'স্ট্যাচু অফ ইউনিটি'-র মুকুটে নতুন পালক, পিছনে ফেলল এমনকী তাজমহল-কেও

  • 'স্ট্যাচু অফ ইউনিটি'-র মুকুটে লাগল নতুন পালক
  • উপার্জনে দেশের সেরা ৫ স্মৃতিসৌধকে ছাপিয়ে গেল সর্দার প্যাটেলের মূর্তি
  • আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে
  • পিছনে পড়েছে এমনকী তাজমহলও

 

নতুন উচ্চতা অর্জন করল 'স্ট্যাচু অফ ইউনিটি'। তার মুকুটে লাগল নতুন পালক। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার এক সমীক্ষায় জানা গেল, দেশের শীর্ষ ৫ টি স্মৃতিস্তম্ভগুলির উপার্জনের দিক থেকে সবার আগে রয়েছে 'স্ট্যাচু অফ ইউনিটি'। এমনকী বিশ্বের সেরা আশ্চর্যগুলির অন্যতম তাজমহলকেও এই বিষয়ে পিছনে পড়ল।

ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সাংস্কৃতিক স্মৃতিসৌধগুলির রক্ষণাবেক্ষণ করে থাকে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। তারাই দেশের শীর্ষ ৫টি স্মৃতিসৌধগুলির আয় নিয়ে এক সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে, গত এক বছরে তাজমহলের আয় হয়েছে ৫৬ কোটি টাকা। সেখানে গত এক বছরে স্ট্যাচু অফ ইউনিটির আয় হয়েছে ৬৩ কোটি টাকা।

Latest Videos

২০১৮ সালে ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে, তাঁর এই সুউচ্চ মূর্তিটি উৎসর্গ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশাল মূর্তিটির নাম দেওয়া হয় 'স্ট্যাচু অফ ইউনিটি'। এর উচ্চতা ১৮২ মিটার বা ৫৯৬ ফুট। এটিই বিশ্বের উচ্চতম মূর্তি। এই মূর্তিটি তৈরিতে ২,৯৮৯ কোটি টাকা ব্যয় হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News