ইসরোর পিএসএলভি-সি৫২-র সফল উৎক্ষেপণ, দেখুন সেই ভিডিও


২৫ ঘণ্টা ৩০ মিনিটের কাউন্টডাউন প্রক্রিয়াটি শুরু হয় ১৩ ফেব্রুয়ারি শনিবার ভোট ৪টে ২৯ মিনিট থেকে। এই মিশনে পিএসএলভি সহযাত্রী হিসেবে ২টি ছোট উপগ্রহণ বহন করে।

Web Desk - ANB | Published : Feb 14, 2022 1:23 AM IST / Updated: Feb 14 2022, 07:36 AM IST

ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO) সোমবার সকালে সফল উৎক্ষেপণ করে পোলার স্যাটেলাইট (Satellite) লঞ্চ ভেইকেল পিএসএসবি - সি৫২(PSLV-C52)। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়। সকাল ৬টা নাগাদ দূরদর্শনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে এই তথ্য জানান হয়েছে। ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে স্যাটেলাইসের সফল উৎক্ষেপণ দেখানো হয়েছে। 
 


২৫ ঘণ্টা ৩০ মিনিটের কাউন্টডাউন প্রক্রিয়াটি শুরু হয় ১৩ ফেব্রুয়ারি শনিবার ভোট ৪টে ২৯ মিনিট থেকে। এই মিশনে পিএসএলভি সহযাত্রী হিসেবে ২টি ছোট উপগ্রহণ বহন করে। আগেই জানান হয়েছিল অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রবিবার ৫টা ৫৯ মিনিটে এটি উৎক্ষেপন করা হবে। সেই মতই এদিন নির্ধারিত সময়ই উপগ্রহণের সফল উৎক্ষেপণ হয়। আপনিও দেখে নিন দূরদ্রশনের সেই ভিডিওঃ

পিএসএলভি-সি ৫২ বিশ্ব পর্যবেক্ষণকারী একটি উপগ্রহণ। এটি ESO-04, 1.710 কেজি ওজনের। ৫২৯ কিলোমিটারের একটি সূর্য সমলয় মেরু কক্ষপথ প্রদক্ষিণ করবে। এটি হল ব়্যাডার ইমোজিং স্যাটেলাইট। এটি কৃষি, বনায়ন, বৃক্ষরোপন, মাটির আর্দ্রতা, জলবিদ্যা ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগেরও ম্যাপিং করতে পারবে। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় ছবি পাঠাবে।  

পিএসএলভি এবার সহযাত্রী হিসেবে আরও দুটি ছোট উপগ্রহ সঙ্গে নিয়ে গেছে। এটির একটি তৈরি হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সাহায্যে। এটি সিঙ্গাপুর ও তাইওয়ানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। 

এদিন সফল উৎক্ষেপণের পর ইসরোর কর্মীরা উচ্ছাসে ফেটে পড়েন। উৎক্ষেপণের পর ইসরোর নতুন প্রধান এস সোমনাথ জানিছেন, পিএসএলভি-র সফল উৎপেক্ষণ  সম্পন্ন হয়েছে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন এই স্য়াটেলাইটটি আয়নোস্ফিয়ারের গতিশীলতা ও সূর্যের করোনাল গরম  করার প্রক্রিয়া সম্পর্কে একটি সাম্যক ধারনা দিতে পারবে। স্যাটেলাইটের কর্মক্ষম বা জীবন এক বছরের জন্য নির্ধারিত করা হয়েছে। 

Read more Articles on
Share this article
click me!