মাননীয় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ। 'নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দেশ থেকে দূর হয়েছে'। 'দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ সম্ভব করলো ছাত্র আন্দোলন'। 'ছাত্রদের দুঃসাহসিক আত্মত্যাগ ছাড়া এই স্বাধীনতা সম্ভব ছিল না'।
মাননীয় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ। 'নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দেশ থেকে দূর হয়েছে'। 'দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ সম্ভব করলো ছাত্র আন্দোলন'। 'ছাত্রদের দুঃসাহসিক আত্মত্যাগ ছাড়া এই স্বাধীনতা সম্ভব ছিল না'। 'অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে'। 'অরাজকতা সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করব'। 'স্বাধীনতার মুক্ত বাতাস যেন সকলেই বুক ভরে নিতে পারে'। 'সর্বত্র অপরাধীদের বিচার হবে'। 'অরাজকতার বিষবাষ্প যারাই ছড়াবে কঠোরভাবে দমন করা হবে'। 'সারা বিশ্ব আজ বলছে শাবাশ বাংলাদেশ'।