গলিয়াথ রাজস্থানকে হেলায় হারাল কলকাতা, তরুণ বোলিং আক্রমণের সামনে ছন্দ হারাল স্মিথরা

  • মরুদেশে প্রথম মুখোমুখি হয়েছিল রাজস্থান ও কলকাতা
  • প্রথমে মনে হচ্ছিল কেকেআর-এর করা স্কোর হেলায় টপকানো যাবে
  • কিন্তু, কলকাতার তরুণ বোলিং ব্রিগেডের সামনে ভেঙে পড়ল রাজস্থান
  • শেষমেশ হারের কাছে মাথা নত করে মাঠ ছাড়ে রাজস্থান
     

প্রায় হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচ। মরগ্যানের দুরন্ত ব্যাটিং-এ শেষ মুহূর্তে স্কোরবোর্ডে রান জুড়তে সমর্থ হয়েছিল কলকাতা। কিন্তু, রাজস্থানের ব্যাটিং-এর গভীরতার সামনে কলকাতার স্কোর খুবই যৎসামান্য বলে মনে হচ্ছিল। শেষপর্যন্ত হয়তো একটু ভিন্ন ভাবনা ধারণ করেছিল কলকাতার তরুণ বোলিং বিভাগ। যার জেরে রাজস্থানকে ৩৭ রানে ম্যাচ হারাতে হল কলকাতা নাইট রাইডার্সের কাছে। 

বুধবার দুবাই-এর পরে ব্যাট করতে যাওয়া রাজস্থান রয়্যালসের সামনে ১৭৫ রানের লক্ষ্য রাখে কলকাতা। মনে করা হয়েছিল হেলায় হয়তো এই ম্যাচেও জয় পেয়ে যাবে রাজস্থান। কারণ, রাজস্থানের ব্যাটিং গভীরতার সামনে ১৭৪ রানের টার্গেট কিছুই না। যদিও, একটু অন্যরকম ভেবেছিলেন কলকাতার তরুণ পেস ব্রিগেড। যার নেতৃত্ব দিচ্ছিলেন  শিবম মাভি। আর তাঁকে যোগ্য সহায়তা দিয়ে যাচ্ছিলেন কমলেশ নাগরাকোটি এবং সিভি বরুণ। তরুণ এই পেস ব্রিগেডের চাপ আর ধরে রাখতে পারেনি স্মিথের দল। যার জেরে একটা সময় মন্থর হয়ে পড়ে রান তোলার গতি। তারমধ্যে একটার পর একটা উইকেট পড়তে থাকে রাজস্থানের। 

Latest Videos

রাজস্থানকে সবচেয়ে প্রথম ধাক্কাটা দেন কামিন্স। দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি স্মিথকে উইকেটকিপার দীনেশ কার্তিকের তালুবন্দি করেন। রাজস্থান সে সময় ১৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছিল। এরপর সঞ্জু স্যামসনকে দুরন্ত এক বলে নারিনের হাতে তালুবন্দি করেন মাভি। 

মর্গ্যানের দৌলতে রাজস্থানের বিরুদ্ধে লড়াইয়ে ফেরে কলকাতা। নাহলে একটা সময় মনে হয়েছিল হয়তো কলকাতা মেরে কেটে ১৫০ রানও টপকাতে পারবে না। শেষমেশ ২০ ওভারে কলকাতার রান দাঁড়াল  ৬ উইকেটে ১৭৪ রান। মরগ্যান অপরাজিত থাকলেন ৩৪ রানে। 

মরগ্যান যখন ক্রিজে আসেন ব্যাট করতে তখন ১৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল কলকাতা। কিন্তু, মরগ্যান ক্রিজে আসতে না আসতেই আউট হয়ে যান রাসেল। এখানেই শেষ নয় স্কোরবোর্ডে ১৪৯ রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন কামিন্সও। 

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News