নবদম্পতির নাচের মধ্যেই আগুন লাগে বিয়ে বাড়িতে । মৃত্যু হয়েছে ১০৭ জনের, আহতের সংখ্যা ১৫০ ।
ইরাকের কারাকোশ গ্রামে গাছে বিয়েবাড়ির বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিয়ের পর নব দম্পতি নাচ করেন। সেই সময় আগুন লাগে বিয়েবাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। দেখা যাচ্ছে ওপর থেকে আগুনের হলকা নামছে। যা নিয়ে নাচে আর প্রেমে মগ্ন নবদম্পতির ঘোর কেটে যায়। তারা রীতিমত হতভম্ব হয়ে যায়। কী করবে প্রথমে বুঝতেই পারেনি। কিন্তু ততক্ষণে বিয়ে বাড়িতে হূলস্থূল শুরু হয়ে গেছে। আমন্ত্রিত অতিথি অভ্যাগতরা বিয়েবাড়ির আসর ছেড়ে পালানোর চেষ্টা করে। মৃত্যু হয়েছে ১০৭ জনের, আহতের সংখ্যা ১৫০ ।