রাশিয়ার হাত হয়ে খেরসন আবার ইউক্রেনের দখলে | সাধুবাদ জানাচ্ছে দেশে-বিদেশের মানুষ, ইউক্রেনের বড় জয় বলেও মনে করছে ওয়াকিবহাল মহল |
প্রথম থেকেই রাশিয়ার টার্গেট খেরসেন | ইউক্রেনও শহরটি নিজেদের দখলে রাখতে মরিয়া | খেরসন কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ | রাশিয়ার হাত হয়ে খেরসন আবার ইউক্রেনের দখলে | সাধুবাদ জানাচ্ছে দেশে-বিদেশের মানুষ | ইউক্রেনের বড় জয় বলেও মনে করছে ওয়াকিবহাল মহল | তারিফ করেছে আমেরিকাও | তবে হাল ছাড়তে মরিয়া পুতিন বাহিনী | ইউক্রেন সেনাদের রুখতে উড়িয়ে দিয়েছে ডানিপ্রো নদীর ব্রিজ |