১৮ হাজার কর্মী ছাঁটাই হতে চলেছে! কারা রয়েছেন তালিকায়? চিন্তায় মাথায় হাত কর্মচারীদের

Published : Aug 02, 2024, 11:57 AM IST
lay offs

সংক্ষিপ্ত

গত বছরের শেষ ভাগে ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় আনুমানিক ১৮ হাজার কর্মীর চাকরি চলে যাবে বলেই শোনা যাচ্ছে।

২০২৪ ভালো যাচ্ছে না এই কর্মীদের। চাকরি হারানোর খবর পেলেন তাঁরা। এই সংস্থা ঠিক করেছে এক ধাক্কায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ইন্টেল । বিশ্বের অন্যতম বড় সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মক্ষমতার ১৫ শতাংশ ছাঁটাই করা হবে।

ইন্টেলের চিফ এগজেকিউটিভ প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একদমই আশাব্য়াঞ্জক নয়। বিভিন্ন পণ্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, গত ত্রৈমাসিকেই সংস্থার ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

সংস্থার পক্ষে এখন অর্থবর্ষের দ্বিতীয় ভাগ আরও চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই জানানো হয়েছে। গত বছরের শেষ ভাগে ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় আনুমানিক ১৮ হাজার কর্মীর চাকরি চলে যাবে বলেই শোনা যাচ্ছে।

সংস্থার তরফে ছাঁটাইয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে ব্যবসার অবস্থা, মার্কেটের পরিবর্তিত চিত্র ও অর্থ ম্যানেজমেন্টের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্টেল।

এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের চরম সিদ্ধান্ত। ইন্টেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ইউক্রেনের শক্তি গ্রিডে রাশিয়ার ভয়াবহ হামলা; জেলেনস্কির কূটনীতির আহ্বান
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলা নিহত ১০, নিরস্ত্র মানুষদের হত্যা করার ভিডিও ভাইরাল