Asianet News Bangla | Published : Sep 10, 2020 3:59 AM IST / Updated: Sep 10 2020, 11:19 AM IST

Live Rafale Induction Ceremony- সর্বধর্মপাঠে বায়ুসেনায় সামিল হল রাফালে

সংক্ষিপ্ত

২৭ জুলাই ভারতে এসে পৌঁছেছে পাঁচটি রাফালে যুদ্ধবিমান। সেই যুদ্ধবিমানগুলিকে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বায়ুসেনাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ফরাসী মন্ত্রী ফ্লোরেন্স পার্লেও থাকছেন এই অনুষ্ঠানে। 

12:19 PM (IST) Sep 10

গোল্ডেন অ্যারোজ বা সোনার তিরতে রাফালের অন্তর্ভুক্তি

12:08 PM (IST) Sep 10

ভারতকে সমর্থন ফ্রান্সের

11:42 AM (IST) Sep 10

বক্তব্য রাখছেন রাজনাথ

11:28 AM (IST) Sep 10

রাফালকে স্বাগত জানাতে হেলিকপ্টারের খেলা

11:25 AM (IST) Sep 10

বায়ুসেনাতে রাফালে অন্তর্ভুক্তির লাইভ ভিডিও

11:25 AM (IST) Sep 10

রাফালকে স্বাগত জানাল তেজস

11:25 AM (IST) Sep 10

এয়ার শো-তে তেজস

11:24 AM (IST) Sep 10

ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ

11:24 AM (IST) Sep 10

দেখুন ওয়াটার ক্যানন স্যালুটের ভিডিও

11:23 AM (IST) Sep 10

আম্বালায় রাফালের এয়ার শো

11:23 AM (IST) Sep 10

হল ওয়াটার ক্যানন স্যালুট

11:23 AM (IST) Sep 10

বায়ুসেনায় এল রাফাল

11:22 AM (IST) Sep 10

এয়ার শো-র লাইভ ভিডিও

11:21 AM (IST) Sep 10

এয়ার শো- অনুষ্ঠানে রাজনাথ ও ফ্লোরেন্

11:19 AM (IST) Sep 10

সর্বধর্ম পাঠে রাফালেকে বাহিনীতে অন্তর্ভুক্তি

11:17 AM (IST) Sep 10

রাফালেকে করা হল পুজো

11:16 AM (IST) Sep 10

রাফালের সামনে রাজনাথ ও ফ্লোরেন্স

11:15 AM (IST) Sep 10

অম্বালায় এয়ার শো

10:03 AM (IST) Sep 10

রাজনাথ ও ফ্লোরেন্সের সৌজন্যের সাক্ষাৎ

অম্বালা যাওয়ার আগে মুখোমুখি সাক্ষাৎকারে রাজনাথ ও ফ্লোরেন্স

10:02 AM (IST) Sep 10

দিল্লিতে ফরাসী প্রতিরক্ষামন্ত্রীকে গার্ড অফ অনার

09:58 AM (IST) Sep 10

আম্বালায় পৌঁছলেন রাজনাথ ও ফ্লোরেন্স

09:57 AM (IST) Sep 10

এয়ার ট্র্যাকে আনা হল রাফালে

09:53 AM (IST) Sep 10

২৩ বছর পর বায়ুসেনার সমরবহরে সবচেয়ে বড় অন্তর্ভুক্তি

গত ২৩ বছরে রাফালে যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার সমরবহরে সবচেয়ে বড় অন্তর্ভুক্ত। এর আগে সুখোই যুদ্ধবিমানের অনতর্ভুক্তিকরণ হয়েছিল। যা রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত। 

09:50 AM (IST) Sep 10

বেলা ১০টায় শুরু অনুষ্ঠান

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান। সকাল ১০টা নাগাদ শিবপুজো দিয়ে শুরু হবে রাফালেকে বাহিনীর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। 

09:48 AM (IST) Sep 10

থাকছেন রাাজনাথ থেকে বিপিন রাওয়াত, ফ্লোরেন্স পারলে

 অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাাথ সিং। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রক, বায়ুসেনা এবং অন্যান্য বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। ফরাসী সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে। উপস্থিত থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল এরকেএস ভাদুরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

09:36 AM (IST) Sep 10

শিবপুজো এবং এয়ার শো দিয়ে অনুষ্ঠান

 অনুষ্ঠান শুরু হবে প্রথমে শিবপুজো করে। তারপরে এয়ার শো হবে। যাতে অংশ নেবে বায়ুসেনার সারঙ্গ অ্যারোবেটিক টিম। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার সমর বহরে প্রবেশ ঘটবে ৫ রাফালে যুদ্ধবিমানের।