আগামী ১ লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে শুক্রবার থেকে শুরু হল বাজেট অধিবেশন। কোভিড পরিস্থিতি ও কৃষক আন্দোলনের মধ্যেই সংসদে শুরু হল বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একাধিক ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে ১৮টি বিরোধী দল।
04:01 PM (IST) Jan 29
03:56 PM (IST) Jan 29
03:50 PM (IST) Jan 29
03:44 PM (IST) Jan 29
গাজিপুর সীমানায় নমুনা সংগ্রহ ফরেনসিক দলের
03:36 PM (IST) Jan 29
03:35 PM (IST) Jan 29
03:31 PM (IST) Jan 29
03:29 PM (IST) Jan 29
01:20 PM (IST) Jan 29
সংসদীয় যৌথ অধিবেশনে কষি আইনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশনের সূচনায়. একথা বলেন তিনি।
12:31 PM (IST) Jan 29
শুক্রবার সংসদে বাজেট অধিবেশনে আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ বয়কর করেছেন ১৮টি বিরোধী দল।