প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মিশর সফর নরেন্দ্র মোদীর । মিশরের কায়রোতে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা মিশরের প্রধানমন্ত্রীর, এরপর মোদীকে হিন্দি ছবির গান গেয়ে অভ্যর্থনা এক প্রবাসী ভারতীয়র ।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মিশর সফর নরেন্দ্র মোদীর | দুই দিনের ঠাসা কর্মসূচি মোদীর | মিশরের কায়রোতে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা মিশরের প্রধানমন্ত্রীর | মোদীকে হিন্দি ছবির গান গেয়ে অভ্যর্থনা এক মিশরীয় মেয়ের | প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী | হিন্দি ছবির গান গেয়েই স্বাগত জানান মহিলা | মোদীও গানের তারিফ করেন | মহিলাদের পোশাক সম্পূর্ণ ভারতীয়ত্বের ছোঁয়া |