আইপিএল ২০১৯, ফাইনাল - রুদ্ধশ্বাস জয়, চতুর্থবার চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

সংক্ষিপ্ত

  • আইপিএল ২০১৯ চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স
  • একেবারে শেষ বলে ১ রানে এল রুদ্ধশ্বাস জয়
  • শেষ বলে উইকেট নিয়ে হিরো মালিঙ্গা
  • টসে জিতে আগে ব্যাট করে ১৪৯/৮ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স

11:42 PM (IST) May 12

চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়া্স

দুর্দান্ত এক ফাইনাল ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। প্রথম দল হিসেবে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। ক্ল্যাশ অব দ্য জায়ান্টস-এও চার-চারবার জয়ী হল এমআই দলই। আরও একবার লাসিথ মালিঙ্গা দেখিয়ে দিলেন তিনি কী করতে পারেন। 

11:36 PM (IST) May 12

শেষ বল

শেষ বলে শর্দুলকে এলবিডব্লু আউট করে দিলেন লাসিথ মালিঙ্গা। শর্দুল করে গেলেন ২ বলে ২।

মুম্বই ইন্ডিয়ান্সের ১৪৯ রান তাড়া করে সিএসকের ইনিংস থামল ১৪৮/৭-এ। অর্থৎ মুম্বই ইন্ডিয়ান্স জিতল ১ রানে।

11:33 PM (IST) May 12

শেষ ওভার

শেষ ওভারের দায়িত্ব দেওয়া হল মালিঙ্গাকে

প্রথম: লঙ অনে ঠেলে ১টি রান পেলেন ওয়াটসন

দ্বিতীয়: মালিঙ্গার হাতে ঠেলে এক রান নিলেন জাদেজা। রান আউটের সুযোগ ছিল। কিন্তু উইকেটে লাগাতে ব্যর্থ হলেন মালিঙ্গা।

তৃতীয়: মিঢ উইকেটে ছেলে দুই রান নিলেন ওয়াটসন

চতুর্থ: আবার খেলায় মোচড়। নাটকীয় পরিবর্তন। রান আউট হয়ে গেলেন ওয়াটসন। ১ রান পূর্ণ করে দ্বিতীয় রান নেওয়ার সময় দুর্দান্ত থ্রো করলেন ক্রুনাল পাণ্ডিয়া। সেই বল নিয়ে ওয়াটস পৌঁছনোর আগেই উইকেট ভেঙে দেন ডি কক। ওয়াটসন করলেন ৮০ (৫৯)।

ক্রিজে এলেন শর্দুল ঠাকুর।

পঞ্চম: ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে মেরে দুই রান নিলেন শর্দুল

শেষ বলে চাই ২১ রান। এক হলে সুপার ওভার।

11:24 PM (IST) May 12

ওভার ১৯

বল করতে এলেন বুমরা

প্রথম: ১টি রান পেলেন ওয়াটসন

দ্বিতীয়: দুর্দান্ত গতির সুইং বল, পরাস্ত হলেন ব্রাভো। বল তাঁর ব্যাটের কানা লেগে চলে গেল ডি ককের হাতে। ব্রাভো ১৫ (১৫)
নতুন ব্য়াটসম্য়ান জাদেজা

তৃতীয়: দুই রান নিয়ে খাতা খুললেন জাদেজা

চতুর্থ: রান পেলেন না জাদেজা

পঞ্চম: মিড উইকেটে মেরে দুই রান নিলেন জাদেজা

ষষ্ঠ: শেষ বলে বল গ্লাভস বন্দী করতে পারলেন না কুইন্টন ডি কক। বাই চার রান পেল সিএসকে।

মোট রান এল: ৯

ওয়াটসন ৭৬ (৫৬), জাদেজা ৪(৪)

সিএসকে: ১৪১/৫

জিততে চাই: ৬ বলে ৯ রান

11:18 PM (IST) May 12

ওভার ১৮

আক্রমনে ফিরলেন ক্রিনাল পাণ্ডিয়া

প্রথম: ইয়র্ক লেন্থে বল, ১টি রান পেলেন ব্রাভো

দ্বিতীয়: অফ স্টাম্পের বাইরে ইয়র্কারের চেষ্টা করেছিলেন, লঙ অফে তুলে ছয় মারলেন ওয়াটসন

তৃতীয়: আবার ছয়, এবার বল উড়ে গেল একেবারে সোজা

চতুর্থ: এবার আরও একটি বিশাল ছয়, বল গেল ডিপ মিড উইকেট দিয়ে

পঞ্চম: এবার অফস্টামন্পের বাইরে জোরের উপর বল করলেন, রান এল না।

ষষ্ঠ: পয়েন্টে মেরে এক রান নিলেন ওয়াটসন

মোট রান এল: ২০

ওয়াটসন ৭৫ (৫৫), ব্রাভো ১৫(১৪)

সিএসকে: ১৩২/৪

জিততে চাই: ১২ বলে ১৮

11:10 PM (IST) May 12

ওভার ১৭

আক্রমনে ফিরলেন যশপ্রীত বুমরা

প্রথম: শুরুতেই আউটের সুযোগ আসল। ওয়াটসনের তুলে মারা শট একেবারে রাহুল চাহারের হাতে গেল। কিন্তু, তা তালুবন্দী হল না।  ১টি রান এল

দ্বিতীয়: এক রান নিলেন ব্রাভো

তৃতীয়: রান পেলেন না ওয়াটসন

চতুর্থ: রান পেলেন না ওয়াটসন

পঞ্চম: বাউন্সার, ওয়াটসন খেলতে পারেন না। একরান বাই হল

ষষ্ঠ: আড়াআড়ি খেলে একরান নিলেন ব্রাভো

মোট রান এল: ৪

ওয়াটসন ৫৬ (৫০), ব্রাভো ১৪(১৩)

সিএসকে: ১১২/৪

জিততে চাই: ১৮ বলে ৩৮

11:03 PM (IST) May 12

ওভার ১৬

আক্রমনে ফিরলেন মালিঙ্গা

প্রথম: ছয় মারলেন ব্রাভো। ইয়র্কার করতে গিয়েছিলেন। ্করিজ থেকে সরে গিয়ে চালালেন ব্রাভো

দ্বিতীয়: আবার ইয়র্কার, এবার ফঅলিক করে এক রান নিলেন ব্রাভো

তৃতীয়: অফ স্টাম্পের বাইরে ইয়র্কার ছিল। থার্ডম্য়ান এলাকা দিয়ে তুলে মারলেন ওয়াটসন। এল চার রান

চতুর্থ: এক জায়গা দিয়ে একই ভাবে দ্বিতীয় চার পেলেন ওয়াটসন। অর্ধশতরানও এল তাঁর।

পঞ্চম: আবার একই জায়গা দিয়ে একই রকম শটে চার মারলেন ওয়াটসন

ষষ্ঠ:  পয়েন্ট এলাকায় ঠেলে এক রান নিলেন ওয়াটসন

মোট রান এল: ২০

ওয়াটসন ৫৫ (৪৬), ব্রাভো ১২(১১)

সিএসকে: ১০৮/৪

জিততে চাই: ২৪ বলে ৪২

10:58 PM (IST) May 12

ওভার ১৫

ফেরানো হল ম্যাকক্লেনাঘানকে

প্রথম: রান পেলেন না ব্রাভো

দ্বিতীয়: রান পেলেন না ব্রাভো

তৃতীয়: রান পেলেন না ব্রাভো

চতুর্থ: থার্ড ম্যানে কাট করে দুই রান নিলেন ব্রাভো

পঞ্চম: রান পেলেন না ব্রাভো।

ষষ্ঠ:  কভারে ঠেলে এক রান পেলেন ব্রাভো

মোট রান এল: ৩

ওয়াটসন ৪২ (৪২), ব্রাভো ৫(৯)

সিএসকে: ৮৮/৪

জিততে চাই: ৩০ বলে ৬২

10:51 PM (IST) May 12

ওভার ১৪

বল করতে এলেন রাহুল চাহার

প্রথম: রান পেলেন না ব্রাভো

দ্বিতীয়: ব্যাকওয়ার্ড পয়েন্টে ছেলে এক রান নিলেন ব্রাভো

তৃতীয়: অফসাইডে ঠেলে এক রান নিলেন ওয়াটসন

চতুর্থ: শর্ট থার্ড ম্যানে ঠেলে এক রান নিলেন ব্রাভো

পঞ্চম: সপাটে মেরেছিলেন ওাটসন। কিন্তু বল সোজা গেল চাহারের হাতে। কিন্তু অত্যন্ত গতিতে থাকায় তা তালুবন্দী করতে পারলেন না তিনি।
ক্রিজে এলেন ডোয়েন ব্রাভো।

ষষ্ঠ:  রান পেলেন না ওয়াটসন

স্ট্র্যাটেজিক টাইমআউট নেওয়া হল

মোট রান এল: ৩

ওয়াটসন ৪২ (৪২), ব্রাভো ২(৩)

সিএসকে: ৮৪/৪

10:47 PM (IST) May 12

ওভার ১৩

বল করতে ডাকা হল হার্দিক পাণ্ডিয়াকে

প্রথম: অফ সাইডে পাঞ্চ করে এক রান নিলেন ধোনি

দ্বিতীয়: স্লোয়ার বল, রান পেলেন না ওয়াটসন

তৃতীয়: অফস্টাম্পে স্লোয়ার বল, ওয়াইড হল

চতুর্থ: কাট করলেন ওয়াটসন, কিন্তু সোজা ফিল্ডারের হাতে, রান হল না

পঞ্চম: পুল করলেন ওয়াটসন, ভালো করে ব্যাটে-বলে হল না। বল গেল মালিঙ্গার কাছে। এক রানের জায়গায় ধোনি ২ রানের জন্য ডাকলেন। ওবার থ্রো করলেন মালিঙ্গা। উল্টো দিক থেকে বল ধরে সরাসরি বল ছুঁড়ে উইকেট ভেঙে দিলেন ইশান কিশান। রান আউটের আবেদন উঠল। অনেকটা সময় নিয়ে আউট দিলেন থার্ড আম্পায়ার। ধোনি প্যাভিলিয়নে ফিরলেন ২ (৮) করে।

ক্রিজে এলেন ডোয়েন ব্রাভো।

ষষ্ঠ:  রান পেলেন না ওয়াটসন

সপ্তম; রান পেলেন না ওয়াটসন

মোট রান এল: ৩

ওয়াটসন ৪১ (৩৯), ব্রাভো ০(০)

সিএসকে: ৮২/৪

10:36 PM (IST) May 12

ওভার ১১

ব করতে এলেন রাহুল চাহার

প্রথম: এগিয়ে এলেও শে, পর্যন্ত মিড অনে ঠেলে এক রান নিলেন ওয়াটসন

দ্বিতীয়: রান পেলেন না ধোনি

তৃতীয়: রান পেলেন না ধোনি

চতুর্থ: রান পেলেন না ধোনি

পঞ্চম: শর্ট বল, অফ সাইডে ঠেলে একটি রান নিলেন ধোনি

ষষ্ঠ:  ফাইন লেগ দিয়ে সুইপ করে চার মারলেন ওয়াটসন

মোট রান এল: ৬

ওয়াটসন ৪০ (৩৪), ধোনি ১ (৭)

সিএসকে: ৭৯/৩

10:32 PM (IST) May 12

ওভার ১০

ফিরে এলেন যশপ্রীত বুমরা

প্রথম: শর্ট বল, রান পেলেন না ওয়াটসন

দ্বিতীয়: থার্ড ম্যানে ঠেলে ১ রান নিলেন ওয়াটসন

তৃতীয়: আউট রায়ডু। বুমরার শর্টবলের সামনে অসহায় আত্মসমর্ন করলেন তিনি। ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ১ (৪) করে।
নতুন ব্য়াটসম্য়ান ধোনি

চতুর্থ: দুর্দান্ত বল, অপস্টান্পের বাইরে। খেলতে পারলেন না ধোনি। রান এল না।

পঞ্চম: ফের অপস্টান্পের বাইরে বল, ছেড়ে দিলেন ধোনি, রান এল না

ষষ্ঠ: অফ সাইডে ঠেলে দিলেন ধোনি, রান এল না

মোট রান এল: ১

ওয়াটসন ৩৫ (৩২), ধোনি ০ (৩)

সিএসকে: ৭৩/৩

10:26 PM (IST) May 12

ওভার ১০

বল করতে এলেন রাহুল চাহার

প্রথম: ান পেলেন না রায়না। ব্য়াকফুটে সরে এসেছিলেন. বল স্পিন করে উইকেটের উপর দিয়ে গেল।

দ্বিতীয়: এলবিডব্লু-র আবেদন। মাঠের আম্পায়ার আউট দিলেন। ফের রিভিউ নিলেন রায়না। কিন্তু এবার থার্ড আম্পায়ারও আউট দিলেন। সুরেশ রায়না ফিরলেন ৮ (১৪) করে।
নতুন ব্য়াটসম্য়ান রায়ডু

তৃতীয়: ডিপ স্কোয়ার লেগে ঠেলে ১ রান নিলেন রায়ডু

চতুর্থ: অফ সাইডে কাট করে ১ রান নিলেন ওয়াটসন

পঞ্চম: স্পিনে বোকা বনলেন রায়ডু, রান বল না

ষষ্ঠ: রান পেলেন না রায়ডু

মোট রান এল: ২

ওয়াটসন ৩৪ (৩০), সুরেশ রায়না ১ (৩)

সিএসকে: ৭০/১

10:21 PM (IST) May 12

ওভার ৯

বল করতে এলেন ম্যাকক্লেনাঘান

প্রথম: দুর্দান্ত স্লোয়ার বল, এক রান নিলেন রায়না, এলবিডব্লুর আবেদন উঠেছিল, আম্পায়াররা সাড়া দেননি

দ্বিতীয়: দুর্দান্ত অফ ড্রাইভে চার মারলেন ওয়াটসন

তৃতীয়: মিড উইকেটে ঠেলে ৩ রান নিলেন ওয়াটসন

চতুর্থ: ব্যাটের টপ এজে লেগে বল উঠে গিয়েছিল উপরে। বলের নিচেই আসতে পারেননি মালিঙ্গা। ক্যাচ পড়ল। রান এল ২।

পঞ্চম: রান পেলেন না ওয়াটসন

ষষ্ঠ: রান পেলেন না ওয়াটসন

মোট রান এল: ১০

ওয়াটসন ৩৩ (২৯), সুরেশ রায়না ৮ (১২)

সিএসকে: ৭০/১

10:16 PM (IST) May 12

ওভার ৮

বল করতে এলেন রাহুল চাহার

প্রথম: লেগ সাইডে ঠেলে এক রান নিলেন রায়না

দ্বিতীয়: রান পেলেন না ওয়াটসন

তৃতীয়: ডিপ কভারে কাট করে এক রান নিলেন ওয়াটসন

চতুর্থ: রান পেলেন না রায়না

পঞ্চম: রান পেলেন না রায়না

ষষ্ঠ: ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে মেরে এক রান নিলেন রায়না

মোট রান এল: ৩

ওয়াটসন ২৫ (২৪), সুরেশ রায়না ৭ (১১)

সিএসকে: ৬০/১

10:11 PM (IST) May 12

ওভার ৭

ফিরে এলেন ম্যাকক্লেনাঘান

প্রথম: এক রান নিলেন রায়না

দ্বিতীয়: থার্ড ম্যানে ঠেলে এক রান নিলেন ওয়াটসন

তৃতীয়: ওয়াইড বল

চতুর্থ: বাউন্সার বল। রায়নার বিরুদ্ধে ক্যাচ আউটের আবেদন। বল ধরেছেন ধোনি। মাঠের আম্পায়ার আউট দিলেন। রিভিউ নিয়েচেন রায়না। আলট্রা এজ প্রযুক্তি জানালো বল গ্লাভসে লাগেনি। তৃতীয় আম্পায়ার নট আউট দিলেন।

পঞ্চম: লেগ সাইডে ঠেলে এক রান নিলেন রায়না।

ষষ্ঠ: রান পেলেন নাা ওয়াটসনওয়াটসন

সপ্তম: রান পেলেন নাা ওয়াটসন

মোট রান এল: ৪

ওয়াটসন ২৪ (২২), সুরেশ রায়না ৫ (৭)

সিএসকে: ৫৩/১

10:01 PM (IST) May 12

ওভার ৬

বল করতে এলেন মালিঙ্গা

প্রথম: রান পেলেন না ওয়াটসন

দ্বিতীয়: সপাটে মেরে চার পেলেন ওয়াটসন

তৃতীয়: রান পেলেন না ওয়াটসন

চতুর্থ: ব্যাক ওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আড়াআড়ি শটে ছয় মারলেন ওয়াটসন

পঞ্চম: ওয়াইড বল

ষষ্ঠ: থার্ড ম্য়ান এলাকা দিয়ে কাট মেরে চার মারলেন ওয়াটসন

সপ্তম: রান হল না

স্ট্র্যাটেজিক টাইম আউট নেওয়া হল

মোট রান এল: ১৫

ওয়াটসন ২৩ (১৯), সুরেশ রায়না ৩ (৪)

সিএসকে: ৫৩/১

09:55 PM (IST) May 12

ওভার ৫

বোলিং পরিবর্তন, বল করতে এলেন বুমরা

প্রথম: থার্ড ম্য়ানে ঠেলে ১ রান নিলেন ওয়াটসন

দ্বিতীয়: রান পেলেন না রায়না

তৃতীয়: ফাইন লেগে ঠেলে এক রান নিলেন রায়না

চতুর্থ: ফের থার্ড ম্য়ানে ঠেলে ১ রান নিলেন ওয়াটসন

পঞ্চম: কব্জি মোচরে ব্যাক ওয়ার্ড স্কোয়ার লেগে বল ঠেলে ২ রান নিলেন রায়না

ষষ্ঠ: কোনও রান এল না

মোট রান এল: ৫

ওয়াটসন ৯ (১৩), সুরেশ রায়না ৩ (৪)

সিএসকে: ৩৮/১

09:50 PM (IST) May 12

ওভার ৪

বল করতে এলেন ক্রুনাল

প্রথম রান পেলেন না ডু প্লেসিস

দ্বিতীয়: মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মারলেনডু প্লেসিস

তৃতীয়: মিড অন দিয়ে ছয় মারলেন ডু প্লেসিস

চতুর্থ: ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মরলেন ডু প্লেসিস

পঞ্চম: রান এল না

ষষ্ঠ: আউট শেষ বলে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন ডু প্লেসিস। কিন্তু বলের লাইন মিস করে স্টাম্পড হলেন। ডু প্লেসিস ২৬ (১৩)
ক্রিজে এলেন রায়না

মোট রান এল: ১৪

ওয়াটসন ৭ (১১), সুরেশ রায়না ০ (০)

সিএসকে: ১৯/০

09:46 PM (IST) May 12

ওভার ৩

বোলিং পরিবর্তন, এলেন মালিঙ্গা  

প্রথম : এক রান নিলেন ডু প্লেসিস

দ্বিতীয়: কোনও রান পেলেন না ওয়াটসন

তৃতীয়: কোনও রান পেলেন না ওয়াটসন

চতুর্থ: কোনও রান পেলেন না ওয়াটসন

পঞ্চম: কভারে ঠেলে এক রান নিলেন ওয়াটসন

ষষ্ঠ: আুটোয়ার ঝুঁকি নিয়েও রান নিলেন ডু প্লেসিস, ওবার থ্রো-তে এল আরও চার রান

মোট রান এল: ৭

ডু প্লেসিস ১২ (৭) ওয়াটসন ৭ (১১)

সিএসকে: ১৯/০

09:43 PM (IST) May 12

ওভার ২

দ্বিতীয় ওভার বল করলেন ক্রুনাল পাণ্ডিয়া

প্রথম : এক রান নিলেন ডু প্লেসিস। ক্রিুনাল ঝাঁপিযেও ক্যাচ ধরতে পারলেন না।

দ্বিতীয়: কোনও রান পেলেন না ওয়াটসন

তৃতীয়: কোনও রান পেলেন না ওয়াটসন

চতুর্থ: হাফ ভলি পেয়েই কভার দিয়ে চার মারলেন ওয়াটসন

পঞ্চম: রান পেলেন না ওয়াটসন

ষষ্ঠ: শে, বলেও রান হল না

মোট রান এল: ৫

ডু প্লেসিস ৬ (৫) ওয়াটসন ৬ (৭)

সিএসকে: ১২/০

09:40 PM (IST) May 12

সিএসকে ইনিংসের প্রথম ওভার

প্রথম ওভার বল করলেন ম্যাকক্লেনাঘান

প্রথম : কোনও রান পেলেন না ডু প্লেসিস

দ্বিতীয়: কোনও রান পেলেন না

তৃতীয়: ওভার পিচড বল এবং চার মারলেন ডু প্লেসিস

চতুর্থ: লেগ সাইডে মেরেন নিলেন ডু প্লেসিস

পঞ্চম: রান পেলেন না ওয়াটসন

ষষ্ঠ: ডিপ মিডউিকেটে মেরে ২ রান নিলেন ওয়াটসন

মোট রান এল: ৭

ডু প্লেসিস ৫ (৪) ওয়াটসন ২ (২)

সিএসকে: ৭/০

09:18 PM (IST) May 12

ওভার ২০

শেষ ওভার বল করলেন ডোয়েন ব্রাভো

প্রথম : লঙ অফে মেরেও একটিও রান নিলেন না পোলার্ড

দ্বিতীয়: দুর্দান্ত বল, অফ স্টাম্পের অনেকটা বাইরে স্লো ডেলিভারি করলেন ব্রাভো। কোনও রান পেলেন না পোলার্ড।

তৃতীয়: আবারও একই ঘটনা। অফ স্টাম্পের বাইরে স্লো ডেলিভারি। পোলার্ড অফ স্টাম্পের বাইরে ছিলেন বলে ওয়াইড দেওয়া হল না।

চতুর্থ: লঙ অফে মেরে দুই রান নেওয়ার চেষ্টা করেছিলেন পোলার্ড। কিন্তু রান আউট হয়ে গেলেন ম্য়াকক্লেনাঘান ০ (২)। ক্রিজে এলেন বুমরা।

পঞ্চম: একস্ট্রা কভার ও লঙ অফের মাঝখান দিয়ে সপাটে চার মারলেন পোলার্ড।
 
ষষ্ঠ: শেষ বলেও ঠিক এক জায়গা থেকে চার মারলেন পোলার্ড।

মোট রান এল: ৯

পোলার্ড - ৪১ (২৫) বুমরা ০ (০)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৯/৮

09:09 PM (IST) May 12

ওভার ১৯

ফেরানো হল দীপক চাহারকে

প্রথম : শর্ট বল, হার্দিক পাঞ্চ করলেন ডিপ মিড উইকেট ও লঙ অনের মাঝখান দজিদিয়ে। চার রান এল।

দ্বিতীয়: ইয়র্কার ডেলিভারি, এলবিডব্লিউ-এর আবেদন! মাঠের আম্পায়ার দিলেন আউট। রিভিউ নিলেন পাণ্ডিয়া। তৃতীয় আম্পায়ারও জানালেন আউট। হার্দিক পাণ্ডিয়া  ১৬ (১০)। নতুন ব্যাটসম্যান রাহুল চাহার।

তৃতীয়: কোনও রান এল না।

চতুর্থ: আবার আউট। তুলে মারতে গিয়ে এক্সট্রা কভারে সহজ ক্যাচ দিয়ে ফিরেগেলেন রাহুল চাহার ০(২)।ক্রিজে এলেন ম্য়াকক্লেনাঘান।

পঞ্চম: কোনও রান এল না।
 
ষষ্ঠ: কোনও রান এল না।

মোট রান এল: ৪

পোলার্ড - ৩২ (১৯) ম্যাক্লেনাঘান - ০ (২)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৪০/৭

09:00 PM (IST) May 12

ওভার ১৮

বল করতে এলেন শর্দুল ঠাকুর

প্রথম : এক রান নিলেন পোলার্ড

দ্বিতীয়: ক্যাচ মিস! হার্দিকেরল মিসড টাইমড শট উঠেছিল এক্সট্রা কভার এলাকায় সহজ ক্যাচ ছাড়লেন সুরেশ রায়না। এক রান এল।

তৃতীয়: ডি মিড উইকেটের উপর দিয়েপাটে ছয় মারলেন পোলার্ড

চতুর্থ: লঙ অনে মেরে এক রান নিলেন রান পেলেন না পোলার্ড

পঞ্চম: হেলিকপ্টার শট চালালেন হার্দিক পাণ্ডিয়া। লঙ অনের উপর দিয়ে সোজা ছয়।

ষষ্ঠ: ১টি রান নিলেন হার্দিক

মোট রান এল: ১৬

পোলার্ড - ৩২ (১৯) হার্দিক পাণ্ডিয়া - ১২ (৮)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৬/৫

08:54 PM (IST) May 12

ওভার ১৭

বল করতে এলেন তাহির

প্রথম : লঙ অনে ঠেলে এক রান নিলেন হার্দিক

দ্বিতীয়: লঙ অনে ঠেলে এক রান নিলেন পোলার্ড

তৃতীয়: এক রান নিলেন হার্দিক

চতুর্থ: রান পেলেন না পোলার্ড

পঞ্চম: প্যাডের উপরে সামান্য শর্ট লেন্থে বল করেছিলেন। পুল করে ছয় মারলেন পোলার্ড।

ষষ্ঠ: মিড উইকেটে মেরে এ১টি রান নিলেন পোলার্ড

মোট রান এল: ১০

পোলার্ড - ২৪ (১৬) হার্দিক পাণ্ডিয়া - ৪ (৫)

মুম্বই ইন্ডিয়ান্স: ১২০/৫

08:51 PM (IST) May 12

ওভার ১৬

বল করতে এলেন রবীন্দ্র জাদেজা

প্রথম : এক রান নিলেন পোলার্ড

দ্বিতীয়: কোনও রান এল না।  

তৃতীয়: এক রান নিলেন হার্দিক

চতুর্থ: চার মারলেন পোলার্ড

পঞ্চম: লঙ অনে ঠেলে এক রান নিলেন পোলার্ড

ষষ্ঠ: লঙ অনে ঠেলে এক রান নিলেন হার্দিক

মোট রান এল: ৮

পোলার্ড - ১৬ (১২) হার্দিক পাণ্ডিয়া - ২ (৩)

মুম্বই ইন্ডিয়ান্স: ১১০/৫

08:44 PM (IST) May 12

ওভার - ১৫

বল করতে এলেন ইমরান তাহির

প্রথম : প্রথম বলেই সোজা ছক্কা হাঁকালেন পোলার্ড

দ্বিতীয়: পায়ে বল করলেন। কোনও রান এল না।  

তৃতীয়: অনে ঠেলে এক রান নিলেন পোলার্ড

চতুর্থ: তুলে মারার চেষ্টা করেছিলেন ইশান কিশান। কিন্তু বল ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ চলে গেল সুরেশ রায়না হাতে। ইশান কিশান ২৩ (২৬)
নতুন ব্য়াটসম্যান হার্দিক পাণ্ডিয়া

পঞ্চম: কোনও রান রপেলেন না পোলার্ড

ষষ্ঠ: মিড উইকেটে ঠেলে ১ রান নিলেন পোলার্ড

 স্ট্র্যাটেজিক টাইম আউট নেওয়া হল।

মোট রান এল: ৮

পোলার্ড - ১০ (৯) হার্দিক পাণ্ডিয়া - ০ (০)

মুম্বই ইন্ডিয়ান্স: ১০২/৫

08:39 PM (IST) May 12

ওভার ১৪

বল করতে এলেন রবীন্দ্র জাদেজা

প্রথম : কোনও রান পেলেন না ইশান

দ্বিতীয়: কোনও রান পেলেন না

তৃতীয়: ১ রান নিলেন ইশান

চতুর্থ: ১ রান নিলেন পোলার্ড

পঞ্চম: ১ রান নিলেন ইশান

ষষ্ঠ: ১ রান নিলেন পোলার্ড

মোট রান এল: ৪

পোলার্ড - ২ (৪) ইশান কিশান - ২৩ (২৫)

মুম্বই ইন্ডিয়ান্স: ৯৪/৪

08:35 PM (IST) May 12

ওভার ১৩

বল করতে এলেন শর্দুল ঠাকুর

প্রথম : ২ রান নিলেন ক্রুনাল

দ্বিতীয়: ২ রান নিলেন ক্রুনাল

তৃতীয়: মিস টাইমড শটে কট অ্যান্ড বোল্ড হলেন ক্রুনাল। দারুণ ক্যাচ নিলেন শর্দুল। ক্রুণাল - ৭(৭)। নতুন ব্য়াটসম্যয়ান পোলার্ড।

চতুর্থ: ১ রান নিলেন ইশান

পঞ্চম: কোনও রান হল না

ষষ্ঠ: কোনও রান হল না

মোট রান এল: ৫

পোলার্ড - ০ (২) ইশান কিশান - ২১ (২১)

মুম্বই ইন্ডিয়ান্স: ৯০/৪

08:31 PM (IST) May 12

ওভার - ১২

বল করতে এলেন ইমরান তাহির

প্রথম : ২ রান নিলেন সূর্যকুমার

দ্বিতীয়: বোল্ড হয়ে গেলেন সূর্যকুমার! সূর্যকুমার যাদব: ১৫ (১৭),

তৃতীয়: ব্য়াট করতে এলেন ক্রুনাল। কোনও রান হল না।

চতুর্থ: ২ রান নিলেন ক্রুনাল

পঞ্চম: কোনও রান হল না

ষষ্ঠ: ১ রান এল

মোট রান এল: ৫

ইশান কিশান - ২০ (২০)
 ক্রুনাল পাণ্ডিয়া - ৩ (৪)

মুম্বই ইন্ডিয়ান্স: ৮৫/৩

08:27 PM (IST) May 12

ওভার ১১

বল করতে এলেন হরভজন সিং

প্রথম : কোনও রান হল না।

দ্বিতীয়: সিঙ্গল নিলেন ইশান

তৃতীয়: চার মারলেন সূর্যকুমার। ডিপ মিড উইকেটে তুলে মেরেছিলেন। দৌড়ে ডাইভ করে দারুণ প্রচেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু বল তার হাতে আসেনি।

চতুর্থ: কোনও রান হল না।

পঞ্চম: সিঙ্গল নিলেন  সূর্যকুমার

ষষ্ঠ: ডিপ মিডউইকেট দিয়ে চার মারলেন ইশান কিশান

মোট রান এল: ১০

সূর্যকুমার যাদব: ১৩ (১৫), ইশান কিশান - ২০ (২০)

মুম্বই ইন্ডিয়ান্স: ৮০/২

08:21 PM (IST) May 12

ওভার - ১০

বল করলেন ডোয়েন ব্রাভো

প্রথম : সপাটে চালালেন ইশান। লঙ অন দিয়ে চার এল।

দ্বিতীয়: ওয়াইড বল

তৃতীয়: কোনও রান হল না।

চতুর্থ: সিঙ্গল নিলেন ইশান কিশা

পঞ্চম:সিঙ্গল নিলেন  সূর্যকুমার

ষষ্ঠ: সুইপ করে চার মারলেন ইশান কিশান

সপ্তম: স্ট্রেট ড্রাইভ করে সিঙ্গল নিলেন ইশান

মোট রান এল: ১২

সূর্যকুমার যাদব: ৮ (১২), ইশান কিশান - ১৫ (১৭)

মুম্বই ইন্ডিয়ান্স: ৭০/২

08:14 PM (IST) May 12

ওভার - ৯

বল করলেন হরভজন

রান হল ৮ - ১ ওয়াইড ০ ১ ১ ০ ১

ইশান কিশান ৫ (১৩), সূর্যকুমার যাদব ৭ (১০)

মুম্বই ইন্ডিয়ান্স: ৫৮/২

 

08:11 PM (IST) May 12

ওভার ৮

বল করলেন ডোয়েন ব্রাভো।

রান হল ৩ - ০ ১ ১ ১ ০ ০

ইশান কিশান ৩ (৯), সূর্যকুমার যাদব ৫ (৮)

মুম্বই ইন্ডিয়ান্স: ৫৩/২

 

08:10 PM (IST) May 12

সপ্তম ওভার

সপ্তম ওভারে বল করলেন হরভজন

রান হল ৫ - ১ ১ ১ ১ ০ ১

ইশান কিশান ২ (৬), সূর্যকুমার যাদব ৩ (৫)

মুম্বই ইন্ডিয়ান্স: ৫০/২

 

08:05 PM (IST) May 12

ষষ্ঠ ওভার

ষষ্ঠ ওভারে ফেরানো হল দীপক চাহার-কে

রান হল ০ - ০ উইকেট  ০ ০ ০ ০।

দ্বিতীয় বলেই রোহিতকে ফেরালেন চাহার। স্লোয়ার বল বুঝতে না পেরে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এমআই অধিনায়ক। রোহিত শর্মা - ১৫ (১৪),

ইশান রকিশান ০ (৪), সীূর্যকুমার যাদব ০ (১)

মুম্বই ইন্ডিয়ান্স: ৪৫/২

 

07:59 PM (IST) May 12

পঞ্চম ওভার

 অন্য প্রান্তেও বোলিং পরিবর্তন। এলেন শর্দুল ঠাকুর।

রান হল: ৮ - ১ ১ ০ ৬ উইকেট ০।

প্রথম বলে ১ রান নিলেন ডি কক

চতুর্থ বলেই পুল মেরে ছয় হাঁকালেন ডিকক।

পঞ্চম বলেই জোর ধাক্কা দিলেন শর্দুল। শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগালেন ডিকক। ক্যাচ ধরলেন ধোনি। ডি কক - ২৯ (১৭)

পরের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

রোহিত শর্মা - ১৪ (১১), সূর্যকুমার যাদব- ০ (১)

মুম্বই ইন্ডিয়ান্স: ৪৫/১

07:53 PM (IST) May 12

চতুর্থ ওভার

 বোলিং পরিবর্তন। হরভজন সিং-কে আক্রমণে আনা হল।

রান হল: ৭ - ১ ১ ১ ০ ০ ৪।

প্রথম বলে ১ রান নিলেন ডি কক

শেষ বলে ভাজ্জিকে কে চার মারলেন রোহিত।

রোহিত শর্মা - ১৪ (১১), ডি কক - ২২ (১৩)

মুম্বই ইন্ডিয়ান্স: ৩৭/০

07:50 PM (IST) May 12

তৃতীয় ওভার

দীপক চাহারকেই চতুর্থ ওভার বল দেওয়া হল

রান হল: ২০ - ৬ ওয়াইড ০ ৬ ০ ৬ ১।

প্রথম বলেই ছয় হাকালেন ডি কক, তৃতীয় ও পঞ্চম বলে মারলেন আরো দুটি ছয়।

রোহিত শর্মা - ৯ (৭), ডি কক - ২০ (১১)

মুম্বই ইন্ডিয়ান্স: ৩০/০