Free Internet: ভারতে বিনামূল্যে পাওয়া যাবে ইন্টারনেট সংযোগ? প্রাইভেট মেম্বার বিলে সম্মতি মন্ত্রিসভার

ভারতে কি এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে? এই সম্ভাবনা ক্রমশঃ বাড়ছে। সংসদে এ বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে সম্মতি জানিয়েছে।

Soumya Gangully | Published : Jul 21, 2024 4:13 PM IST / Updated: Jul 21 2024, 10:58 PM IST

প্রত্যন্ত অঞ্চল-সহ সারা দেশেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এবার এ বিষয়ে প্রাইভেট মেম্বার্স বিলে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে। বিশেষ করে দেশের যে অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি এবং যে অঞ্চলগুলিতে খুব একটা ভালো ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না, সেই অঞ্চলগুলির জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা জরুরি। এ বিষয়ে প্রাইভেট মেম্বার বিলে বলা হয়েছে, 'দেশের কোনও নাগরিককেই ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন, এমন কোনও ফি, চার্জ বা খরচ নেওয়া যাবে না।'

বাম সাংসদের বিলে সম্মতি কেন্দ্রের

Latest Videos

২০২৩ সালে রাজ্যসভায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিল পেশ করেন সিপিআইএম সাংসদ ভি শিবদাসন। সেই বিলেই সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার সেক্রেটারি-জেনারেলকে জানিয়েছেন, রাষ্ট্রপতি এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনার বিষয়ে সম্মতি জানিয়েছেন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সংসদে কোনও প্রাইভেট মেম্বার বিল নিয়ে আলোচনা করা যায় না। মন্ত্রিসভার মাধ্যমেই এ বিষয়ে সম্মতি জানান রাষ্ট্রপতি। বিনামূল্যে ইন্টারনেট সংক্রান্ত বিলের ক্ষেত্রেও সেটাই হয়েছে।

ভারতে বিনামূল্যে পাওয়া যাবে ইন্টারনেট?

দেশের বেশিরভাগ বড় রেল স্টেশনেই বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যায়। আরও কিছু জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যায়। কিন্তু সামগ্রিকভাবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। তবে সংসদে প্রাইভেট মেম্বার বিল পাশ হয়ে গেলে সারা দেশেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে। সংবিধানে দেশের সব নাগরিকের মত প্রকাশের স্বাধীতার কথা বলা হয়েছে। তার ভিত্তিতেই সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দাবি জানানো হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Jio: অ্যামাজন, স্টারলিঙ্কের সঙ্গে লড়াই, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করছে জিও

দারুণ খবর, গঙ্গার নীচে মেট্রো সফরে পাবেন ফুল স্পিড ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক!

Apurva Chandra D2M: সিম কার্ড এবং ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন ভিডিও, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের 'অপূর্ব' উদ্যোগ

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
বাজি পোড়াতে গিয়ে হলো বিপত্তি! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো Uluberia | Howrah News Today
'এদের সঙ্গে জানোয়ারের তুলনা জানোয়ারের অপমান' ফালাকাটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A