শুক্রবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী । উল্লেখ্য, কোভিড ভ্যাকসিনেশনে ইতিমধ্য়েই বৃহস্পতিবার ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে একথা জানানো হয়েছে।
12:08 PM (IST) Oct 22
12:02 PM (IST) Oct 22
11:57 AM (IST) Oct 22
ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন,' শুধু আপনার দেশের জন্যই নয়, বিশ্বের জন্য এক বিশাল সাফল্য। ভারত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ডোজের এক বিলিয়ন ডোজ সম্পর্ণ করেছে। ভুটানের জনগণের পক্ষ থেকে আমি ভারতকে অভিনন্দন জানাই।'
In what is a huge accomplishment not just for your country but the world, India hit the one billion mark of COVID-19 vaccination doses. On behalf of the people of Bhutan, I congratulate India! @narendramodi @PMOIndia https://t.co/1Af27xKOOF pic.twitter.com/zVcRRECc6S
— PM Bhutan (@PMBhutan) October 21, 2021
11:49 AM (IST) Oct 22
11:45 AM (IST) Oct 22
এদিন কৃষি প্রসঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'করোনাকালে কৃষি খাত আমাদের অর্থনীতিকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। আজ, রেকর্ড স্তরে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে। টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে। ভ্যাকসিনের কভারেজ বাড়ানোর সঙ্গে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।'
10:51 AM (IST) Oct 22
শুক্রবার সকাল ১০ টায় ভাষণের শুরুতেই জাতির উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, ইতিমধ্য়েই কোভিড ভ্যাকসিনেশনে (Covid-19 Vaccination)১০০ কোটি ডোজ (100 Crore vaccination) সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, করোনাকালেের অনুশাসন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে, অতিমারি রুখতে অনুশাসন যে জরুরি, প্রমাণ করেছে ভারত।
10:32 AM (IST) Oct 22
জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী এদিন বলেছেন,' অতিমারির সময় সবাই ভারতকে নিয়ে চিন্তিত ছিল। ভারত সবার আশঙ্কার যোগ্য জবাব দিয়েছে। আমাদের টিকাকরণ সবকা সাথ সবকা বিকাশের প্রকৃষ্ট দৃষ্টান্ত।'
10:21 AM (IST) Oct 22
জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী এদিন বক্তব্যের শুরুতেই বলেছেন,' ভারতের টিকাকরণ কর্মসূচির সঙ্গে বিশ্বের তুলনা হচ্ছে। এই সাফল্য গোটা দেশের, তার জন্য সকলকে ধন্যবাদ।'
10:13 AM (IST) Oct 22
জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী এদিন বক্তব্যের শুরুতেই বলেছেন,' টিকাকরণে অনন্য নজির গড়েছে ভারত। করোনাকালে কর্তব্য পালন করেছে দেশ। '
10:02 AM (IST) Oct 22
শুক্রবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। উল্লেখ্য, কোভিড ভ্যাকসিনেশনে (Covid-19 Vaccination) ইতিমধ্য়েই বৃহস্পতিবার ১০০ কোটি ডোজ (100 Crore vaccination) সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে একথা জানানো হয়েছে।
09:56 AM (IST) Oct 22
শুক্রবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী । উল্লেখ্য, কোভিড ভ্যাকসিনেশনে ইতিমধ্য়েই বৃহস্পতিবার ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হয়েছে।প্রধানমন্ত্রীর জাতির ভাষণে কী বলে এনিয়ে জল্পনা তুঙ্গে।