তুরস্ক আর সিরিয়া ধ্বংস্তূপে পরিণত হয়েছে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পে | চারদিকে শুধুই আর্তনাদ, তৎপর উদ্ধারকারী দলগুলি |
তুরস্ক আর সিরিয়া ধ্বংস্তূপে পরিণত হয়েছে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পে | মৃতের সংখ্যা ৪ হাজারেরও বেশি | এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে রয়েছে বহু মানুষ | বাঁচার জন্য আর্তনাদ করছে তারা | এই অবস্থায় তৎপর উদ্ধারকারী দলগুলিও | উদ্ধার হওয়া ট্রামাগ্রস্ত মানুষদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে | মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তার এখনও বলা যাচ্ছে না বলেও মনে করছে উদ্ধারকারী দলের সদস্যরা |