ভিডিওতে ইউক্রেনীয় আর্মির এক মহিলা সেনা জওয়ান দুর্দান্ত নেচে মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। দেখা গিয়েছে আর্মির ইউনিফর্ম পরে কার্টুন চরিত্র পিকাচু ডান্স করছেন ওই মহিলা সেনা জওয়ান। তারই মাঝে ভারী ইউনিফর্ম ও বুট পরে নাচছেন ওই সেনা।
ভিডিওতে ইউক্রেনীয় আর্মির এক মহিলা সেনা জওয়ান দুর্দান্ত নেচে মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। দেখা গিয়েছে আর্মির ইউনিফর্ম পরে কার্টুন চরিত্র পিকাচু ডান্স করছেন ওই মহিলা সেনা জওয়ান। চারিদিকে সাদা হয়ে রয়েছে বরফ। তারই মাঝে ভারী ইউনিফর্ম ও বুট পরে নাচছেন ওই সেনা। দেখেই বোঝা যাচ্ছে কোনও একটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে ভিডিও শুট করা হয়েছে। যেখানে চারিদিকে প্রাণের স্পন্দন নেই, একটা গাছও মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখায় না, তেমনই এক প্রত্যন্ত ওয়ার জোনে দাঁড়িয়ে দেশের হয়ে লড়ে চলেছেন সেনারা। সেখানেই কোথাও তোলা হয়েছে এই ভিডিও।