IPL Live Update- টানা তৃতীয় ম্যাচ হার কেকেআরের, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে

সংক্ষিপ্ত

আজ আইপিএলের দ্বিতীয় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে প্রথম ম্যাচ হায়দরবাদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, মুম্বই ও আরসিবির বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছে ইয়ন মর্গ্যানের দলকে। অপরদিকে ঠিক উল্টো পরিস্থিতি সিএসকে শিবিরে। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারতে হলেও পঞ্জাব ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় রয়েছে এমএস ধোনির দল। আজকের ম্য়াচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।
 

11:22 PM (IST) Apr 21

রান আউট প্রসিদ্ধ কৃষ্ণা, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে

শেষ ওভারে রান আউট হলেন, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে। কাজে এল না রাসেল, কামিন্সের লড়াই।

11:17 PM (IST) Apr 21

৬ বলে কেকেআরের দরকার ২০ রান, হাতে ১ উইকেট

শেষ ওভারে কেকেআরের দরকার ২০ রান। হাতে এক উইকেট। ভরসা কামিন্স।

11:10 PM (IST) Apr 21

১২ বলে কেকেআরের দরকার ২৮ রান

লড়াই করছেন কামিন্স। ১২ বলে জয়ের জন্য কেকোরের দরকার ২৮ রান। হাতে ২ উইকেট।

11:06 PM (IST) Apr 21

অর্ধশতরান প্যাট কামিন্সের

২৩ বলে অর্ধশতরান করলেন কামিন্স। ৩টি চার ৫ছয়ে সাজানো তার ইনিংস।

11:04 PM (IST) Apr 21

আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে

আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে

10:58 PM (IST) Apr 21

স্যাম কারনকে ১ ওভারে ৩০ রান মারলেন কামিন্স

১৬ তম ওভারে স্যাম কারনকে ৪টি ছ্ক্কা ও একটি চার সহ ৩০ রান মারলেন প্যাট কামিন্স। ১৬ ওভার শেষে কেকেআর ১৭৬ রানে ৭  উইকেট। 

 

 

10:52 PM (IST) Apr 21

আউট দীনেশ কার্তিক, ১৫ ওভার শেষে কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট

৪০ রান করেএনগিডির বলে আউট দীনেশ কার্তিক। ১৫ ওভার শেষে  কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট।

10:34 PM (IST) Apr 21

আউট আন্দ্রে রাসেল

২২ বলে ৫৪ রানের ইনিংস খেলে স্যাম কারনের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

10:32 PM (IST) Apr 21

২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের

২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের। ৩টি চার ৬টি ছয়ে সাজানো তার ইনিংস।

 

/p>

10:28 PM (IST) Apr 21

১০ ওভার শেষে কেকেআর ৯৭

১০ ওভার শেষে কেকেআর ৯৭। রাসেল ৪৭ ও ডিকে  ১৮ নট আউট।

10:25 PM (IST) Apr 21

ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ

ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ। রাসেল নট আউট ১৫ বলে ৪১।

10:15 PM (IST) Apr 21

৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট

নেমেই ঝোড়ো ইনিংস খেলছেন রাসেল। ৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট

10:07 PM (IST) Apr 21

৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট

৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট। নেমেই দুটি চার ও একটি ছয় মারলেন রাসেল।

10:04 PM (IST) Apr 21

আউট রাহুল ত্রিপাঠি

পঞ্চম ওভারে এনগিডির বলে আউট হলেন রাহুল ত্রিপাঠি। ৮ রান করলেন তিনি। কেকেআর ৩১ রানে ৫ উইকেট।

 

10:02 PM (IST) Apr 21

চতুর্থ উইকেট দীপক চাহরের, আউট সুনীল নারিন

ফের উইকেট পতন কেকেআরের। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট পেলেন দীপক চাহার। আউট হলেন নারিন।

 

10:00 PM (IST) Apr 21

তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট মর্গ্যান

তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। 

09:53 PM (IST) Apr 21

তৃতীয় ওভারে আউট নীতিশ রানা

তৃতীয় ওভারে আউট নীতিশ রানা। ৯ রান করে দীপক চাহারের বলে আউট হন তিনি।

09:46 PM (IST) Apr 21

দ্বিতীয় ওভারে এল ৯ রান

স্যাম কারনের দ্বিতীয় ওভারে ৯ রান নিল কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ১৪। ব্য়াট করছেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানা।

09:38 PM (IST) Apr 21

প্রথম ওভারেই আউট শুভমান গিল

প্রথম ওভারেই খাতা না খুলে দীপক চাহারের বলে আউট হলেন শুভমান গিল।

 

09:22 PM (IST) Apr 21

শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে

শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে। ৯৫ রানে নট আ্রউট থাকলেন ফাফ ডুপ্লেসি।

 

 

09:14 PM (IST) Apr 21

২০০ পার সিএসকে, আউট ধোনি

১৯ ওভার শেষে সিএসকে ২০১ রানে ৩ উইকেট। ৮ বলে ১৭ রান করে আউট হলেন ধোনি।

 

09:10 PM (IST) Apr 21

ছক্কা হাঁকালেন ধোনি, ১৮ ওভার সিএসকে ১৮৬ ২ উইকেটে

ছক্কা হাঁকালেন ধোনি, ১৮ ওভার সিএসকে ১৮৬ ২ উইকেটে। সঙ্গে রয়েছেন ডুপ্লেসি।

 

 

08:58 PM (IST) Apr 21

আউট মইন আলি

১২ বলে ২৫ রান করে নারিনের বলে আউট হলেন মইন আলি। সিএসকে ১৬৫ রানে ২  উইকেট।

 

08:50 PM (IST) Apr 21

১৫ ওভার শেষে সিএসকে ১৪৪ রানে ১ উইকেটে

১৫ ওভার শেষে সিএসকে ১৪৪ রানে ১ উইকেটে। ব্যাট করছেন ডুপ্লেসি ও মইন আলি।

08:36 PM (IST) Apr 21

হাফ সেঞ্চুরি ফাফ ডুপ্লেসির

৩৬ বলে অনবদ্য ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ফাফ ডুপ্লেসি। ১৩ ওভার শেষে সিএসকে ১২১ রানে ১ উইকেট।

 

 

08:31 PM (IST) Apr 21

আউট রুতুরাজ গায়কোয়াড়

৪২ বলে ৬৪ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হলেন রুতুরাজ গায়কোয়াড়।

 

08:28 PM (IST) Apr 21

দুরন্ত ব্যাট করছে সিএসকে, ১২ ওভার শেষে ১১৫

দুরন্ত ব্যাট করছে সিএসকে, ১২ ওভার শেষে ১১৫

08:20 PM (IST) Apr 21

অর্ধশতরান গায়কোয়াড়ের

মরসুমের প্রথম রান পেলেন রুতুরাজ। হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩৩ বলে করলেন অর্ধশতরান।

 

 

08:15 PM (IST) Apr 21

১০ ওভারে শেষে সিএসকে ৮২ বিনা উইকেটে

১০ ওভারে শেষে সিএসকে ৮২ বিনা উইকেটে। 

08:08 PM (IST) Apr 21

৮ ওভার শেষে সিএসকে ৭২ বিনা উইকেটে

রাসেলের প্রথম ওভারে একটি বিশাল ছয় মারলেন রুতুরাজ ও একটি চার মারলেন ডুপ্লেসি। ৮ ওভার শেষে সিএসকে ৭২ বিনা উইকেটে।

08:01 PM (IST) Apr 21

পাওয়ার প্লে শেষে সিএসকে ৫৪ বিনা উইকেটে

পাওয়ার প্লে শেষে সিএসকে ৫৪ বিনা উইকেটে

07:56 PM (IST) Apr 21

৫০ রানের পার্টনারশিপ ডুপ্লেসি ও রুতুরাজের

৫ ওভার ৩ বলেই ৫০ রানের পার্টনারশিপ করে ফেললেন সিএসকের দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও রুতুরাজ গায়োকোয়াড়।

 

 

07:48 PM (IST) Apr 21

বরুণ চক্রবর্তীর চতুর্থ ওভারে এল ১২ রান

চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীকে একটি ছক্কা ও একটি চার নমারলেন ডুপ্লেসি। ৪ ওভার শেষে সিএসকে ৩৭-০।

 

 

07:42 PM (IST) Apr 21

নারিনের তৃতীয় ওভারে এল ৬ রান

সুনীল নারিনের কামব্যাকের ওভা্রে এল ৬ রান। ৩ ওভার শেষে সিএসকে ২৫ বিনা উইকেটে।

07:39 PM (IST) Apr 21

কামিন্সের দ্বিতীয় ওভারে এল ১৫ রান

দ্বিতীয় ওভারে অনবদ্য ব্যাটিং করলেন রুতুরাজ গায়কোয়াড়। প্যাট কামিন্সকে ২টি  চার ও একটি ছয় মারেন রুতুরাজ।

 

 

07:34 PM (IST) Apr 21

প্রথম ওভার শেষে ৪ রান সিএসকে

বরুণ চক্রবর্তীর প্রথম ওভারে ৪ রান করল সিএসকে।

 

07:19 PM (IST) Apr 21

দুই দলের একাদশ দেখে নিন এক নজরে

কেকেআর বনাম সিএসকে ম্যাচের দুই দলের একাদশ ,দেখে নিন এক নজরে

 

/p>

07:18 PM (IST) Apr 21

কেকেআর বনাম সিএসকে ম্যাচের টসের ভিডিও

কেকেআর বনাম সিএসকে ম্যাচের টসের ভিডিও