নেতাজির জন্মদিবসে আন্দামান ও নিকোবরে ২১টি দ্বীপের নামকরণ করলেন মোদীর

আজ নেতাজির জন্মদিনে আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই সকল দ্বীপের নামকরণ করা হবে।

দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ১২৭তম জন্মবার্ষিকী। আজকের দিনটি পরাক্রম দিবস হিসেবেও পালিত হয়। এবছর এই বিশেষ দিনটি পালনে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আজ নেতাজির জন্মদিনে আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই সকল দ্বীপের নামকরণ করা হবে। রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। সর্ববৃহৎ দ্বীপটির নামকরণ করা হয়েছে মেজর সোমনাথ শর্মার নামে। যিনি ৩ নভেম্বর ১৯৪৭-এ শ্রীনগর বিমানবন্দরের কাছে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই ২১ জন সেনার তালিকায় রয়েছে, লেফটেন্যান্ট রমা রাঘোবা রানে, নায়েক যদুনাথ সিং, মেজর পিরু সিং, ক্যপ্টেন জিএস সালারিয়া, লেফটেন্যান্স কর্নেল ধন সিং থাপা, সুবেদান জোগিন্দর সিং, মেজর শয়তন সিং, আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুর, আলবার্ট এক্কা, মেজর হোশিয়ার সিং, অরুণ ক্ষেত্রপাল, নির্মলজিৎ সিং শেখন, মেজর রামস্বামী শরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিংস ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমান পান্ডে, সুবেদার মেজর সঞ্জয় কুমার, সুবেদার মেজর অবসরপ্রাপ্ত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।

03:37নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার07:54নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |07:54Modi on Netaji : আমাদের প্রেরণা নেতাজি, নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ, সঙ্গে গোটা মন্ত্রিসভা05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও
Read more