কেরল সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়| সফরনামার ফাঁক গলে কন্নুরে সাক্ষাৎ করলেন ছোটবেলার স্কুল শিক্ষিকার সঙ্গে| ধনখড়-কে নিয়ে প্রচুর স্মৃতিচারণা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না নায়ারের |
কেরল সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সফরনামার ফাঁক গলে কন্নুরে যান সস্ত্রীক ধনখড়। সেখানে সাক্ষাৎ করলেন ছোটবেলার স্কুল শিক্ষিকার সঙ্গে। অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না নায়ারের বাড়িতে যান । ধনখড়-কে নিয়ে প্রচুর স্মৃতিচারণা করলেন রত্না নায়ার । বললেন, 'স্কুল জীবনে প্রচণ্ড প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন ধনখড়', 'পড়াশোনা থেকে শুরু করে খেলাধূলো-সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ছিলেন' । 'ধনখড় তর্কবাগীশ বলেও স্কুল জীবনে নাম কামিয়েছিলেন', বললেন রত্না নায়ার । তিনি আরও বলেন 'ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ শিক্ষক জীবনের সেরা পাওনা, এর থেকে বড় গুরু দক্ষিণা আর কিছু হতে পারে না' ।