ইসরো'র মিশন সূর্য। ইসরো'র মুকুটে সাফল্যের নতুন পালক। সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ইসরো'র আদিত্য এল-ওয়ান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ।
ইসরো'র মিশন সূর্য। ইসরো'র মুকুটে সাফল্যের নতুন পালক। সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ইসরো'র আদিত্য এল-ওয়ান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ। পিএসএলভি-সি-৫৭ থেকে সফলভাবে আলাদা হয়ে গেল আদিত্য এল-ওয়ান, আনন্দে উচ্ছসিত হয়ে জানালেন ইসরো'র চেয়ারম্যান। সৌরবায়ু পরীক্ষায় দেশের প্রথম সূর্য অভিযান আদিত্য-এল-ওয়ান।