যে শিল্পবিপ্লব আসতে চলেছে, তা ভারতের চাহিদার ফসল। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, “সেমিকন ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসাবে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলিকে সেমিকনডাক্টর উৎপাদনের জন্য ৫০ শতাংশ আর্থিক সাহায্যও দেওয়া হবে।”
আরও পড়ুন-
Gold Price: শনিবার সোনার দামে বড়সড় পতন, চটপট দেখে নিন লেটেস্ট আপডেট
Weather News: বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ, আবহাওয়া একেবারে বদলে যাওয়ার সম্ভাবনা