Chandrayaan 3 vs Luna 25: ভারতকে টক্কর দিচ্ছে রাশিয়া, চন্দ্রযানের আগেই চাঁদে পৌঁছে যাবে লুনা?

ISRO-র চন্দ্রযানের চেয়েও অতিরিক্ত ক্ষমতা রয়েছে মস্কোর পাঠানো Luna 25-এর। নরেন্দ্র মোদী, নাকি, ভ্লাদিমির পুতিন, কার দেশের মহাকাশযান আগে চাঁদে পা রাখবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান-৩। মাত্র কয়েকদিন পরেই চাঁদের বুকে নেমে পড়বে বিক্রম ল্যান্ডার। এই উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ১১ অগাস্ট, শুক্রবার, ভোরবেলা চাঁদের উদ্দেশে রওনা হয়ে গেল রাশিয়ার মহাকাশযান লুনা ২৫। ১৯৭৬ সালের সোভিয়েত রাশিয়ার উদ্যোগে পাঠানো লুনা ২৪-এর পর ২০২৩-এ পাঠানো লুনা ২৫-ই হল স্বাধীন রাশিয়ার প্রথম চন্দ্র অভিযান। ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টে বেজে ৪০ মিনিট নাগাদ রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে ৮০০ কিলোগ্রাম ওজনের লুনা ২৫ মহাকাশযান। ভারতের মতো লুনা ২৫-ও চাঁদের দক্ষিণ মেরুতেই একটি রোবোটিক ল্যান্ডার স্থাপনের লক্ষ্য নিয়েছে। অর্থাৎ, এই ক্ষেত্রে স্পষ্টতই ভারতকে টক্কর দিচ্ছে রাশিয়া।

উৎক্ষেপণের ৫৬৪ সেকেন্ড পর সয়ুজ রকেটে ছেড়ে চাঁদের পথে রওনা দিয়েছে লুনা ২৫। বিজ্ঞানীরা বলছেন, ভারতের চন্দ্রযানের তুলনায় চাঁদে নামতে অনেকটাই কম সময় নেবে এই মহাকাশযান। রুশ সংবাদ সংস্থা জানাচ্ছে, মাত্র সাড়ে পাঁচ দিনেই চাঁদে পৌঁছে যাবে লুনা ২৫। ১৬ অগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে লুনা ২৫। এরপর চাঁদের ভূমি থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের কক্ষপথে তিন থেকে সাত দিন ধরে ক্রমাগত ঘুরে চলবে এটি। তারপর চাঁদের দক্ষিণ মেরুর ‘বোগুস্লাভস্কি’ গর্তের এক স্থানে অবতরণের চেষ্টা করবে লুনা ২৫। অবতরণ করতে বিফল হলে, ‘মানজিনাস’ বা ‘পেন্টল্যান্ড’ গর্তের মধ্যে অবতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Latest Videos

ISRO দ্বারা পাঠানো চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণ করার নির্ধারিত দিনটি হল ২৩ অগস্ট। অর্থাৎ, প্রায় একই দিনে চাঁদের মাটিতে পা রাখতে পারে মোদী এবং পুতিনের দেশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন চাঁদের উত্তর মেরুতে অবতরণ করতে পারলেও, চাঁদের দক্ষিণ মেরুতে কেউই সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পারেনি। ফলে, ভারতের চন্দ্রযান ৩ কিংবা রাশিয়ার লুনা ২৫, যে দেশের মহাকাশযানই প্রথমে অবতরণ করবে, তাদেরই নাম উঠে যাবে ইতিহাসের পাতায়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে তাদের মহাকাশযান নামানোর সাফল্য জুড়বে, তাদের মহাকাশ অভিযানের মুকুটে। কাজেই এক প্রকার মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়েছে দুই দেশের মধ্যে। সাফল্যের পথে রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’-কে শুভেচ্ছা জানিয়েছে ‘ইসরো’।

আরও পড়ুন-

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঠিক কোন কোন পদ্ধতিতে নবাগত ছাত্রদের ‘স্বাগত’ জানানো হয়? প্রাক্তনীরা দিলেন বিবরণ
Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?
Viral Video: ভয়ঙ্কর ভিডিও! NCC ক্যাডেটদের ট্রেনিং-এ কলেজের ভিতরেই নৃশংস অত্যাচার
Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল