রহস্যময় সাপ, গায়ে বড় বড় সবুজ লোম - তুমুল ভাইরাল ভিডিও, কী বললেন বিশেষজ্ঞরা

সাপের (Snake) গায়ে আবার লোম গজায় নাকি! থাইল্যান্ডের (Thailand) সাখোঁ নাখোঁ (Sakhon Nakhon) থেকে ভাইরাল (Viral Video) হল একটি লোমশ সবুজ রঙের সাপের (Furry Green Snake) ভিডিও। 

সাপের (Snake) গায়ে নাকি লোম! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) একটি লোমশ সবুজ রঙের একটি সাপের (Furry Green Snake) ছোট ভিডিও ক্লিপ। ভিডিওটি থাইল্যান্ডের (Thailand) সাখোঁ নাখোঁ (Sakhon Nakhon) নামে এক জলাভূমিতে তোলা। ভাইরাল ভিডিও ক্লিপে, দুই ফুট দীর্ঘ সরীসৃপটিকে একটি পাত্রের ভিতরে চলাফেরা করতে দেখা গিয়েছে। আর এই ভিডিও সাড়া ফেলে দিয়েছে নেটমহলে। সাধারণত , সাপের দেহ আবৃত থাকে খোলস দিয়ে। তাহলে কি লোমওয়ালা সাপটি একেবারে সম্পূর্ণ নতুন কোনও সর্প প্রজাতির সন্ধান দিল? 

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই সাপটি প্রথম চোখে পড়েছিল তু নামে সাখোঁ নাখোঁ-র এক বাসিন্দার। ওই  ৪৯ বছর বয়সী বাড়ির কাছের এক জলাভূমির দলে সাপটি ঘোরাফেরা করছিল। তু সেটিকে ধরেন। তাঁর ভাইঝি ওই ভিডিওটি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা এর আগে কখনও এমন দেখতে সাপ দেখেননি। তাঁরা এই সাপটি সম্পর্কে জানতে চান। সর্প গবেষকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সাপটি গবেষকদের কাজে আসতে পারে বলে মনে করছেন তাঁরা। সেটি এখনও তু'র বাড়িতেই রয়েছে। তবে, এখনও তার সনাক্তকরণ করা যায়নি।

Latest Videos

তবে, স্থানীয় অনেকেই মনে করছেন, এটি সম্ভবত কোনও নতুন প্রজাতির সাপ নয়। লোমশ সরীসৃপটি সরীসৃপটি সম্ভবত 'পাফ-ফেসড ওয়াটার স্নেক' (Puff-Faced Water Snake) বা এক ধরণের জলের সাপ, যার গায়ে শ্যাওলা জমেছে। সম্ভবত কোনও স্থির, অগভীর জলে বা কোনও পাথুরে ফাটলে শিকার ধরার জন্য দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হয়েছে। আর তাতেই তার শরীরে শ্যাওলা জন্মেছে। সেই শ্যাওলা দেখেই মনে হচ্ছে লোম। 

সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপের ত্বকের উপরে আঁশ থাকে। কেরাটিনের (Keratin) তৈরি এই আঁশগুলি ত্বকের উপরে একটি স্তরের মতো খোলস তৈরি করে। খোলস ত্যাগের সময় আঁশের এই বাইরের অংশটি তারা ফেলে দেয়। কাজেই, সাপের গায়ে লোম গজানো সম্ভব নয়। তাঁরাও মনে করছেন এটি পাফ-ফেসড ওয়াটার স্নেক। তাদের মাস্কড ওয়াটার স্নেক (Masked Water Snake) অর্থাৎ ছদ্মবেশী সাপ বলা হয়। এই সাপগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ার (Southeast Asia) গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলগুলিতে পাওয়া যায়। এই সাপগুলি মৃদু বিষাক্ত প্রজাতির। উত্তর সুমাত্রা (Northern Sumatra) থেকে সলঙ্গা দ্বীপ (Salanga Island), ইন্দোনেশিয়া (Indonesia) এবং বোর্নিওতেও (Borneo) এই প্রজাতির সাপের দেখা মেলে। মালয়েশিয়া (Malaysia) উপদ্বীপ এবং থাইল্যান্ডের (Thailand) দক্ষিণেও কোথাও কোথাও এই জলের সাপ রয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba