EC Railway Train Regulation: ধানবাদ-গোমো লাইনে বাতিল তিনটি ট্রেন, অনেকগুলি চলবে ঘুরপথে

৩০ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি, এবং ২২ ফেব্রুয়ারি - এই তিনদিন পূর্ব-মধ্য রেলের (East Central Railway) ধানবাদ - গোমো বিভাগের (Dhanbad-Gomoh Section) দুই স্টেশনের মধ্যে, ৯ ঘন্টা করে ট্রেন চলাচল এবং বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে। তার জেরে বাতিল হল আসানসোল লাইনের বেশ কয়েকটি ট্রেন, অনেকগুলি চলবে ঘুরপথে। 
 

৩০ জানুয়ারি (৩০.০১.২০২২), ১০ ফেব্রুয়ারি (১০.০২.২০২২) এবং ২২ ফেব্রুয়ারি (২২.০২.২০২২) - এই তিনদিন এবং তার আশপাশের সময়ে, পূর্ব-মধ্য রেলের ধানবাদ - গোমো বিভাগের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হল এবং আরও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। শুক্রবার পূর্ব-মধ্য রেলের (East Central Railway) প্রধান জনসংযোগ কর্তা একলব্য চক্রবর্তী, এক বিবৃতিতে জানিয়েছেন, একটি রেল ব্রিজের নিচে সড়ক নির্মাণের জন্য, তিনদিনই ধানবাদ - গোমো বিভাগের (Dhanbad-Gomoh Section) নিচিতপুর (Nichitpur) এবং তেতুলমান (Tetulman) স্টেশনের মধ্যে, ৯ ঘন্টা করে ট্রেন চলাচল এবং বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে। জেনে নেওয়া যাক কবে কোন ট্রেন বাতিল হচ্ছে, কোনগুলিই বা চলবে ঘুরপথে - 

যে ট্রেনগুলি বাতিল (৩০ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি)

Latest Videos

ওই পথে চলা মোট তিনটি ট্রেন (আপ-ডাউন) বাতিল করা হচ্ছে। এই ট্রেনগুলি হল - 

- ০৩৫৪৫/০৩৫৪৬ আসানসোল - গয়া - আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল

- ০৩৫৫৩/০৩৫৫৪ আসানসোল - বারাণসী - আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল

- ০৩৫০৩/০৩৫০৪ বর্ধমান - হাতিয়া - বর্ধমান মেমু প্যাসেঞ্জার স্পেশাল

আরও পড়ুন - EC Railway Train Regulation: ধানবাদ-গোমো লাইনে বাতিল তিনটি ট্রেন, অনেকগুলি চলবে ঘুরপথে

আরও পড়ুন - Train Cancellation: আজ প্রায় ৪০০-র উপরে ট্রেন বাতিল করল রেল, জানুন কোন কোন রাজ্য তালিকায় রয়েছে

ঘুরপথে  চলবে যে ট্রেনগুলি -

সড়ক নির্মাণের কাজের জন্য ওই পথে বেশ কয়েকটি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে চালানো হবে। 

- ৩০ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি (যাত্রা শুরু), ১২৩৮১ আপ হাওড়া - নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, আসানসোল - প্রধানখুঁটা - ধানবাদ - গয়া - পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে যাওয়ার পরিবর্তে, যাবে আসানসোল - ঝাঝা - পাটনা - পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে। 

- এছাড়া পাঁচটি ডাউন ট্রেনের নিয়মিত গতিপথও, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন এবং আসানসোল স্টেশনের মধ্যে বদলে দেওয়া হয়েছে। তিনটি ট্রেন, যেগুলি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে গয়া - কোডারমা - ধানবাদ - প্রধানখুঁটা হয়ে আসানসোল যায়, সেগুলিকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে ঘুরে গিয়ে পাটনা - ঝাঝা হয়ে আসানসোল যাবে। ২৮ জানুয়ারি, ৮ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি (যাত্রা শুরু) ১৩১৫২ ডাউন জম্মু তাওয়াই - কলকাতা এক্সপ্রেস, ৯ ফেব্রুয়ারি (যাত্রা শুরু) ১২৩৩০ ডাউন আনন্দ বিহার (টার্মিনাল) - শিয়ালদহ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ২১ ফেব্রুয়ারি (যাত্রা শুরু) ১২৩৮২ ডাউন দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস এবং ১২২৬০ ডাউন বিকানের - শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসকে এই পথে চালানো হবে। আর ২৯ জানুয়ারি (যাত্রা শুরু) ১২৩৫৪ ডাউন লালকুয়ান - হাওড়া এক্সপ্রেসও পন্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে গয়া - ধানবাদ - প্রধানখুঁটা হয়ে আসানসোল যাওয়ার পরিবর্তে যাবে পাটনা - ঝাঝা হয়ে। 

- এছাড়া, ৩০ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি (যাত্রা শুরু) ১৩১৫১ আপ কলকাতা - জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং ২২ ফেব্রুয়ারি ১২৩২৯ আপ শিয়ালদহ – আনন্দ বিহার (টার্মিনাল) পূর্ব রেলওয়ে তার এখতিয়ারের মধ্যে যথাযথভাবে নিয়ন্ত্রণ করবে। আর, ১০ ফেব্রুয়ারি (যাত্রা শুরু) , ১৩১৬৭ আপ কলকাতা - আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস কলকাতা থেকে নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে ছাড়বে।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya