একধাক্কায় এতটা গরীব কেউ হননি, দেখুন কোথা থেকে কোথায় নামলেন এই চিনা ধনকুবের


এই চিনা ধনকুবেরের মতো একধাক্কায় এতটা গরীব এর আগে কেউ হননি। এই বছর কলিন হুয়াং-এর কতটা সম্পদ কমল জানেন?

একধাক্কায় এতটা গরীব এর আগে কেউ হননি। চিনের ই-কমার্স প্ল্যাটফর্ম পিনডুওডুও ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা কলিন হুয়াং। একটা সময় তাঁর পিনডুওডুও বা পিডিডি চিনের বাজারে ধুমকেতূর গতিতে উঠছিল। অথচ এই বছর ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, হুয়াং ২৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ হারিয়েছেন। 

বস্তুত, এর প্রধান কারণ, চিনা ইন্টারনেট জায়ান্টদের উপর চিন সরকারের বিভিন্ন বিধিনিষেধ। চিনা ধনকুবের শ্রেণীর জোয়ারের মুখে প্রেসিডেন্ট শি জিনপিং 'সাধারণ সমৃদ্ধি' এবং দেশের বেসরকারি সংস্থাগুলির নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। আর তার জেরেই পিডিডি-র শেয়ার একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। চিনা শেয়ার বাজারের সূচকের ৫০০ জন সদস্যের মধ্যে এই সংস্থার পতনই সবচেয়ে বেশি। 

Latest Videos

একই ব্যবসায়িক খাতে থাকা আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড বা টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের থেকেও পিনডুওডুও ইনকর্পোরেশনের শেয়ারের মূল্য বেশি কমেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর কারণ, আলিবাবা বা টেনসেন্টের তুলনায় পিডিডি অনেক নতুন সংস্থা। তাদের ব্যবসায়িক মডেল, আলিবাবাদের মতো পাকাপোক্ত এবং লাভজনক হিসাবে প্রমাণিত নয়। তাই সরকারি বিধিনিষেধের প্রভাবটাও তাদের উপর বেশি পড়েছে।  

এই পিডিডি সংস্থাটি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন কলিন হুয়াং। দ্রুত 'সম্প্রদায়গত কেনাকাটা'র ধারণার মাধ্যমে সংস্থাটিকে একটি চিনা ই-কমার্স জায়ান্টে পরিণত করেছিলেন। পিডিডি অ্যাপের বার্ষিক ব্যবহারকারীর সংখ্যা গত ডিসেম্বরে ৭৮ কোটিরও বেশি হয়েছিল, যা আলিবাবার থেকেও বেশি ছিল। সেই সময় কোম্পানির বাজার মূল্য ১৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এখন তা নেমে এসেছে প্রায় ১২৫ বিলিয়ন ডলারে। আর হুয়াং-এর মূল্য কমে দাঁড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার। গত বছরই তাঁকে সংস্থার প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল। গত মার্চ মাসে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

তবে শুধু পিডিডি বা কলিন হুয়াং নন, চিনের সম্পদের ব্যবধান কমনোর উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি জিনপিং-এর বিভিন্ন নিয়মকানুনের জেরে চিনা প্রযুক্তি জায়ান্টগুলি বর্তমানে খুবই খারাপ অবস্থার  মধ্য দিয়ে যাচ্ছে। ব্লুমবার্গ সূচক অনুসারে, এই বছর সবচেয়ে বেশি সম্পদ কমে যাওয়া ১০ জন ধনকুবেরের মধ্যে ৬ জনই চিনের। তাদের মধ্যে রয়েছে পানীয় জলের সংস্থা নংফু স্প্রিং কো-র চেয়ারম্যান ঝং শানশান থেকে রিয়েল এস্টেট ডেভেলপার এভারগ্রান্ডের হুই, ই-কমার্স সংস্থা টেনসেন্টের পনি মা, আলিবাবার জ্যাক মা-রা রয়েছেন। 

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি