শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৩০০ জনেরও বেশি মানুষের দেহ উদ্ধার হয়েছে | বিজ্ঞানীদের মত গত ১০০ বছরের মধ্যে এটাই সবথেকে মারাত্মত ভূমিকম্প |
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প | বিপর্যস্ত সিরিয়া আর তুরস্ক | তাসের বাড়ির মত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল | এখনও পর্যন্ত ২৩০০ জনেরও বেশি মানুষের দেহ উদ্ধার হয়েছে | এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যা নাড়িয়ে দিয়েছিল গ্রিনল্যান্ডের মাটিও | ভূমিকম্প বিধ্বস্ত দুটি দেশেই উদ্ধারকাজ শুরু হয়েছে | বিজ্ঞানীদের মত গত ১০০ বছরের মধ্যে এটাই সবথেকে মারাত্মত ভূমিকম্প |