দাঁড়িয়ে রয়েছেন একটি সুইমিং পুলের মাঝখানে , গলা জড়িয়ে ঝুলে রয়েছে ‘জঙ্গলের রাজা’, সবুজ অ্যানাকোন্ডা। দুঃসাহসিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি।
দাঁড়িয়ে রয়েছেন একটি সুইমিং পুলের মাঝখানে , গলা জড়িয়ে ঝুলে রয়েছে ‘জঙ্গলের রাজা’, সবুজ অ্যানাকোন্ডা। দুঃসাহসিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি। গ্রিন অ্যানাকোন্ডা প্রধানত দক্ষিণ আমেরিকার সরীসৃপ, যার স্বাভাবিক দৈর্ঘ্য হয়ে থাকে প্রায় ২০ ফুট (বা, তারও বেশি)। এই শক্তিশালী সাপটিকে নিয়ে জলে নেমেছেন ওই ব্যক্তি। জলে নামামাত্রই সাপটি তরতর করে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তাকে আবার শান্তভাবে কাছে টেনে নিয়ে আসছেন তিনি। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কার্যত হতবাক। অনেকেই এই কাণ্ডকে ‘মৃত্যুর সঙ্গে খেলা’ বলে উল্লেখ করেছেন।