অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব কতটা? নোবেল জয়ী ত্রয়ীয়ের গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

আর্থিক মন্দা কাটাতে  বার্নানক, ডায়মন্ড ও ডিবভিগ -এর গবেষণা বহুলভাবে কাজে আসবে বলে সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় সমাজের নানা গুরুতর ও দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের ঝুঁকিও এই ত্রয়ীয়ের গবেষণার সাহায্যে কমবে বলে দাবি।

চলতি বছরে অর্থনীতিতে নোবেল পেলেন তিন আমেরিকান গবেষক। সোমবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তিন অর্থনীতি বিদের নাম ঘোষণা করা হল। এবছর অর্থনীতিতে নোবেল প্রাপকদের তালিকায় নাম রয়েছে বেন এস বার্নানক, ডগলাস ডব্লু ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ। এই তিনজনই আমেরিকান নাগরিক। 

আর্থিক মন্দা কাটাতে  বার্নানক, ডায়মন্ড ও ডিবভিগ -এর গবেষণা বহুলভাবে কাজে আসবে বলে সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় সমাজের নানা গুরুতর ও দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের ঝুঁকিও এই ত্রয়ীয়ের গবেষণার সাহায্যে কমবে বলে দাবি। এই ত্রয়ীয়ের গবেষণায় অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব ও ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়লে তা সমাজের তথা অর্থনীতির জন্য কটা ভয়াবহ হতে পারে তা মানুষের সামনে আরও ভালো করে ফুটে উঠবে। 

Latest Videos

এই ত্রয়ীয়ের একজন গবেষক বেন এস বার্নানক ফেডারাল ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। ইউনিভারসিটি অব শিকাগো বোথ স্কুল অব বিজনেসের অধ্যাপক ছিলেন ডগলাস। অপরদিকে ফিলিপ ডিবভিগ ছিলেন অলিন বিজনেস স্কুল অফ ওয়াশিংটন ইউনিভারসিটির ব্যাঙ্কিং ও ফাইন্যান্সের অধ্যাপক।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের