১৩ বছরের মেয়েকে বিয়ে করতে পারে বাবা! ইরানের বিতর্কিত আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে

ইরানে হিজাব বধ্যতামূলক করা হয়েছে। তাই এই আইন প্রণয়নের পিছনে যুক্ত দেখান হয়েছে, মেয়েরা তাদের বাবার সামনে হিজাব না পরেও থাকতে পারে।

 

ইরনে নারীদের অধিকার নিয়ে একাধিকবার সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। এই অবস্থায় আবারও আলোচনায় ইরানের নারী অধিকার। ২০১৩ সলে পাশ হওয়া আইন অনুযায়ী একজন বাবা তার দত্তক নেওয়া মেয়েকে বিয়ে করতে পারবে। তবে মেয়ের বয়স হতে হবে ১৩ বছর। আদালতের সম্মতি নিয়েই ইরানে এই আইন কার্যকর করা হয়েছে ইরানে। কিন্তু মানবিধিকার, শিশু অধিকার ও নারী অধিকার কর্মীরা এই আইনের মধ্যে বৈষম্যতাই দেখছেন।

ইরানে হিজাব বধ্যতামূলক করা হয়েছে। তাই এই আইন প্রণয়নের পিছনে যুক্ত দেখান হয়েছে, মেয়েরা তাদের বাবার সামনে হিজাব না পরেও থাকতে পারে। ১৩ বছর বয়সে মেয়েদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক থাকলেও এই আইনের মাধ্যমে তা তুলে দেওয়ার কথা বলা হয়েছে।

Latest Videos

 

মানবাধিকার কর্মীরা এই আইনকে ভয়ঙ্কর ও অমানবিক বলেও বর্ণনা করেছেন। এই আইন বাতিলের দাবি করেছেন। ইরানে সম্প্রতি মহিলাদের ওপর কঠোর বিধিনিষেধ পালনের কথা বলা বলা হয়েছে। অপরিচিত কারও সঙ্গে হাত মেলাতে পারবে না ইরানের মহিলারা। পাশাপাশি ১২ বছর থেকেই মেয়েদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। হিজাব না পরার জন্য কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে।

মাহসা আমনির মৃত্যু ইরানের নারীদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদার করেছে। এই আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে। আন্তর্জাতিক মহলেও নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চাপ বাড়ছে। নারীদের প্রতি এজাতীয় কঠোর ও বৈষম্যমূলক আচরণ লাগু করায় ইরানের সমালোচনা করা হচ্ছে বিশ্বজুড়ে। রাষ্ট্রসংঘেও উঠেছে বিষয়গুলি। য নিয়ে সমালোচনা আর আলোচনা ক্রমশই বাড়ছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today