Live Afghanistan Crisis- ঘুরে গেল খেলা, নিজেকে আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালে

সংক্ষিপ্ত

যে দিকে নজর যায় সেদিকেই এখন মানুষের হাহাকার আর আতঙ্ক। আফগানিস্তানের বুকে ফের কুখ্যাত তালিবানদের দখলদারি। যা এই মুহূর্তের বিশ্ববাসীর কাছে এক আতঙ্ক তৈরি করেছে। তালিবান শাসন মানেই মানব সভ্যতার বর্বতার ইতিহাসের এক অন্যতম কুখ্যাত অধ্যায়ের ছবিটাই সামনে চলে আসে। যেখানে সভ্যতার নিয়মের কোনও বালাই নেই। যেখানে নারী মান গৃহপালিত জীব-জন্তুর সামিল। যেখানে মানুষের আদিমতা এবং হিংসাটাই মুখ্য। আর পুরুষতান্ত্রিক এই শাসনপন্থায় সবকিছুই গৌণ। যে এই নিয়ম মেনে চলতে পারবে, যে এই বর্বর শাসনের হিংস্রতাকে শরীর ও মনের মধ্যে গেঁথে নিতে পারবে, বাঁচার অধিকার শুধুমাত্র তারাই পাবে। এটাই যে তালিবানদের নীতি তা বহুবার প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবেই আফগানিস্তানের বুক থেকে এক গণতান্ত্রিক শাসনের উৎপাটন সকলকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। 

11:12 PM (IST) Aug 17

তালিবান সরকারকে স্বীকৃতি দিল না কানাডা

আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই কানাডার, সাফ জানালেন সেই দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

09:45 PM (IST) Aug 17

'শান্তির বার্তা' তালিবানদের

আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হবে না। বিশ্বের কোনও দেশকেই হুমকি দেওয়া হবে না। দলীয় নেতার নির্দেশে সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বললেন তালিবান মুখপাত্র। 

08:51 PM (IST) Aug 17

দেশে ফিরলেন তালিবান নেতা

তালিবান নেতা মোল্লা বরাদর আফগানিস্তানে ফিরে এসেছে। জানিয়েছে সংবাদ সংস্থা। 

08:49 PM (IST) Aug 17

কাবুল বিমান বন্দর খুলল

কাবুলের হামিদ কারজাই বিমান বন্দর খুলে দেওয়া হয়। বিমান ওঠা নামা করতে পারবে। 

06:45 PM (IST) Aug 17

উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তারে পরিস্থিতি মূল্যায়লের জন্য একটি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হচ্ছে। বৈঠকে উপস্থিত রয়ছেন স্বাররাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 

06:41 PM (IST) Aug 17

ফেসবুকে তালিবানদের সমর্থন নয়

তালিবানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ফেসবুক। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক প্ল্যাটফর্মে তালিবানের সমর্থন করা যাবে না। সমর্থন করলে খোয়াতে পারেন অ্যাকাউন্ট।

05:50 PM (IST) Aug 17

ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন আফগান ছাত্রদের

তালিবান দখলদারির পর হিমাচল প্রদেশে থাকা আফগান ছাত্ররা দেশে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলেন।

05:06 PM (IST) Aug 17

তালিবানরা মহিলাদের যৌন দাসী করে রাখবে: তসলিমা নাসরিন

আফগানিস্তানের পরিস্থিতি উদ্বেগজনক তো বটেই, মহিলাদের স্বাধীনতার ওপরেও বড় আঘাত। এমনই মনে করছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর মতে আফগানিস্তান তালিবানদের দখলে চলে আসার অর্থ মহিলাদের যৌন দাসী করে রাখার প্রবণতা বাড়বে। কাবুলে একের পর এক মহিলা মডেলের ছবি ছিঁড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে আসতেই এমন মন্তব্য তসলিমার।

 

12:32 PM (IST) Aug 17

তালিবান দখলদারির পর কাবুলে অবস্থিত সরকারি দফতরের ছবি

12:30 PM (IST) Aug 17

কাবুল দখলের পর এক আফগান টেলিভিশন নিউজ চ্যানেলে মহিলা অ্যাঙ্কারকে সাক্ষাৎকার দিচ্ছেন এক তালিবান যোদ্ধা

12:28 PM (IST) Aug 17

কাবুল থেকে আসা বায়ুসেনার বিমান জামনগরে অবতরণ করতেই উঠল ভারত মাতার জয়ধ্বনি

12:23 PM (IST) Aug 17

আফগানিস্তানের সঙ্কটময় রাজনৈতিক পরিস্থিতির জন্য ড্রাই ফ্রুটসের দাম বাড়ল জম্মু-কাশ্মীরে

12:16 PM (IST) Aug 17

তালিবানদের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করার ডাক সমাজবাদী পার্টির সাংসদের

12:11 PM (IST) Aug 17

আফগানিস্তানের মহিলা ও শিশুদের বাঁচানোর আর্তি অভিনেত্রী দিয়া মির্জার

12:09 PM (IST) Aug 17

কোনও মুসলিম রাষ্ট্রই মহিলাদের সম্মান করে না, বিস্ফোরক টুইট তসলিমার

12:06 PM (IST) Aug 17

কাবুল থেকে আসা বায়ুসেনার বিমান অবতরণ করল জামনগরে

10:28 AM (IST) Aug 17

আফগান সঙ্কট মোকাবিলায় ই-ভিসা চালু করল ভারতীয় বিদেশ মন্ত্রক

10:27 AM (IST) Aug 17

কাবুলে আটকে থাকা ভারত সরকারের ১২০ জন কর্মীকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে বায়ুসেনার বিমান

10:25 AM (IST) Aug 17

কাবুলে আটকে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মীদের দ্রুত দেশে ফেরানো হচ্ছে