ফের নেটমাধ্যমে ভিডিও পোস্ট করলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। 'ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাসস্থানকে পুড়িয়ে দিয়েছে ওরা'। 'ওরা আন্দোলনকারী নয় ওরা জাতির পিতার বাসস্থান পুড়িয়েছে'। 'এই বাসস্থানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল'।
ফের নেটমাধ্যমে ভিডিও পোস্ট করলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়(Sajeeb Wazed)। 'ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাসস্থানকে পুড়িয়ে দিয়েছে ওরা'। 'ওরা আন্দোলনকারী নয় ওরা জাতির পিতার বাসস্থান পুড়িয়েছে'। 'এই বাসস্থানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল'। 'বঙ্গবন্ধুর বাসস্থান '৭৫-এর খুনিরাও পুড়াতে সাহস পায়নি'। 'বঙ্গবন্ধু কোন দলের নয়, জাতির পিতা'। 'বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ(Bangladesh) হতো না, পাকিস্তানই থাকতো'। 'আগামী ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান সকলে'। বিশেষ আবেদন জানালেন সজীব ওয়াজেদ জয়