কুছ বাত হ্যায় জিন্দেগী মে-লিঙ্গবৈষম্যকে উড়িয়ে নস্টালজিয়া ফেরাল ক্যাডবেরি, দেখুন ভিডিও

২৭ বছর পর পুরোন বোতলে নতুন মদের মতো আবার আবেশ তৈরি করল ক্যাডবেরি। চোখে আঙুল দিয়ে দেখাল মেয়েদের জয়যাত্রার কথা।

নব্বইয়ের দশকে বেড়ে ওঠা? তাহলে এই টিউন শুনে আপনার গায়ে কাঁটা দেবে নিশ্চিত। সেই যে মনে আছে? এক ক্রিকেটার মাঠের বাইরে বল পাঠাল, আর একটি মেয়ে আনন্দে নাচতে নাচতে পুলিশের হাত পেরিয়ে মাঠে ঢুকে পড়ল? সেই যে ডেয়ারি মিল্কের বিজ্ঞাপন (Iconic Dairy Milk Ad), যার জিঙ্গলে আজও গুনগুনিয়ে উঠি আমরা? সেই বিজ্ঞাপন ফিরে এল নতুন করে (Cadbury Recreates Its Iconic Dairy Milk Ad )। সেই গান, সেই সুর...শুধু একটু আলাদা। চরিত্রগুলো। 

২৭ বছর পর পুরোন বোতলে নতুন মদের মতো আবার আবেশ তৈরি করল ক্যাডবেরি। চোখে আঙুল দিয়ে দেখাল মেয়েদের জয়যাত্রার কথা। মনে করাল নারী অধিকার নিয়ে আর লড়াই নয়, এবার পুরুষও সচেতন মহিলাদের অধিকার নিয়ে। পুরুষরা উঠে দাঁড়িয়ে কুর্ণিশ জানায় সেই সব মহিলাদের, যাঁরা যোগ্য। 

Latest Videos

ক্যাডবেরির নতুন অ্যাড দেখাচ্ছে একটি ক্রিকেট ম্যাচ। টানটান উত্তেজনায় বোলার এগিয়ে আসছে, তৈরি ব্যাটসম্যান। মহিলা ক্রিকেট দলের সেই খেলার উত্তেজনায় হাত কামড়াচ্ছেন গ্যালারিতে বসা পুরুষ দর্শকরা। এক যুবকের মুখে তখন ডেয়ারি মিল্ক। মহিলা ব্যাটসম্যান বল তুলে দিল সোজা বাউন্ডারির দিকে। ফিল্ডার ক্যাচ লোফার অপেক্ষায়...কিন্তু না, বল উড়ে পেরিয়ে গেল বাউন্ডারি। হল ছয়। এরপর যুবকটি আনন্দে নাচতে নাচতে সোজা মাঠে..জড়িয়ে ধরল ব্যাটসম্যান থুড়ি প্রেমিকাকে। সেই মেয়েটির মত, যে নিজের পছন্দের পুরুষের ছক্কা মারার সাফল্যে নেচে উঠেছিল। 

এই অ্যাড ইতিমধ্যেই ভাইরাল। লিঙ্গবৈষম্যকে ছক্কা মেরে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়েছে ক্যাডবেরি।

এই কনসেপ্ট ভীষণ পছন্দ হয়েছে নেটিজেনদের।

সত্যি, কুছ তো বাত হ্যায় জিন্দেগি মে, কুছ তো সোয়াদ হ্যায় জিন্দেগি মে। 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর