Titan Submarine: আর নয় 'টাইটানিক' অভিযান, 'টাইটান' দুর্ঘটনার পরই বাতিল হল অভিশপ্ত জাহাজ ঘিরে সমস্ত পরিকল্পনা

Published : Jun 28, 2023, 07:28 PM IST
Titanic submarine

সংক্ষিপ্ত

আগামী বছরই ভারত মহাসাগরে ডুব দেবে ভারতের সাবমেরিন। এর মধ্যেই এই বিপর্যয় দোটানায় ফেলেছে ভারতকেও।

বন্ধ হল টাইটানিক অভিযান, শতবর্ষ পুরনও জাহাজের ধ্বংসাবশেষ চাক্ষুস করতে গিয়ে সমুদ্র গর্ভেই প্রাণ হারিয়েছেন সাবমেরিন 'টাইটান'-এর পাঁচ অভিযাত্রী। এই দুর্ঘটনার পরই 'RMS টাইটানিক' ঘিরে সব রকমের অভিযান বাতিল করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক বছরের জন্য বাতিল আটলান্টিকের গভীরে পড়ে থাকা 'RMS টাইটানিক' জাহাজ ঘিরে সব রকমের বৈজ্ঞানীক অভিযান এবং পর্যটন। অন্যদিকে এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে। 'টাইটান'-এর আদলে পর্যটন সাবমেরিন তৈরির কাজ চলছে ভারতেও। ইতিমধ্যেই শেষের পথে সেই কাজ। আগামী বছরই ভারত মহাসাগরে ডুব দেবে ভারতের সাবমেরিন। এর মধ্যেই এই বিপর্যয় দোটানায় ফেলেছে ভারতকেও। তবে কি আশঙ্কামুক্ত হতে পিছতে পারে সমুদ্র অভিযান?

নিউ ইয়র্কের দ্য এক্সপ্লোরার্স ক্লাব সূত্রে জানা যাচ্ছে 'টাইটান' দুর্ঘটনার জেরে আটল্যান্টিকের গভীরে 'টাইটানিক'-এর কাছের ওই অংশে সমস্ত বৈজ্ঞানিক অভিযান বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে পর্যটকদের ওখানে যাওয়ার উপরও। আটলান্টিকের গভীরে বেশিরভাগ বৈজ্ঞানীক অভিযানের ব্যবস্থা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সংস্থা।

কানাডার নিউ সাউথহ্যাম্পটনের সেন্ট জন্স থেকে আটলান্টিকে ডুব দেয় সাবমেরিন টাইটান। পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ চাক্ষুস করতে রওনা হয় সাবমেরিনটি। ৯৬ ঘণ্টার অক্সিজেনের রসদ নিয়ে সাগরে ডুব দিয়েছিল জলযানটি। কিন্তু অল্প সময়ের মধ্যেই ঘটে যায় বিপত্তি। পৌনে দু'ঘন্টার মাথায় দিক নির্দেশকারী জাহাজ বা কমান্ড শিপ 'পোলার প্রিন্স'-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। তারপর থেকেই আর খোঁজ মেলেনি টাইটানের। পাঁচ অভিযাত্রী-সহ সাবমেরিনের খোঁজে চারদিন ধরে আটলান্টিকে তল্লাশি চালায় মার্কিন কোস্ট গার্ড। বুধবার কানাডার P-3 বিমান সমুদ্রের তলদেশ থেকে কিছু ভেসে আসা শব্দ চিহ্নিত করে। পরে C-130 হারকিউলিস বিমানও একই ধরনের সংকেত শব্দ চিহ্নিত করে। সেই মতো নামানো হয় রোবটও। কিন্তু বৃহস্পতিবারই ওই সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারীরা।

প্রসঙ্গত, চেন্নাইয়ের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজি বা NIOT-র-এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে ভারতীয় সাবমেরিন 'মৎস্য ৬০০০'। তবে টাইটান দুর্ঘটনার জেরে অনেকটাই দমে গিয়েছে বিজ্ঞানীদের আত্মবিশ্বাস। এই প্রসঙ্গে সংস্থার অধিকর্তা জি রামাদাস জানিয়েছেন,'টাইটান দুর্ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা ভালোভাবে বোঝার চেষ্টা করছি। টাইটানের মতো ভুল যাতে না হয় সেদিকেই নজর রাখা হচ্ছে।' পাশাপাশি তিনি জানিয়েছেন সমুদ্রে নামানোর আগে কিছু বিশেষ বদলও করা হবে। তিনি বলেছেন,'মৎস্য ৬০০০-এ কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের শিট ব্যবহার করা হয়েছে। কিন্তু টাইটান সাবমেরিনেও এই দু'টি পদার্থ ব্যবহার করা হয়েছিল। তা সত্ত্বেও বিস্ফোরণ হয়। তাই আমরা বাড়তি সতর্কতা নিচ্ছি। প্রয়োজনে নির্মাণকাজ পিছিয়ে দেওয়া হবে।'

আরও পড়ুন -

কবে চাঁদে পাড়ি দিচ্ছে ভারত! চন্দ্রযান ৩ যাত্রার তারিখ নিয়ে বড় ঘোষণা ইসরোর

প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে হামলা! পথচারীদের তৎপরতায় প্রাণে বাঁচল যুবতী, দেখুন ভিডিও

QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ সেরার তালিকায় ৪৫টি ভারতীয় বিশ্ববিদ্যালয়: মোদী শাসনের জয়ধ্বনি দিলেন রাজীব চন্দ্রশেখর

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার