২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের বাদ্যি বেজে গেছে। ইতিমধ্যেই শাসক বিরোধী সরব হয়েছে ভুয়ো ভোটার ইস্যুতে।
210
আপনি ভোটার তো!
ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা বা আপনা ভোটার কার্ড জাল হয়েছে কিনা তা সহজেই খতিয়ে দেখুন আপনি নিজে। কোনও রাজনৈতিক দলের সাহায্য ছাড়াই।
310
মোবাইল নম্বর দিয়ে
মোবাইল নম্বর দিয়ে সহজেই খতিয়ে দেখতে পারেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। এরজন্য কোনও রাজনৈতিক দলের দ্বারস্থ হতে হবে না। তবে এক্ষেত্রে মোবাইল নম্বর ভোটার কার্ডে যুক্ত থাকা জরুরি। না হলে আপনি পোর্টালে গিয়ে যুক্ত করতেই পারেন।
410
প্রথম ধাপ
আপনার স্মার্ট ফোন বা ডেক্সটপ বা ল্যাপটপ থেকে প্রথমে যেতে হবে ভোটার সার্ভিস পোর্টালে। টাইপ করুন https://electoralsearch.eci.gov.in/।
510
দ্বিতীয়
প্রথমেই দেখা যাবে Search in Electoral Roll। তার নিচে আসতে তিনটি বিকল্প ভোটার নম্বর খোঁজার জন্য। যেতে হবে সার্চ বাই এপিক।
610
তৃতীয় ধাপ
মোবাইল নম্বরের দ্বারা ভোটার কার্ডের বিস্তারিত তথ্য দেখতে সার্চ বাই মোবাইল Search by Mobile-এ ক্লিক করতে হবে। তারপর দিতে হবে আপনার মোবাইল নম্বর। যেটির সঙ্গে ভোটার কার্ড যুক্ত রয়েছে।
710
চতুর্থ ধাপ
আপনাকে বেছে নিতে হবে রাজ্য ও ভাষা। তারপর আপনার মোবাইলে আসবে একটি ৬ সংখ্যার ওটিপি।
আপনার নাম ও পদবি। আত্মীয়ের নাম। বয়স, লিঙ্গ। থাকবে ভোটার কার্ডের নম্বর। রাজ্যের নাম, সংসদ কেন্দ্রের নাম। বিধানসভার নাম ও নম্বর। পোলিং বুথের নাম ও নম্বর। অংশের নাম ও ক্রমিক নম্বর। আসন্ন কোনও ভোট থাকলে তার তারিখ।
1010
যদি না মেলে
সমস্ত তথ্য মিলিয়ে দেখুন। আপনার সঙ্গে তথ্যের যদি অমিল থাকে তাহলেই সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানাতে হবে। ভোটার কার্ডের ই-তথ্যের একটি প্রিন্ট আউট দিয়েই কিন্তু অভিযোগ জানাতে হবে।