জলপথে সংঘর্ষের আশঙ্কা! চিনের মদতে ভারতের বিরুদ্ধে সমুদ্র যুদ্ধ ঘোষণা করছে শ্রীলঙ্কা?

Published : Jun 26, 2024, 03:06 PM IST
top ten facts about indian navy new stealth ship vindhyagiri Draupadi begins by holding Murmu hand

সংক্ষিপ্ত

মলদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা প্রতিটি দেশেই নিজেদের জাল বিস্তার করেছে চিন। আর এইভাবেই তারা চাইছে ভারতকে চাপে রাখতে। যদিও, ঠিক এই আবহেই এবার শুরু হতে চলেছে নতুন যুদ্ধ। যেটিকে বলা হচ্ছে "কোবাল্ট ওয়ার"।

ভারত মহাসাগরে নিমজ্জিত অবস্থায় রয়েছে নিকিটিন সমুদ্র-পর্বত। আর এই পর্বতেই রয়েছে কোবাল্টের খনি। যেটিকে অনেকেই ভারত মহাসাগরের গুপ্ত "যখের ধন" হিসেবে অভিহিত করেন। এই কোবাল্ট ধাতুর খনিকের ঘিরেই এখন চলছে তুমুল প্রতিযোগিতা। এই যুদ্ধে নেমে পড়েছে পড়শি দেশ চিন। বেজিং দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগরীয় এলাকায় নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে।

শুধু তাই নয়, সেই লক্ষ্যেই ভারতের একের পর এক পড়শি দেশকে নিজেদের হাতে রেখে ক্রমশ প্রভাব বাড়ানোর পথে হাঁটছে তারা। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়েছে বেজিং। মলদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা প্রতিটি দেশেই নিজেদের জাল বিস্তার করেছে চিন। আর এইভাবেই তারা চাইছে ভারতকে চাপে রাখতে। যদিও, ঠিক এই আবহেই এবার শুরু হতে চলেছে নতুন যুদ্ধ। যেটিকে বলা হচ্ছে "কোবাল্ট ওয়ার"।

ভারত মহাসাগরের যে অংশে নিকিটিন পর্বত রয়েছে, তা কোনও নির্দিষ্ট দেশের সমুদ্রসীমার মধ্যে পড়ে না। এমতাবস্থায়, ওই অংশের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশানাল সিবেড অথরিটি। এদিকে, নিকিটিন পর্বত ভারতীয় সমুদ্রসীমা থেকে খুব একটা দূরে অবস্থিত নয়। নিকিটিন পর্বতের ওই কোবাল্টের খনি কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের উৎস। সম্প্রতি ভারত সেখান থেকেই কোবাল্ট উত্তোলন করার জন্য ইচ্ছে প্রকাশ করে। যার পরিপ্রেক্ষিতে নয়া দিল্লি থেকে গত জানুয়ারি মাসে সরকারি আধিকারিকেরা ইন্টারন্যাশানাল সিবেড অথরিটির কাছে এই সংক্রান্ত আবেদন জমা দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, কোবাল্ট উত্তোলনের অনুমতি পাওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির খুব একটা অসুবিধা হওয়ার কথা না হলেও বিষয়টিতে বাধা আসছে অন্য দিক থেকে।

এদিকে, সেখান থেকে কোবাল্ট উত্তোলনের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়ে রেখেছে শ্রীলঙ্কা। দূরত্বের দিক থেকে শ্রীলঙ্কা নিকিটিন পাহাড়ের বেশি কাছে অবস্থিত হওয়ায় তাদের দাবিও জোরালো হয়ে উঠেছে। এদিকে, শ্রীলঙ্কার পাশাপাশি মলদ্বীপও কোবাল্ট তুলতে চেয়ে আবেদন জানিয়েছিল। কিন্তু, শ্রীলঙ্কার এই দাবির ক্ষেত্রে অদৃশ্যভাবে ছড়ি ঘোরাচ্ছে চিন। অনুমান করা হচ্ছে যে, কোবাল্ট উত্তোলনের জন্য বেজিং শ্রীলঙ্কার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই হয়তো কোবাল্ট উত্তোলনের জন্য আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্টারন্যাশানাল সিবেড অথরিটির সদর দপ্তর রয়েছে জামাইকায়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এখনও পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা, মলদ্বীপের মধ্যে কেউ এই কোবাল্ট উত্তোলনের প্রয়োজনীয় অনুমতি পায়নি। সমস্ত দিক গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যেই একটি দেশকে কোবাল্ট উত্তোলনের অনুমতি দেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

গালওয়ানের বরফ গলে আরও কাছাকাছি ভারত-চিন, বাণিজ্যিক ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নয়া দিল্লির
ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ