SSC Upper Primary: পুজোর আগেই চাকরি পাবেন ১৪ হাজার স্কুল শিক্ষক? হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কয়েকজন চাকরিপ্রার্থী।

 

Saborni Mitra | Published : Sep 24, 2024 9:59 AM IST / Updated: Sep 24 2024, 03:30 PM IST

পুজোর মুখেই আসতে পারে চাকরি বড় সুযোগ। উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না স্কুল সার্ভিক কমিশনে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিতারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিয়েছে এখনই তারা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করছে না।

১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কয়েকজন চাকরিপ্রার্থী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জনিয়েছে, নতুনদেন আবেদন শোনা হবে না। হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে হাইকোর্টই। মঙ্গলবার সুপ্রিমকোর্টে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াই বন্ধ থেকে হাইকোর্টের নির্দেশে। সেখানে প্রায় এক যুদ্ধ পরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ এসেছে। তা বন্ধ করে দেওয়া ঠিক নয়।

Latest Videos

অন্যদিকে এদিন নিয়োগের দাবিতে সোমহার দুপুরে বিক্ষোভ মিছিল করেন চাকরি প্রার্থীরা। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে মিছিল শুরু হয় স্কুল সার্ভিক কমিশনের অফিসের দিকে। যদিও পথেই পুলিশ আটকে দেয় চাকরি প্রার্থীদের।

২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

খাঁচা থেকে সোজা বাড়িতে! ববির 'বাঘ' অনুব্রত কি বললেন মমতাকে! দেখুন | Anubrata Mondal Latest Speech
'কবে পাবো আর চাকরি!' রণক্ষেত্র করুণাময়ী! আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ | Upper Primary
তিহার জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল | Anubrata Mandal #shorts #anubratamandal #tiharjail
'আর জি করের মতো টলিউডেও সন্দীপ ঘোষ আছে' বিস্ফোরক মন্তব্য রুদ্রনীলের | Rudranil Ghosh
'একটা ভ্রষ্টাচার, উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী!' ঝাড়খণ্ড থেকেই আক্রমণ Suvendu Adhikari-র