আলুসেদ্ধ ভাত খেতেই নাভিঃশ্বাস উঠছে, অভাব মেটাতে আবার ভারতের কাছে হাত পাতল বাংলাদেশ

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্য তেল, মাংস, চাল- নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম হুহু করে বাড়ছে।

 

শেখ হাসিনা সরকারের পতনের পর অরাজকতা চলছে বাংলাদেশে। একদিকে নৈরাজ্য অন্যদিকে মূল্যবৃদ্ধি! যাতে নাভিঃশ্বাস উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেষপর্যন্ত ভারতের কাছেই হাত পাততে হয়েছে বাংলাদেশকে। যদিও অন্তর্বর্তী সরকার এর আগেও ভারতের থেকে একাধিকবার সাহায্যের হাত বাড়িয়েছে। এই অবস্থায় ভারত এবার কী করে তাই এখন দেখার।

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্য তেল, মাংস, চাল- নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম হুহু করে বাড়ছে। মূল্যবৃদ্ধি এতটাই আকাশছোঁয়া যে ক্রমশই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ গত দুই মাস ধরেই আলুর দাম চড়া। পুরনো আলুর দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। বর্তমনে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। যার দাম কেজি প্রতি ১২০ টাকা থেকে ১৩০ টাকা। প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদবন অনুযায়ী বাংলাদেশের বাজারে কিলো প্রতি দেশি পেঁয়াজের দাম ১৫০ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম ৮০-৯০ টাকা। তবে দেশি পেঁয়াজের দাম বাংলাদেশে কয়েক দিন ধরে কিছুটা হলেও কমেছে। আর পাকিস্তানি পেঁয়াজের দান ৬৫-৭০ টাকা। পেঁয়াজের ঘাটতি মেটাতে ভারত ও পাকিস্তান দুই দেশ থেকেই আমদানি বাড়িয়েছে ইউনুস সরকার।

Latest Videos

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বাজারে ডিমের আকাল। এর আগেও একাধিকবার ভারত ডিম দিয়ে সাহায্য করেছে বাংলাদেশকে। তবে সম্প্রতি বাংলাদেশে একডজন পোলট্রির ডিমের দাম ১৪৫-১৫০ টাকা। ভারতীয় ডিম সে দেশে ঢুকলে তা কমতে কমতে পরে। চালের আকালও রয়েছে বাংলাশে। অভাব মেটাতে ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তুতি শুরু করেছে। যার জন্য বাংলাদেশ সরকার খরচ করবে ২৮২ কোটি ৯৬ লক্ষ টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু